ETV Bharat / bharat

"কাশ্মীরের জন্য মরতেও পারি", লোকসভায় মন্তব্য অমিতের

কাশ্মীরের জন্য প্রাণদান করতেও পারেন, লোকসভায় মন্তব্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ৷

কাশ্মীরের জন্য প্রাণ দিতেও পারেন, লোকসভায় আজ এই মন্তব্য করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷
author img

By

Published : Aug 6, 2019, 1:19 PM IST

দিল্লি, 6 অগাস্ট : কাশ্মীরের জন্য প্রাণ দিতেও পারেন, লোকসভায় আজ এই মন্তব্য করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ রাজ্যসভার পর আজ লোকসভায় জম্মু ও কাশ্মীর সংরক্ষণ বিল (দ্বিতীয় সংশোধনী) ও জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ সেই সময়ই বিরোধীদের প্রশ্নের উত্তরে একথা বলেন শাহ ৷

বিল পেশের পরই বিরোধী দলনেতা কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরি তীব্র ভাষায় আক্রমণ করেন কেন্দ্রকে ৷ তিনি জম্মু ও কাশ্মীরের বর্তমান পরিস্থিতির ব্যাখ্যা চান ৷ এরপরই বিরোধীরা একযোগে সরকারের তীব্র নিন্দা করে, জানতে চায়, জম্মু ও কাশ্মীর বলতে সরকার কোন এলাকাকে বোঝাতে চাইছে ৷ কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরি বলেন, শাহ এতটা আক্রমণাত্মক হয়ে উঠছেন কেন, তখন তিনি বলেন, '' আমি আক্রমণাত্মক হব ৷ কাশ্মীরের জন্য আমরা মরতেও পারি ৷ ''

বিরোধীদের শোরগোলের সময়ই পালটা অমিত শাহ প্রশ্ন তোলেন, ‘‘কোন নিয়ম লঙ্ঘন করা হয়েছে?’’ শাহ বলেন, ‘‘সংবিধানে জম্মু-কাশ্মীরকে দেশের অবিচ্ছেদ্য অঙ্গ বলে উল্লেখ করা হয়েছে । জম্মু-কাশ্মীরের সংবিধানেও একই কথার উল্লেখ রয়েছে । তাই জম্মু-কাশ্মীরে আইন প্রণয়নে কোনও বাধা নেই । জম্মু-কাশ্মীরের মধ্যে পাকিস্তান অধিকৃত কাশ্মীরও রয়েছে । আকসাই চিনও ভারতের অংশ ।'' তখন অধীরবাবু তাঁকে সরাসরি প্রশ্ন করেন, শাহের আক্রমণাত্মক ভঙ্গি নিয়ে৷ তারই উত্তরে কাশ্মীরের জন্য প্রাণদানের কথা বলেন শাহ ৷

দিল্লি, 6 অগাস্ট : কাশ্মীরের জন্য প্রাণ দিতেও পারেন, লোকসভায় আজ এই মন্তব্য করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ রাজ্যসভার পর আজ লোকসভায় জম্মু ও কাশ্মীর সংরক্ষণ বিল (দ্বিতীয় সংশোধনী) ও জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ সেই সময়ই বিরোধীদের প্রশ্নের উত্তরে একথা বলেন শাহ ৷

বিল পেশের পরই বিরোধী দলনেতা কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরি তীব্র ভাষায় আক্রমণ করেন কেন্দ্রকে ৷ তিনি জম্মু ও কাশ্মীরের বর্তমান পরিস্থিতির ব্যাখ্যা চান ৷ এরপরই বিরোধীরা একযোগে সরকারের তীব্র নিন্দা করে, জানতে চায়, জম্মু ও কাশ্মীর বলতে সরকার কোন এলাকাকে বোঝাতে চাইছে ৷ কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরি বলেন, শাহ এতটা আক্রমণাত্মক হয়ে উঠছেন কেন, তখন তিনি বলেন, '' আমি আক্রমণাত্মক হব ৷ কাশ্মীরের জন্য আমরা মরতেও পারি ৷ ''

বিরোধীদের শোরগোলের সময়ই পালটা অমিত শাহ প্রশ্ন তোলেন, ‘‘কোন নিয়ম লঙ্ঘন করা হয়েছে?’’ শাহ বলেন, ‘‘সংবিধানে জম্মু-কাশ্মীরকে দেশের অবিচ্ছেদ্য অঙ্গ বলে উল্লেখ করা হয়েছে । জম্মু-কাশ্মীরের সংবিধানেও একই কথার উল্লেখ রয়েছে । তাই জম্মু-কাশ্মীরে আইন প্রণয়নে কোনও বাধা নেই । জম্মু-কাশ্মীরের মধ্যে পাকিস্তান অধিকৃত কাশ্মীরও রয়েছে । আকসাই চিনও ভারতের অংশ ।'' তখন অধীরবাবু তাঁকে সরাসরি প্রশ্ন করেন, শাহের আক্রমণাত্মক ভঙ্গি নিয়ে৷ তারই উত্তরে কাশ্মীরের জন্য প্রাণদানের কথা বলেন শাহ ৷

Bengaluru, Aug 06 (ANI): Days after he was ousted from the chief ministerial post, JD(S) leader HD Kumaraswamy said that he worked like a 'slave' for its coalition partner Congress during the tenure of his government in the state. While speaking to ANI, the former chief minister said that he has pain in his heart since nobody acknowledged his work. "I am the happiest person now after vacating the office as a CM. For 14 months, I worked for the development of the state, there is a little pain in my heart because nobody appreciated my work," he said. The JD(S) leader said that his party leaders are not interested in a coalition with Congress in the future.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.