ETV Bharat / bharat

কর্নাটকে উলটে গেল এরাজ্যের বাস, আহত ৪২ - Bengal tourist bus

কর্নাটকের মান্ডিয়ায় এরাজ্যের একটি বাস উলটে জখম ৪২ জন। আজ সন্ধেয় দুর্ঘটনাটি ঘটেছে মাদ্দুর থানার অন্তর্গত বেঙ্গালুরু-মাইসুরু জাতীয় সড়কে।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Mar 3, 2019, 9:41 PM IST

মান্ডিয়া(কর্নাটক), ৩ মার্চ : কর্নাটকের মান্ডিয়ায় এরাজ্যের একটি বাস উলটে জখম ৪২ জন। আজ সন্ধেয় দুর্ঘটনাটি ঘটেছে মাদ্দুর থানার অন্তর্গত বেঙ্গালুরু-মাইসুরু জাতীয় সড়কে।

জানা যাচ্ছে, একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে এড়াতে গিয়ে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপরই বাসটি উলটে যায়। খবর পেয়ে ঘটনাস্থানে যায় স্থানীয় থানার পুলিশ। তারা গিয়ে আহতদের MIMS হাসপাতালে ভরতি করে।

প্রাথমিক তদন্তের পর পুলিশ একটি দুর্ঘটনার মামলা রুজু করেছে। দুর্ঘটনার খবর পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্নাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীর সঙ্গে যোগাযোগ করেন।

মান্ডিয়া(কর্নাটক), ৩ মার্চ : কর্নাটকের মান্ডিয়ায় এরাজ্যের একটি বাস উলটে জখম ৪২ জন। আজ সন্ধেয় দুর্ঘটনাটি ঘটেছে মাদ্দুর থানার অন্তর্গত বেঙ্গালুরু-মাইসুরু জাতীয় সড়কে।

জানা যাচ্ছে, একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে এড়াতে গিয়ে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপরই বাসটি উলটে যায়। খবর পেয়ে ঘটনাস্থানে যায় স্থানীয় থানার পুলিশ। তারা গিয়ে আহতদের MIMS হাসপাতালে ভরতি করে।

প্রাথমিক তদন্তের পর পুলিশ একটি দুর্ঘটনার মামলা রুজু করেছে। দুর্ঘটনার খবর পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্নাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীর সঙ্গে যোগাযোগ করেন।


Ajmer (Rajasthan) Mar 03 (ANI): A massive fire broke out today afternoon at a Maruti car showroom in Ajmer after which the fire and rescue service personnel were alerted. Three fire engines and 11 personnel were pressed into the service after receiving the information. The fire was brought under control within an hour by firefighters' efforts. The reason behind fire is not yet to be ascertained.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.