ETV Bharat / bharat

বাংলার পরিস্থিতি কী ? প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে জানালেন রাজ্যপাল - Sandeshkhali

রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মৌখিকভাবে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে জানালেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী ।

ফাইল ফোটো
author img

By

Published : Jun 10, 2019, 3:59 PM IST

Updated : Jun 10, 2019, 4:36 PM IST

দিল্লি, 10 জুন : সৌজন্য সাক্ষাৎ ছিল । এর মাঝেই উঠে এল সন্দেশখালি প্রসঙ্গ । রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মৌখিক ভাবে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে জানালেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী । তবে, তিনি কোনও রিপোর্ট জমা দেননি । সূত্রের খবর, স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বাংলার পরিস্থিতি নিয়ে 'উদ্বেগ' প্রকাশ করা হয়েছে ।

লোকসভা নির্বাচনের পরও রাজ্যে রাজনৈতিক সংঘর্ষ অব্যাহত । ভাটপাড়া, কাঁকিনাড়া, নিমতা, খেজুরি ও সবশেষে সন্দেশখালি । শনিবার বিকেলে তৃণমূল-BJP সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে উত্তর 24 পরগনার এই এলাকা । চলে গুলি । উভয়পক্ষের 3 জনের মৃত্যু হয় । এখানেই শেষ নয়, মৃতদেহ কলকাতায় সৎকার করতে চাইলে BJP ও পুলিশের মধ্যে বচসা বাঁধে । প্রশাসনের চাপে পিছু হটলেও, গণতন্ত্রের হত্যা চলছে এই অভিযোগ তুলে আজ রাজ্যে কালা দিবস পালন করছে BJP । সেই সঙ্গে বসিরহাট বনধের ডাক দেওয়া হয় ।

  • West Bengal Governor Keshari Nath Tripathi: My visit to the Prime Minister and the Home Minister was a courtesy call. I just informed them of the general situation in the state. pic.twitter.com/UgH8crgelS

    — ANI (@ANI) June 10, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
এরই মধ্যে আজ দিল্লিতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে 'সৌজন্য' সাক্ষাৎ করেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী । সেখানে তিনি এরাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নরেন্দ্র মোদি ও অমিত শাহকে ওয়াকিবহাল করেন ।

এই সংক্রান্ত খবর : একরাতেই সন্দেশখালিতে শ্মশানের নিস্তব্ধতা !

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর একটি সংবাদমাধ্যমের মুখোমুখি হন রাজ্যপাল । সেখানে প্রশ্নের জবাবে তিনি বলেন, "প্রত্যেকটি রাজনৈতিক দল ও সংগঠনের কাছে শান্তি বজায় রাখার আবেদন করছি ।" এদিকে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, ষড়যন্ত্র করে সরকার ফেলার চেষ্টা হচ্ছে । এবিষয়ে রাজ্যপাল বলেন, "উনি কী বললেন তাতে এসে যায় না । আমি সৌজন্য সাক্ষাৎ করেছি । কোনও রিপোর্ট জমা দিইনি । মৌখিকভাবে যা জানানোর জানিয়েছি ।"

এই সংক্রান্ত খবর : দেহ আনা গেল না কলকাতায়, সন্দেশখালিতেই সৎকার

এই সংক্রান্ত খবর : হিংসা, মৃত্যু, সন্ত্রাস ; একনজরে রক্তাক্ত সন্দেশখালি

দিল্লি, 10 জুন : সৌজন্য সাক্ষাৎ ছিল । এর মাঝেই উঠে এল সন্দেশখালি প্রসঙ্গ । রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মৌখিক ভাবে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে জানালেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী । তবে, তিনি কোনও রিপোর্ট জমা দেননি । সূত্রের খবর, স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বাংলার পরিস্থিতি নিয়ে 'উদ্বেগ' প্রকাশ করা হয়েছে ।

লোকসভা নির্বাচনের পরও রাজ্যে রাজনৈতিক সংঘর্ষ অব্যাহত । ভাটপাড়া, কাঁকিনাড়া, নিমতা, খেজুরি ও সবশেষে সন্দেশখালি । শনিবার বিকেলে তৃণমূল-BJP সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে উত্তর 24 পরগনার এই এলাকা । চলে গুলি । উভয়পক্ষের 3 জনের মৃত্যু হয় । এখানেই শেষ নয়, মৃতদেহ কলকাতায় সৎকার করতে চাইলে BJP ও পুলিশের মধ্যে বচসা বাঁধে । প্রশাসনের চাপে পিছু হটলেও, গণতন্ত্রের হত্যা চলছে এই অভিযোগ তুলে আজ রাজ্যে কালা দিবস পালন করছে BJP । সেই সঙ্গে বসিরহাট বনধের ডাক দেওয়া হয় ।

  • West Bengal Governor Keshari Nath Tripathi: My visit to the Prime Minister and the Home Minister was a courtesy call. I just informed them of the general situation in the state. pic.twitter.com/UgH8crgelS

    — ANI (@ANI) June 10, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
এরই মধ্যে আজ দিল্লিতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে 'সৌজন্য' সাক্ষাৎ করেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী । সেখানে তিনি এরাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নরেন্দ্র মোদি ও অমিত শাহকে ওয়াকিবহাল করেন ।

এই সংক্রান্ত খবর : একরাতেই সন্দেশখালিতে শ্মশানের নিস্তব্ধতা !

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর একটি সংবাদমাধ্যমের মুখোমুখি হন রাজ্যপাল । সেখানে প্রশ্নের জবাবে তিনি বলেন, "প্রত্যেকটি রাজনৈতিক দল ও সংগঠনের কাছে শান্তি বজায় রাখার আবেদন করছি ।" এদিকে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, ষড়যন্ত্র করে সরকার ফেলার চেষ্টা হচ্ছে । এবিষয়ে রাজ্যপাল বলেন, "উনি কী বললেন তাতে এসে যায় না । আমি সৌজন্য সাক্ষাৎ করেছি । কোনও রিপোর্ট জমা দিইনি । মৌখিকভাবে যা জানানোর জানিয়েছি ।"

এই সংক্রান্ত খবর : দেহ আনা গেল না কলকাতায়, সন্দেশখালিতেই সৎকার

এই সংক্রান্ত খবর : হিংসা, মৃত্যু, সন্ত্রাস ; একনজরে রক্তাক্ত সন্দেশখালি

Pathankot (Punjab), June 10 (ANI): Pathankot court has declared six accused guilty in Kathua rape and murder case today. Victim's Advocate told media that six persons have been convicted by Pathankot court. He said, "Six out seven accused including mastermind Sanjhi Ram, special police officer Deepak Khajuria, Surender Verma, Tilak Raj, and Anand Dutta. Only Sanjhi Ram's son has been speared." The eight-year-old nomadic girl, who was kidnapped on January last year, was raped in captivity in a small village temple in Kathua district after having been kept sedated for four days before she was bludgeoned to death.
Last Updated : Jun 10, 2019, 4:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.