ETV Bharat / bharat

দেশে একদিনেই কোরোনা আক্রান্ত প্রায় 10 হাজার, মৃত্যুও সর্বাধিক

দেশে ক্রমশ বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 273 জনের ৷

ছবি
ছবি
author img

By

Published : Jun 5, 2020, 10:46 AM IST

দিল্লি, 5 জুন : ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে দেশের সমস্ত পরিষেবা । খুলতে শুরু করেছে দোকানপাট । আর এরই সঙ্গে পাল্লা দিয়ে রেকর্ড হারে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যাও । গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 9 হাজার 851 জন । যা দেশে একদিনে সংক্রমণের হারে সর্বোচ্চ । এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল 2 লাখ 26 হাজার 770 । গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 273 জনের । একদিনের মৃত্যুর নিরিখেও এই সংখ্যা সর্বোচ্চ । এই নিয়ে দেশে মোট 6 হাজার 348 জনের মৃত্যু হল । সুস্থ হওয়ার হার 48.27 শতাংশ ।

অ্যামেরিকা, ব্রাজ়িল, রাশিয়া, ইংল্যান্ড, স্পেন ও ইট্যালির পর আক্রান্তের নিরিখে বিশ্বে সপ্তম স্থানে রয়েছে ভারত । এই মুহূর্তে আক্রান্তের সংখ্যার নিরিখে বিশ্বে পঞ্চম স্থানে রয়েছে ভারত । এছাড়াও সুস্থ হওয়ার নিরিখে রয়েছে অষ্টম স্থানে ও মৃত্যুর হারের নিরিখে রয়েছে 12 নম্বরে ।

দেশে সবচেয়ে বেশি আক্রান্ত মহারাষ্ট্রে । এখনও পর্যন্ত 77 হাজার 793 জনের শরীরে কোরোনা সংক্রমণ মিলেছে । গত 24 ঘণ্টায় শুধু এরাজ্যেই নতুন করে আক্রান্ত হয়েছেন 2, 933 জন । তারপরই রয়েছে তামিলনাড়ু । এখানে কোরোনা আক্রান্ত 27 হাজার 256 জন । গত 24 ঘণ্টায় এখানে নতুন করে আক্রান্ত হয়েছেন 1384 জন । সংক্রমণ বাড়ছে দিল্লি ও গুজরাতেও । দেশে কোরোনা থেকে সুস্থ হওয়ার হার 48.27 শতাংশ । এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন 1 লাখ 9 হাজার 462 জন ।

গতকালই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানিয়ছেন, কোরোনা নিয়ন্ত্রণে বাড়াতে হবে টেস্টিংয়ের সংখ্যা । দিল্লির পরিস্থিতি চিন্তার ভাঁজ ফেলার মতো । কারণ, এখানে টেস্টিংয়ের সংখ্যা কম হচ্ছে । ধীরে ধীরে সবকিছু খুললেও কোরোনা সংক্রান্ত একাধিক নির্দেশিকা দিয়েছে কেন্দ্রীয় সরকার । সেসব মেনেই সোমবার থেকে খুলবে ধর্মীয় প্রতিষ্ঠান, রেস্তরাঁ, শপিং মল ।

দিল্লি, 5 জুন : ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে দেশের সমস্ত পরিষেবা । খুলতে শুরু করেছে দোকানপাট । আর এরই সঙ্গে পাল্লা দিয়ে রেকর্ড হারে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যাও । গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 9 হাজার 851 জন । যা দেশে একদিনে সংক্রমণের হারে সর্বোচ্চ । এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল 2 লাখ 26 হাজার 770 । গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 273 জনের । একদিনের মৃত্যুর নিরিখেও এই সংখ্যা সর্বোচ্চ । এই নিয়ে দেশে মোট 6 হাজার 348 জনের মৃত্যু হল । সুস্থ হওয়ার হার 48.27 শতাংশ ।

অ্যামেরিকা, ব্রাজ়িল, রাশিয়া, ইংল্যান্ড, স্পেন ও ইট্যালির পর আক্রান্তের নিরিখে বিশ্বে সপ্তম স্থানে রয়েছে ভারত । এই মুহূর্তে আক্রান্তের সংখ্যার নিরিখে বিশ্বে পঞ্চম স্থানে রয়েছে ভারত । এছাড়াও সুস্থ হওয়ার নিরিখে রয়েছে অষ্টম স্থানে ও মৃত্যুর হারের নিরিখে রয়েছে 12 নম্বরে ।

দেশে সবচেয়ে বেশি আক্রান্ত মহারাষ্ট্রে । এখনও পর্যন্ত 77 হাজার 793 জনের শরীরে কোরোনা সংক্রমণ মিলেছে । গত 24 ঘণ্টায় শুধু এরাজ্যেই নতুন করে আক্রান্ত হয়েছেন 2, 933 জন । তারপরই রয়েছে তামিলনাড়ু । এখানে কোরোনা আক্রান্ত 27 হাজার 256 জন । গত 24 ঘণ্টায় এখানে নতুন করে আক্রান্ত হয়েছেন 1384 জন । সংক্রমণ বাড়ছে দিল্লি ও গুজরাতেও । দেশে কোরোনা থেকে সুস্থ হওয়ার হার 48.27 শতাংশ । এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন 1 লাখ 9 হাজার 462 জন ।

গতকালই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানিয়ছেন, কোরোনা নিয়ন্ত্রণে বাড়াতে হবে টেস্টিংয়ের সংখ্যা । দিল্লির পরিস্থিতি চিন্তার ভাঁজ ফেলার মতো । কারণ, এখানে টেস্টিংয়ের সংখ্যা কম হচ্ছে । ধীরে ধীরে সবকিছু খুললেও কোরোনা সংক্রান্ত একাধিক নির্দেশিকা দিয়েছে কেন্দ্রীয় সরকার । সেসব মেনেই সোমবার থেকে খুলবে ধর্মীয় প্রতিষ্ঠান, রেস্তরাঁ, শপিং মল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.