ETV Bharat / bharat

পাতাল ভুবনেশ্বর ঘুরতে এসে মৃত্যু কলকাতার বাসিন্দার

পাতাল ভুবনেশ্বর ঘুরতে এসে হার্ট অ্যাটাকে মৃত্যু হল কলকাতার বেলঘরিয়ার বাসিন্দা বলাই দত্তের।

death
ছবি
author img

By

Published : Jan 14, 2020, 3:27 PM IST

পিথোরাগড়, 14 জানুয়ারি : উত্তরাখণ্ডের পাতাল ভুবনেশ্বর ঘুরতে এসে হার্ট অ্যাটাকে মৃত্যু হল কলকাতার বাসিন্দার । মৃতের নাম বলাই দত্ত । আজ সকালে শৌচালয়ে যাওয়ার সময় জ্ঞান হারান তিনি । তড়িঘড়ি সহযাত্রীরা তাঁকে নিকটবর্তী গঙ্গোলিহাট হাসপাতালে নিয়ে যান । সেখানেই চিকিৎসকরা বলাইকে মৃত বলে ঘোষণা করেন ।

বলাই দত্তের বাড়ি কলকাতার বেলঘরিয়ার ওল্ড নিমতা রোডে । পশ্চিমবঙ্গ থেকে পাতাল ভুবনেশ্বর গুহা ঘুরতে আসা 22 জনের দলে ছিলেন তিনি । পাতাল ভুবনেশ্বর থেকে আধ ঘণ্টা দূরত্বে গঙ্গোলিহাটের একটি নিজস্ব রিসর্টে ছিলেন বলাই ও অন্যরা । সকাল 7টা নাগাদ ঘুম থেকে উঠে বাথরুমে যাওয়ার পথে জ্ঞান হারান বলাই । তড়িঘড়ি প্রাথমিক চিকিৎসা শুরু করেন সহযাত্রীরা । কিন্তু জ্ঞান ফেরেনি । এরপর বলাইকে নিকটবর্তী গঙ্গোলিহাট হাসপাতালে যান তাঁরা । সেখানেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে বলাইকে ।

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । খবর দেওয়া হয়েছে মৃতের বাড়িতে । ময়নাতদন্তের জন্য মৃতদেহটি পিথোরাগড়ে পাঠানো হয়েছে ।

পিথোরাগড়, 14 জানুয়ারি : উত্তরাখণ্ডের পাতাল ভুবনেশ্বর ঘুরতে এসে হার্ট অ্যাটাকে মৃত্যু হল কলকাতার বাসিন্দার । মৃতের নাম বলাই দত্ত । আজ সকালে শৌচালয়ে যাওয়ার সময় জ্ঞান হারান তিনি । তড়িঘড়ি সহযাত্রীরা তাঁকে নিকটবর্তী গঙ্গোলিহাট হাসপাতালে নিয়ে যান । সেখানেই চিকিৎসকরা বলাইকে মৃত বলে ঘোষণা করেন ।

বলাই দত্তের বাড়ি কলকাতার বেলঘরিয়ার ওল্ড নিমতা রোডে । পশ্চিমবঙ্গ থেকে পাতাল ভুবনেশ্বর গুহা ঘুরতে আসা 22 জনের দলে ছিলেন তিনি । পাতাল ভুবনেশ্বর থেকে আধ ঘণ্টা দূরত্বে গঙ্গোলিহাটের একটি নিজস্ব রিসর্টে ছিলেন বলাই ও অন্যরা । সকাল 7টা নাগাদ ঘুম থেকে উঠে বাথরুমে যাওয়ার পথে জ্ঞান হারান বলাই । তড়িঘড়ি প্রাথমিক চিকিৎসা শুরু করেন সহযাত্রীরা । কিন্তু জ্ঞান ফেরেনি । এরপর বলাইকে নিকটবর্তী গঙ্গোলিহাট হাসপাতালে যান তাঁরা । সেখানেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে বলাইকে ।

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । খবর দেওয়া হয়েছে মৃতের বাড়িতে । ময়নাতদন্তের জন্য মৃতদেহটি পিথোরাগড়ে পাঠানো হয়েছে ।

Intro:Note- सर विसुअल थोड़ी देर बाद अपडेट

पिथौरागढ़: पाताल भुवनेश्वर घूमने आए पर्यटक दल के एक सदस्य की हार्ट अटैक से मौत हो गयी। पुलिस के अनुसार कोलकाता निवासी बलई दत्ता सुबह बाथरूम के लिए निकले तो अचेत हो गए। उनके साथ आये पर्यटकों ने उन्हें सामुदायिक स्वास्थ्य केंद्र गंगोलीहाट पहुंचाया जहां डॉक्टर ने उन्हें मृत घोषित कर दिया। पुलिस ने पंचनामे की कार्रवाई कर शव को पोस्टमार्टम के लिए पिथौरागढ़ भेज दिया है।

Body:पश्चिम बंगाल से पाताल भुवनेश्वर घूमने आए 59 वर्षीय बलई दत्ता पुत्र गोपाल दत्ता की हार्ट अटैक से मौत हो गयी है। बलई दत्ता 22 सदस्यीय दल के साथ विश्वप्रसिद्ध पाताल भुवनेश्वर गुफा के दर्शन के लिए आये हुए थे। पुलिस के अनुसार कोलकाता के ओल्ड निमता रोड, पोस्ट-बेलघड़िया, जिला- उत्तर 24 परगना निवासी बलई दत्ता गंगोलीहाट के एक निजी रिसोर्ट में रुके हुए थे। सुबह 7 बजकर 30 मिनट पर जब वो बाथरूम के निकले तो बेहोश हो गए। उनके साथ आये पर्यटकों ने 108 सेवा की मदद से उन्हें सामुदायिक स्वास्थ्य केंद्र गंगोलीहाट में भर्ती कराया। जहाँ डॉक्टर पवन कार्की ने उन्हें मृत घोषित कर दिया। वहीं पुलिस ने साथ आये पर्यटकों की मौजूदगी में पंचनामा भरकर शव को पोस्टमार्टम के लिए भेज दिया है। मृतक के परिजनों को सूचित कर दिया गया है।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.