ETV Bharat / bharat

কোভ্যাক্সিনের দ্বিতীয় পর্যায়ের পরীক্ষার ছাড়পত্র ভারত বায়োটেককে

ভারত বায়োটেক সংস্থাকে কোভ্যাক্সিনের দ্বিতীয় পর্যায়ে ট্রায়ালের অনুমতি দিল কেন্দ্র ।

COVAXIN
কোভ্যাক্সিন
author img

By

Published : Sep 4, 2020, 10:00 PM IST

Updated : Sep 4, 2020, 10:52 PM IST

হায়দরাবাদ, 4 সেপ্টেম্বর : ভারত বায়োটেক সংস্থাকে কোভ্যাক্সিনের দ্বিতীয় পর্যায়ে পরীক্ষার অনুমতি দিল কেন্দ্র । 7 সেপ্টেম্বর থেকে কোভ্যাক্সিনের দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল শুরু করার সবুজ সংকেত দেওয়া হয়েছে ।

ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস ও SUM হাসপাতালের মুখ্য পর্যবেক্ষক ডাঃ ভেঙ্কট রাও সর্বভারতীয় এক সংবাদসংস্থাকে জানিয়েছেন, "প্রথম পর্যায়ের ট্রায়াল এখনও চলছে ৷ এবং দ্রুত দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল দ্রুত শুরুর পরিকল্পনা করা হয়েছে ।"

এপ্রিলের 3 তারিখে কোরোনা ভাইরাসের জন্য ইন্ট্রানেজ়াল ভ্যাকসিন তৈরি কথা ঘোষণা করে হায়দরাবাদে অবস্থিত ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা ভারত বায়োটেক ৷ ফ্লুজ়েন ভ্যাকসিন কম্পানি ও উইসকনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজিস্টদের সহযোগিতায় এই ভ্যাকসিন তৈরির কাজ শুরু করে ওই সংস্থা ৷ সেই সময় সংস্থার তরফে ভ্যাক্সিনের নামও ঘোষণা করা হয় ৷ ভ্যাক্সিনের নাম দেওয়া হয় কোরোফ্লু ৷ পরবর্তীকালে যার নাম হয় "কোভ্যাকসিন" ৷

COVAXIN
দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল শুরুর ছাড়পত্র পেল কোভ্যাক্সিন

আরও পড়ুন : প্রথম পর্যায়ে মানবদেহে কো-ভ্যাকসিনের পরীক্ষা সফল

হায়দরাবাদের জিনোম ভ্যালিতে ভারত বায়োটেকের BSL-3 (বায়ো সেফটি লেভেল 3) হাই কনটেনমেন্ট ফেসিলিটিতে এই প্রতিষেধক তৈরির কাজ সম্পন্ন হয় । এরপর 29 জুন ভারত বায়োটেকের কোভ্যাকসিনকে মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের ছাড়পত্র দেয় DCGI ৷ প্রথম ও দ্বিতীয় পর্যায়ে মানুষের শরীরে পরীক্ষার জন্য ছাড়পত্র মিলে ৷ ভারত বায়োটেকের ম্যানেজিং ডিরেক্টর ও চেয়ারম্যান কৃষ্ণা ইল্লা জানান, "আমরা গর্বের সঙ্গে ঘোষণা করছি, কোভ্যাকসিন দেশের প্রথম কোরোনা প্রতিষেধক । ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR) ও ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি (NIV) -র সঙ্গে যৌথ উদ্যোগে কোরোনার এই প্রতিষেধকটি তৈরি হয়েছে ।

আরও পড়ুন : AIIMS-এ মানবদেহে কোরোনা ভ্যাকসিনের ট্রায়াল

17 জুলাই মানবদেহে কোভ্যাকসিনের ট্রায়াল শুরু করে ভারত বায়োটেক ৷ হরিয়ানার রোহতাকের মেডিকেল সায়েন্সের পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউটে তিনজনের উপর ট্রায়াল শুরু হয় ৷ ক্লিনিকাল ট্রায়ালের এটিই ছিল প্রথম ফেজ় ৷ 14 অগাস্ট কোরোনা যুদ্ধে ভারতের ঝুলিতে আসে বড় সাফল্য ৷ দেশের প্রথম কোরোনা ভ্যাকসিন ভারত বায়োটেকের কোভ্যাকসিনকে প্রথম পর্বের হিউম্যান ট্রায়ালে সবুজ সংকেত দেওয়া হয় ৷ ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ বা ICMR দেশের 12টি জায়গায় কো-ভ্যাকসিনের প্রথম পর্বের হিউম্যান ট্রায়াল করে ৷ সেখানে থেকেই প্রাথমিক ফলাফলে ভ্যাকসিনকে সবুজ সংকেত দেওয়া হয়েছে ৷ 12টি জায়গার মোট 375 জন ভলেন্টিয়ারের শরীরে এই ভ্যাকসিনের প্রথম পর্বের পরীক্ষা করা হয় ৷

এবার ভারত বায়োটেক সংস্থাকে কোভ্যাকসিনের দ্বিতীয় পর্যায়ে পরীক্ষার অনুমতি দিল কেন্দ্র । 7 সেপ্টেম্বর থেকে কোভ্যাকসিনের দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল শুরু করার সবুজ সংকেত দেওয়া হয়েছে ।

