জগদলপুর , 13 সেপ্টেম্বর : বাস্তারে 21 মার্চের মিনপা এনকাউন্টারে মোট 23 জন মাওবাদী খতম হয়েছিল ৷ গতকাল এমনটাই দাবি করল বাস্তার পুলিশ ৷ উল্লেখ্য , ছত্তিশগড়ের সুকমা জেলায় বাস্তারে 2020 সালের 21 মার্চ মিনপা এনকাউন্টারটি হয় ৷
বাস্তারের ইন্সপেক্টর জেনেরাল (IG), সুন্দররাজ পি একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলেন , জেলা রিজার্ভ গ্রুপ (DRG) , বিশেষ টাস্কফোর্স (STF) , কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (CRPF)-র যৌথ অভিযানে মিনপা এনকাউন্টারে 23 জন মাওবাদী নিহত হয়েছে ৷ পাশাপাশি , 17 জন সেনাও শহিদ হন ।
তিনি আরও জানান , 8 সেপ্টেম্বর আরেকটি এনকাউন্টার হয়েছিল এবং মাওবাদীদের শিবির থেকে বেশ কয়েকটি বিশদ নথি পাওয়া গেছে ।নথিগুলি গণ্ডী ভাষায় লেখা বলে জানা গেছে ৷ নথিগুলিতে থাকা একটি চিঠিতে এও দেখা গেছে যে, কোরোনা মহামারী এবং লকডাউনের কারণে মাওবাদী দলটি সমস্যার মুখোমুখি হচ্ছে । চিঠি থেকে আরও জানা গেছে যে , ক্রমবর্ধমান এনকাউন্টার এবং মৃত্যুর কারণে মাও দলে নতুন নিয়োগও বন্ধ রয়েছে ৷