দিল্লি, 23 সেপ্টেম্বর : কেন্দ্রীয় অর্থ সচিবের সঙ্গে বৈঠকের পর অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পিছিয়ে দিল ব্যাঙ্ক সংগঠনগুলি ৷ তাদের বক্তব্য, অর্থ সচিবের থেকে ইতিবাচক সাড়া পাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
চলতি মাসের শুরুতেই দেশের 10টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংযুক্তিকরণের ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ তাঁর এই ঘোষণার পর দেশজুড়ে আন্দোলনে নামে ব্যাঙ্ককর্মীরা ৷ চাকরি হারানোর আশঙ্কায় ভুগতে থাকেন তাঁরা ৷ যদিও ব্যাঙ্ক সংযুক্তিকরণের কারণে একজনেরও চাকরি যাবে না বলে আশ্বাস দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ৷ তাতে অবশ্য কাজ হয়নি ৷ 9 দফা দাবিতে 26 (বৃহস্পতিবার) ও 27 (শুক্রবার) সেপ্টেম্বর ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেয় ব্যাঙ্ক অফিসার্স ইউনিয়ন ৷ ধর্মঘটের পরদিন অর্থাৎ 27 সেপ্টেম্বর মাসের চতুর্থ শনিবার হওয়ার কারণে সেদিনও ব্যাঙ্ক বন্ধ থাকত ৷ পরদিন রবিরার ৷ ফলে টানা চারদিন ব্যাঙ্ক বন্ধ থাকার কথা ছিল ৷ তার জেরে সাধারণ মানুষের চরম ভোগান্তিতে পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল ৷
এই সংক্রান্ত আরও খবর : সংযুক্তির প্রতিবাদে ধর্মঘট, পুজোর আগে 4 দিন বন্ধ ব্যাঙ্ক
এরপর আজ কেন্দ্রীয় অর্থ সচিব রাজীব কুমারের সঙ্গে দেখা করেন চারটি ব্যাঙ্ক ইউনিয়নের প্রতিনিধিরা ৷ সেখানে একাধিক বিষয়ে আলোচনা হয় ৷ পরে সংগঠনগুলির তরফে বিবৃতি জারি করে বলা হয়, "ব্যাঙ্কের সংযুক্তিকরণের বিষয়টি খতিয়ে দেখার জন্য উচ্চ পর্যায়ের কমিটি গঠনের আশ্বাস দেওয়া হয়েছে ৷" পাশাপাশি বেতনের পুনর্বিবেচনা, নগদ লেনদেনের সময় কমানো সহ একাধিক বিষয়েও আলোচনা হয়েছে ৷