চেন্নাই, 1 সেপ্টেম্বর : সংযুক্তিকরণের ফলে একজন ব্যাঙ্ক কর্মীরও চাকরি যাবে না ৷ আজ দেশের কয়েক লাখ ব্যাঙ্ক কর্মীকে একথা বলে আশ্বস্থ করলেন স্বয়ং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷
দিন কয়েক আগেই কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ঘোষণা ছিল, 10টি ব্যাঙ্ক সংযুক্তিকরণ করে দেওয়া হবে ৷ 10টি ব্যাঙ্ক মিলে গিয়ে তৈরি হবে চারটি নতুন ব্যাঙ্ক ৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সেই ঘোষণার পর দেশ জুড়ে উঠে যায় রে রে রব ৷ চাকরি হারানোর ভয়ঙ্কর আশঙ্কায় ভুগতে থাকেন ব্যাঙ্ক কর্মীরা ৷ এই আশঙ্কার আঁচ করেই আজ সীতারমন চেন্নাইয়ের এক অনু্ষ্ঠানে বলেন, "সম্পূর্ণ এক বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হচ্ছে ৷ আমি প্রত্যেকটি ব্যাঙ্ক কর্মীকে নিশ্চিত করছি , এই সংযুক্তিকরণের ফলে একজনেরও চাকরি যাবে না ৷"
কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, সরকার বর্তমান অর্থিক পরিস্থিতির কথা চিন্তা করেই এই সংযুক্তিকরণের পথে হাঁটছে ৷ এরপরেই তাঁর দাবি, বেশ কয়েকটি ব্যাঙ্ক বহু বছর ধরে লোকসানে চলছিল ৷ সেইজন্যই এই সংযুক্তিকরণ ৷ এরসঙ্গে চাকরি হারানোর কোনও সম্পর্ক নেই ৷ কর্মরত ব্যাঙ্ক কর্মীদের উদ্যেশ্যে তাঁর বার্তা , অযথা আতঙ্কিত হবেন না ৷ কারণ চাকরি যাক এটা সরকার চায় না ৷ এমন কোনও পদক্ষেপও সরকার করবে না ৷