ETV Bharat / bharat

অনির্দিষ্টকালের জন্য স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট - রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংযুক্তিকরণ

কেন্দ্রীয় অর্থ সচিবের সঙ্গে বৈঠক করার পরই অনির্দিষ্টকালের জন্য ব্যাঙ্ক ধর্মঘট পিছিয়ে দিল ব্যাঙ্ক সংগঠনগুলি ৷

ব্যাঙ্ক
author img

By

Published : Sep 23, 2019, 11:35 PM IST

দিল্লি, 23 সেপ্টেম্বর : কেন্দ্রীয় অর্থ সচিবের সঙ্গে বৈঠকের পর অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পিছিয়ে দিল ব্যাঙ্ক সংগঠনগুলি ৷ তাদের বক্তব্য, অর্থ সচিবের থেকে ইতিবাচক সাড়া পাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

চলতি মাসের শুরুতেই দেশের 10টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংযুক্তিকরণের ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ তাঁর এই ঘোষণার পর দেশজুড়ে আন্দোলনে নামে ব্যাঙ্ককর্মীরা ৷ চাকরি হারানোর আশঙ্কায় ভুগতে থাকেন তাঁরা ৷ যদিও ব্যাঙ্ক সংযুক্তিকরণের কারণে একজনেরও চাকরি যাবে না বলে আশ্বাস দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ৷ তাতে অবশ্য কাজ হয়নি ৷ 9 দফা দাবিতে 26 (বৃহস্পতিবার) ও 27 (শুক্রবার) সেপ্টেম্বর ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেয় ব্যাঙ্ক অফিসার্স ইউনিয়ন ৷ ধর্মঘটের পরদিন অর্থাৎ 27 সেপ্টেম্বর মাসের চতুর্থ শনিবার হওয়ার কারণে সেদিনও ব্যাঙ্ক বন্ধ থাকত ৷ পরদিন রবিরার ৷ ফলে টানা চারদিন ব্যাঙ্ক বন্ধ থাকার কথা ছিল ৷ তার জেরে সাধারণ মানুষের চরম ভোগান্তিতে পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল ৷

এই সংক্রান্ত আরও খবর : সংযুক্তির প্রতিবাদে ধর্মঘট, পুজোর আগে 4 দিন বন্ধ ব্যাঙ্ক

এরপর আজ কেন্দ্রীয় অর্থ সচিব রাজীব কুমারের সঙ্গে দেখা করেন চারটি ব্যাঙ্ক ইউনিয়নের প্রতিনিধিরা ৷ সেখানে একাধিক বিষয়ে আলোচনা হয় ৷ পরে সংগঠনগুলির তরফে বিবৃতি জারি করে বলা হয়, "ব্যাঙ্কের সংযুক্তিকরণের বিষয়টি খতিয়ে দেখার জন্য উচ্চ পর্যায়ের কমিটি গঠনের আশ্বাস দেওয়া হয়েছে ৷" পাশাপাশি বেতনের পুনর্বিবেচনা, নগদ লেনদেনের সময় কমানো সহ একাধিক বিষয়েও আলোচনা হয়েছে ৷

দিল্লি, 23 সেপ্টেম্বর : কেন্দ্রীয় অর্থ সচিবের সঙ্গে বৈঠকের পর অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পিছিয়ে দিল ব্যাঙ্ক সংগঠনগুলি ৷ তাদের বক্তব্য, অর্থ সচিবের থেকে ইতিবাচক সাড়া পাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

চলতি মাসের শুরুতেই দেশের 10টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংযুক্তিকরণের ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ তাঁর এই ঘোষণার পর দেশজুড়ে আন্দোলনে নামে ব্যাঙ্ককর্মীরা ৷ চাকরি হারানোর আশঙ্কায় ভুগতে থাকেন তাঁরা ৷ যদিও ব্যাঙ্ক সংযুক্তিকরণের কারণে একজনেরও চাকরি যাবে না বলে আশ্বাস দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ৷ তাতে অবশ্য কাজ হয়নি ৷ 9 দফা দাবিতে 26 (বৃহস্পতিবার) ও 27 (শুক্রবার) সেপ্টেম্বর ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেয় ব্যাঙ্ক অফিসার্স ইউনিয়ন ৷ ধর্মঘটের পরদিন অর্থাৎ 27 সেপ্টেম্বর মাসের চতুর্থ শনিবার হওয়ার কারণে সেদিনও ব্যাঙ্ক বন্ধ থাকত ৷ পরদিন রবিরার ৷ ফলে টানা চারদিন ব্যাঙ্ক বন্ধ থাকার কথা ছিল ৷ তার জেরে সাধারণ মানুষের চরম ভোগান্তিতে পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল ৷

এই সংক্রান্ত আরও খবর : সংযুক্তির প্রতিবাদে ধর্মঘট, পুজোর আগে 4 দিন বন্ধ ব্যাঙ্ক

এরপর আজ কেন্দ্রীয় অর্থ সচিব রাজীব কুমারের সঙ্গে দেখা করেন চারটি ব্যাঙ্ক ইউনিয়নের প্রতিনিধিরা ৷ সেখানে একাধিক বিষয়ে আলোচনা হয় ৷ পরে সংগঠনগুলির তরফে বিবৃতি জারি করে বলা হয়, "ব্যাঙ্কের সংযুক্তিকরণের বিষয়টি খতিয়ে দেখার জন্য উচ্চ পর্যায়ের কমিটি গঠনের আশ্বাস দেওয়া হয়েছে ৷" পাশাপাশি বেতনের পুনর্বিবেচনা, নগদ লেনদেনের সময় কমানো সহ একাধিক বিষয়েও আলোচনা হয়েছে ৷

New Delhi, Sep 23 (ANI): Ron Malka, Israeli Ambassador to India on September 23 said that India and Israel both are the countries of ancient civilization. He also emphasized, "India and Israel share values that make both countries close friends." The Israeli Envoy also asserted that both countries' shared past made India, Israel brothers.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.