ETV Bharat / bharat

370 ধারা প্রত্যাহারের পর কী কী পরিবর্তন জম্মু ও কাশ্মীরে ? - news on article 35a

জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার করা হল । ফলে দেশের বাকি রাজ্যগুলির মতো এবার থেকে জম্মু ও কাশ্মীর ও লাদাখে সাধারণ আইন প্রতিষ্ঠিত হবে ৷

370 ধারা প্রত্যাহারের পর কী কী পরিবর্তন জম্মু ও কাশ্মীরে ?
author img

By

Published : Aug 5, 2019, 11:58 PM IST

দিল্লি, 5 অগাস্ট : আজ জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার করা হল । 370 ধারার 1 নম্বর উপধারার প্রয়োগ করে রাষ্ট্রপতি 1954 সালে জম্মু ও কাশ্মীরকে দেওয়া 370 ধারা প্রত্যাহারের নির্দেশিকায় সই করেন । সেই নির্দেশিকা রাজ্যসভায় পড়ে শোনান স্বরাস্ট্রমন্ত্রী অমিত শাহ । এর ফলে দেশের বাকি রাজ্যগুলির মতো এবার থেকে জম্মু ও কাশ্মীর ও লাদাখে সাধারণ আইন প্রতিষ্ঠিত হবে ৷ পাশাপাশি জম্মু ও কাশ্মীরের জন্য আলাদা কোনও পতাকা থাকবে না ৷ এবার থেকে ভারতের জাতীয় পতাকা উড়বে সেখানে ৷

1954 সালে রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদের নির্দেশে 35-এ ধারাকে 370 ধারার সঙ্গে সংযুক্ত করা হয় । সেই ধারা অনুযায়ী জম্মু ও কাশ্মীরের বাসিন্দারা ছাড়া অন্য কোনও রাজ্যের বাসিন্দারা এখানে স্থাবর ও অস্থাবর সম্পত্তি কিনতে পারেন না । তবে এবার থেকে জম্মু ও কাশ্মীর বা লাদাখে জমি বা বাড়ির মতো সম্পত্তি কিনতে পারবেন দেশের অন্যান্য প্রান্তের যে কোনও ব্যক্তি ৷ এছাড়া এজন্য জম্মু ও কাশ্মীর সরকার অন্য প্রদেশের নাগরিকদের চাকরিতে রাখতে পারত না । তবে জম্মু ও কাশ্মীরে এবার সরকারি চাকরি পেতে পারবেন অন্য রাজ্য থেকে আসা মানুষও ৷

370 ধারা প্রত্যাহারের ফলে জম্মু ও কাশ্মীরের ক্ষেত্রে অনেক বেশি ক্ষমতা বাড়ল কেন্দ্রীয় সরকারের । এবার থেকে জম্মু ও কাশ্মীর ও লাদাখের প্রতিরক্ষা, বিদেশনীতি, অর্থ ও যোগাযোগ সংক্রান্ত ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত হবে ৷ কেন্দ্রের হাতে এবার কাশ্মীরে আর্থিক জরুরি অবস্থা জারির ক্ষমতা এল ৷ কার্যকরী হল তথ্যের অধিকার আইন ।

এদিকে 370 ধারা জারি থাকাকালীন জম্মু ও কাশ্মীরের বিধানসভার মেয়াদ ছিল 6 বছর । তবে আজকে রাজ্য সভায় পাশ হওয়া জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল আইনে পরিণত হলে জম্মু ও কাশ্মীরকে ভেঙে দু'টি কেন্দ্রশাসিত অঞ্চল হবে । জম্মু ও কাশ্মীর এবং লাদাখ - দু'টি জায়গাতেই থাকবেন লেফটেনন্ট গভর্নর ৷ তবে কেন্দ্রশাসিত অঞ্চল হলেও দিল্লির ধাঁচে জম্মু ও কাশ্মীরে পাঁচ বছরের মেয়াদযুক্ত বিধানসভা থাকবে ।

দিল্লি, 5 অগাস্ট : আজ জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার করা হল । 370 ধারার 1 নম্বর উপধারার প্রয়োগ করে রাষ্ট্রপতি 1954 সালে জম্মু ও কাশ্মীরকে দেওয়া 370 ধারা প্রত্যাহারের নির্দেশিকায় সই করেন । সেই নির্দেশিকা রাজ্যসভায় পড়ে শোনান স্বরাস্ট্রমন্ত্রী অমিত শাহ । এর ফলে দেশের বাকি রাজ্যগুলির মতো এবার থেকে জম্মু ও কাশ্মীর ও লাদাখে সাধারণ আইন প্রতিষ্ঠিত হবে ৷ পাশাপাশি জম্মু ও কাশ্মীরের জন্য আলাদা কোনও পতাকা থাকবে না ৷ এবার থেকে ভারতের জাতীয় পতাকা উড়বে সেখানে ৷

1954 সালে রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদের নির্দেশে 35-এ ধারাকে 370 ধারার সঙ্গে সংযুক্ত করা হয় । সেই ধারা অনুযায়ী জম্মু ও কাশ্মীরের বাসিন্দারা ছাড়া অন্য কোনও রাজ্যের বাসিন্দারা এখানে স্থাবর ও অস্থাবর সম্পত্তি কিনতে পারেন না । তবে এবার থেকে জম্মু ও কাশ্মীর বা লাদাখে জমি বা বাড়ির মতো সম্পত্তি কিনতে পারবেন দেশের অন্যান্য প্রান্তের যে কোনও ব্যক্তি ৷ এছাড়া এজন্য জম্মু ও কাশ্মীর সরকার অন্য প্রদেশের নাগরিকদের চাকরিতে রাখতে পারত না । তবে জম্মু ও কাশ্মীরে এবার সরকারি চাকরি পেতে পারবেন অন্য রাজ্য থেকে আসা মানুষও ৷

370 ধারা প্রত্যাহারের ফলে জম্মু ও কাশ্মীরের ক্ষেত্রে অনেক বেশি ক্ষমতা বাড়ল কেন্দ্রীয় সরকারের । এবার থেকে জম্মু ও কাশ্মীর ও লাদাখের প্রতিরক্ষা, বিদেশনীতি, অর্থ ও যোগাযোগ সংক্রান্ত ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত হবে ৷ কেন্দ্রের হাতে এবার কাশ্মীরে আর্থিক জরুরি অবস্থা জারির ক্ষমতা এল ৷ কার্যকরী হল তথ্যের অধিকার আইন ।

এদিকে 370 ধারা জারি থাকাকালীন জম্মু ও কাশ্মীরের বিধানসভার মেয়াদ ছিল 6 বছর । তবে আজকে রাজ্য সভায় পাশ হওয়া জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল আইনে পরিণত হলে জম্মু ও কাশ্মীরকে ভেঙে দু'টি কেন্দ্রশাসিত অঞ্চল হবে । জম্মু ও কাশ্মীর এবং লাদাখ - দু'টি জায়গাতেই থাকবেন লেফটেনন্ট গভর্নর ৷ তবে কেন্দ্রশাসিত অঞ্চল হলেও দিল্লির ধাঁচে জম্মু ও কাশ্মীরে পাঁচ বছরের মেয়াদযুক্ত বিধানসভা থাকবে ।

Onboard, Aug 05 (ANI): Two Indian Air Force (IAF) helicopters rescued civilians from flood-stuck areas of Gujarat's Surat. The operation was carried out in Lahura and Kosadi village of Mangarol Taluka. National Disaster Response Force (NDRF) teams are also deployed in the state to carry to rescue locals. Incessant rains have resulted in swelled up rivers causing flood-like situation across the state.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.