দিল্লি, 10 জুন : সৌজন্য সাক্ষাৎ ছিল । এর মাঝেই উঠে এল সন্দেশখালি প্রসঙ্গ । রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মৌখিক ভাবে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে জানালেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী । তবে, তিনি কোনও রিপোর্ট জমা দেননি । সূত্রের খবর, স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বাংলার পরিস্থিতি নিয়ে 'উদ্বেগ' প্রকাশ করা হয়েছে ।
লোকসভা নির্বাচনের পরও রাজ্যে রাজনৈতিক সংঘর্ষ অব্যাহত । ভাটপাড়া, কাঁকিনাড়া, নিমতা, খেজুরি ও সবশেষে সন্দেশখালি । শনিবার বিকেলে তৃণমূল-BJP সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে উত্তর 24 পরগনার এই এলাকা । চলে গুলি । উভয়পক্ষের 3 জনের মৃত্যু হয় । এখানেই শেষ নয়, মৃতদেহ কলকাতায় সৎকার করতে চাইলে BJP ও পুলিশের মধ্যে বচসা বাঁধে । প্রশাসনের চাপে পিছু হটলেও, গণতন্ত্রের হত্যা চলছে এই অভিযোগ তুলে আজ রাজ্যে কালা দিবস পালন করছে BJP । সেই সঙ্গে বসিরহাট বনধের ডাক দেওয়া হয় ।
-
West Bengal Governor Keshari Nath Tripathi: My visit to the Prime Minister and the Home Minister was a courtesy call. I just informed them of the general situation in the state. pic.twitter.com/UgH8crgelS
— ANI (@ANI) June 10, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">West Bengal Governor Keshari Nath Tripathi: My visit to the Prime Minister and the Home Minister was a courtesy call. I just informed them of the general situation in the state. pic.twitter.com/UgH8crgelS
— ANI (@ANI) June 10, 2019West Bengal Governor Keshari Nath Tripathi: My visit to the Prime Minister and the Home Minister was a courtesy call. I just informed them of the general situation in the state. pic.twitter.com/UgH8crgelS
— ANI (@ANI) June 10, 2019
এই সংক্রান্ত খবর : একরাতেই সন্দেশখালিতে শ্মশানের নিস্তব্ধতা !
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর একটি সংবাদমাধ্যমের মুখোমুখি হন রাজ্যপাল । সেখানে প্রশ্নের জবাবে তিনি বলেন, "প্রত্যেকটি রাজনৈতিক দল ও সংগঠনের কাছে শান্তি বজায় রাখার আবেদন করছি ।" এদিকে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, ষড়যন্ত্র করে সরকার ফেলার চেষ্টা হচ্ছে । এবিষয়ে রাজ্যপাল বলেন, "উনি কী বললেন তাতে এসে যায় না । আমি সৌজন্য সাক্ষাৎ করেছি । কোনও রিপোর্ট জমা দিইনি । মৌখিকভাবে যা জানানোর জানিয়েছি ।"
এই সংক্রান্ত খবর : দেহ আনা গেল না কলকাতায়, সন্দেশখালিতেই সৎকার
এই সংক্রান্ত খবর : হিংসা, মৃত্যু, সন্ত্রাস ; একনজরে রক্তাক্ত সন্দেশখালি