আরও পড়ুন : হায়দরাবাদ NIMS-এ শুরু মানবদেহে কোভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ

হায়দরাবাদ, 4 সেপ্টেম্বর : ভারত বায়োটেক সংস্থাকে কোভ্যাক্সিনের দ্বিতীয় পর্যায়ে পরীক্ষার অনুমতি দিল কেন্দ্র । 7 সেপ্টেম্বর থেকে কোভ্যাক্সিনের দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল শুরু করার সবুজ সংকেত দেওয়া হয়েছে ।

ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস ও SUM হাসপাতালের মুখ্য পর্যবেক্ষক ডাঃ ভেঙ্কট রাও সর্বভারতীয় এক সংবাদসংস্থাকে জানিয়েছেন, "প্রথম পর্যায়ের ট্রায়াল এখনও চলছে ৷ এবং দ্রুত দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল দ্রুত শুরুর পরিকল্পনা করা হয়েছে ।"

এপ্রিলের 3 তারিখে কোরোনা ভাইরাসের জন্য ইন্ট্রানেজ়াল ভ্যাকসিন তৈরি কথা ঘোষণা করে হায়দরাবাদে অবস্থিত ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা ভারত বায়োটেক ৷ ফ্লুজ়েন ভ্যাকসিন কম্পানি ও উইসকনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজিস্টদের সহযোগিতায় এই ভ্যাকসিন তৈরির কাজ শুরু করে ওই সংস্থা ৷ সেই সময় সংস্থার তরফে ভ্যাক্সিনের নামও ঘোষণা করা হয় ৷ ভ্যাক্সিনের নাম দেওয়া হয় কোরোফ্লু ৷ পরবর্তীকালে যার নাম হয় "কোভ্যাকসিন" ৷

COVAXIN
দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল শুরুর ছাড়পত্র পেল কোভ্যাক্সিন

আরও পড়ুন : প্রথম পর্যায়ে মানবদেহে কো-ভ্যাকসিনের পরীক্ষা সফল

হায়দরাবাদের জিনোম ভ্যালিতে ভারত বায়োটেকের BSL-3 (বায়ো সেফটি লেভেল 3) হাই কনটেনমেন্ট ফেসিলিটিতে এই প্রতিষেধক তৈরির কাজ সম্পন্ন হয় । এরপর 29 জুন ভারত বায়োটেকের কোভ্যাকসিনকে মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের ছাড়পত্র দেয় DCGI ৷ প্রথম ও দ্বিতীয় পর্যায়ে মানুষের শরীরে পরীক্ষার জন্য ছাড়পত্র মিলে ৷ ভারত বায়োটেকের ম্যানেজিং ডিরেক্টর ও চেয়ারম্যান কৃষ্ণা ইল্লা জানান, "আমরা গর্বের সঙ্গে ঘোষণা করছি, কোভ্যাকসিন দেশের প্রথম কোরোনা প্রতিষেধক । ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR) ও ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি (NIV) -র সঙ্গে যৌথ উদ্যোগে কোরোনার এই প্রতিষেধকটি তৈরি হয়েছে ।

আরও পড়ুন : AIIMS-এ মানবদেহে কোরোনা ভ্যাকসিনের ট্রায়াল

17 জুলাই মানবদেহে কোভ্যাকসিনের ট্রায়াল শুরু করে ভারত বায়োটেক ৷ হরিয়ানার রোহতাকের মেডিকেল সায়েন্সের পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউটে তিনজনের উপর ট্রায়াল শুরু হয় ৷ ক্লিনিকাল ট্রায়ালের এটিই ছিল প্রথম ফেজ় ৷ 14 অগাস্ট কোরোনা যুদ্ধে ভারতের ঝুলিতে আসে বড় সাফল্য ৷ দেশের প্রথম কোরোনা ভ্যাকসিন ভারত বায়োটেকের কোভ্যাকসিনকে প্রথম পর্বের হিউম্যান ট্রায়ালে সবুজ সংকেত দেওয়া হয় ৷ ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ বা ICMR দেশের 12টি জায়গায় কো-ভ্যাকসিনের প্রথম পর্বের হিউম্যান ট্রায়াল করে ৷ সেখানে থেকেই প্রাথমিক ফলাফলে ভ্যাকসিনকে সবুজ সংকেত দেওয়া হয়েছে ৷ 12টি জায়গার মোট 375 জন ভলেন্টিয়ারের শরীরে এই ভ্যাকসিনের প্রথম পর্বের পরীক্ষা করা হয় ৷

এবার ভারত বায়োটেক সংস্থাকে কোভ্যাকসিনের দ্বিতীয় পর্যায়ে পরীক্ষার অনুমতি দিল কেন্দ্র । 7 সেপ্টেম্বর থেকে কোভ্যাকসিনের দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল শুরু করার সবুজ সংকেত দেওয়া হয়েছে ।

আরও পড়ুন : হায়দরাবাদ NIMS-এ শুরু মানবদেহে কোভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ

Last Updated : Sep 4, 2020, 10:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.