ETV Bharat / bharat

বেঙ্গালুরুতে দ্বিতীয়বারের জন্য কোরোনায় আক্রান্ত যুবতি

author img

By

Published : Sep 7, 2020, 8:05 AM IST

জুলাই মাসে প্রথম আক্রান্ত হয়েছিলেন । তার ঠিক দুই মাসের মধ্যে ফের আক্রান্ত হলেন যুবতি । কোরোনা মোকাবিলায় অ্যান্টিবডি তৈরি না হওয়ায় তিনি ফের কোরোনার শিকার হয়েছেন বলে জানাচ্ছেন চিকিৎসক ।

Corona
ছবিটি প্রতীকী

বেঙ্গালুরু , 7 সেপ্টেম্বর : বেঙ্গালুরুতে দুই মাসের মধ্যে ফের কোরোনায় আক্রান্ত হলেন এক যুবতি । 27 বছর বয়সি ওই যুবতি প্রথমে জুলাই মাসে কোরোনায় আক্রান্ত হয়েছিলেন । সুস্থ হওয়ার পর তাঁকে ছেড়ে দেওয়া হয় । এরপর ফের মৃদু উপসর্গ দেখা দিলে তাঁর কোরোনা পরীক্ষা করা হয় । টেস্টের রিপোর্টে দেখা যায়, তাঁর কো-মর্বিডিটি নেই । তবে তাঁর মধ্যে কোনও রোগ প্রতিরোধ ক্ষমতাও তৈরি হয়নি । বেঙ্গালুরু-র একটি বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এমনই জানানো হয়েছে ।

এবিষয়ে হাসপাতালের চিকিৎসক প্রতীক পাটিল বলেন , " সাধারণত আক্রান্ত হওয়ার দুই-তিন সপ্তাহ পর ইমিউনোগ্লোবিউলিন-জি অ্যান্টিবডি পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে । এই পজ়িটিভ আসা মানে রোগীর প্রতিরোধ ক্ষমতা বাড়ছে । আর আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে না । কিন্তু এই রোগীর ক্ষেত্রে অ্যান্টিবডি টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে । তার মানে আক্রান্ত হওয়ার পর ওই রোগীর মধ্যে কোনও প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়নি । কোরোনা ভাইরাস মোকাবিলায় যে অ্যান্টিবডি প্রয়োজন তা তাঁর শরীরে তৈরি হয়নি । ফের আক্রান্ত হওয়া মানে শরীরে অ্যান্টিবডি তৈরি না হওয়া । আর যদিও বা তৈরি হয় তা বেশিদিন থাকে না । ফলে, শরীরে ভাইরাস প্রবেশের সম্ভাবনা থাকে । "

বেঙ্গালুরুর আগে তেলাঙ্গানা এবং মহারাষ্ট্রে পুনরায় আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে । এছাড়া অ্যামেরিকা , নেদারল্যান্ডস , বেলজিয়ামেও এরকম উদাহরণ রয়েছে । যদিও বিজ্ঞানীরা জাানাচ্ছেন, এই ঘটনা বিরল । তবে, ভয় পাওয়ার কোনও কারণ নেই ।

বেঙ্গালুরু , 7 সেপ্টেম্বর : বেঙ্গালুরুতে দুই মাসের মধ্যে ফের কোরোনায় আক্রান্ত হলেন এক যুবতি । 27 বছর বয়সি ওই যুবতি প্রথমে জুলাই মাসে কোরোনায় আক্রান্ত হয়েছিলেন । সুস্থ হওয়ার পর তাঁকে ছেড়ে দেওয়া হয় । এরপর ফের মৃদু উপসর্গ দেখা দিলে তাঁর কোরোনা পরীক্ষা করা হয় । টেস্টের রিপোর্টে দেখা যায়, তাঁর কো-মর্বিডিটি নেই । তবে তাঁর মধ্যে কোনও রোগ প্রতিরোধ ক্ষমতাও তৈরি হয়নি । বেঙ্গালুরু-র একটি বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এমনই জানানো হয়েছে ।

এবিষয়ে হাসপাতালের চিকিৎসক প্রতীক পাটিল বলেন , " সাধারণত আক্রান্ত হওয়ার দুই-তিন সপ্তাহ পর ইমিউনোগ্লোবিউলিন-জি অ্যান্টিবডি পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে । এই পজ়িটিভ আসা মানে রোগীর প্রতিরোধ ক্ষমতা বাড়ছে । আর আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে না । কিন্তু এই রোগীর ক্ষেত্রে অ্যান্টিবডি টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে । তার মানে আক্রান্ত হওয়ার পর ওই রোগীর মধ্যে কোনও প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়নি । কোরোনা ভাইরাস মোকাবিলায় যে অ্যান্টিবডি প্রয়োজন তা তাঁর শরীরে তৈরি হয়নি । ফের আক্রান্ত হওয়া মানে শরীরে অ্যান্টিবডি তৈরি না হওয়া । আর যদিও বা তৈরি হয় তা বেশিদিন থাকে না । ফলে, শরীরে ভাইরাস প্রবেশের সম্ভাবনা থাকে । "

বেঙ্গালুরুর আগে তেলাঙ্গানা এবং মহারাষ্ট্রে পুনরায় আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে । এছাড়া অ্যামেরিকা , নেদারল্যান্ডস , বেলজিয়ামেও এরকম উদাহরণ রয়েছে । যদিও বিজ্ঞানীরা জাানাচ্ছেন, এই ঘটনা বিরল । তবে, ভয় পাওয়ার কোনও কারণ নেই ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.