ETV Bharat / bharat

সংযুক্তিকরণের ফলে কারও চাকরি যাবে না, আশ্বাস নির্মলার - নির্মলা সীতারমন

দিন কয়েক আগেই কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ঘোষণা ছিল, 10টি ব্যাঙ্ক সংযুক্তিকরণ করে দেওয়া হবে ৷ 10টি ব্যাঙ্ক মিলে গিয়ে তৈরি হবে চারটি নতুন ব্যাঙ্ক ৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সেই ঘোষণার পর দেশ জুড়ে উঠে যায় রে রে রব ৷ চাকরি হারানোর ভয়ঙ্কর আশঙ্কায় ভুগতে থাকেন ব্যাঙ্ক কর্মীরা ৷ এই আশঙ্কার আঁচ করেই আজ সীতারমন চেন্নাইয়ের এক অনু্ষ্ঠানে বলেন, "সম্পূর্ণ এক বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হচ্ছে ৷ আমি প্রত্যেকটি ব্যাঙ্ক কর্মীকে নিশ্চিত করছি , এই সংযুক্তিকরণের ফলে একজনেরও চাকরি যাবে না ৷"

নির্মলা
author img

By

Published : Sep 1, 2019, 8:34 PM IST

চেন্নাই, 1 সেপ্টেম্বর : সংযুক্তিকরণের ফলে একজন ব্যাঙ্ক কর্মীরও চাকরি যাবে না ৷ আজ দেশের কয়েক লাখ ব্যাঙ্ক কর্মীকে একথা বলে আশ্বস্থ করলেন স্বয়ং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷

দিন কয়েক আগেই কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ঘোষণা ছিল, 10টি ব্যাঙ্ক সংযুক্তিকরণ করে দেওয়া হবে ৷ 10টি ব্যাঙ্ক মিলে গিয়ে তৈরি হবে চারটি নতুন ব্যাঙ্ক ৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সেই ঘোষণার পর দেশ জুড়ে উঠে যায় রে রে রব ৷ চাকরি হারানোর ভয়ঙ্কর আশঙ্কায় ভুগতে থাকেন ব্যাঙ্ক কর্মীরা ৷ এই আশঙ্কার আঁচ করেই আজ সীতারমন চেন্নাইয়ের এক অনু্ষ্ঠানে বলেন, "সম্পূর্ণ এক বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হচ্ছে ৷ আমি প্রত্যেকটি ব্যাঙ্ক কর্মীকে নিশ্চিত করছি , এই সংযুক্তিকরণের ফলে একজনেরও চাকরি যাবে না ৷"

কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, সরকার বর্তমান অর্থিক পরিস্থিতির কথা চিন্তা করেই এই সংযুক্তিকরণের পথে হাঁটছে ৷ এরপরেই তাঁর দাবি, বেশ কয়েকটি ব্যাঙ্ক বহু বছর ধরে লোকসানে চলছিল ৷ সেইজন্যই এই সংযুক্তিকরণ ৷ এরসঙ্গে চাকরি হারানোর কোনও সম্পর্ক নেই ৷ কর্মরত ব্যাঙ্ক কর্মীদের উদ্যেশ্যে তাঁর বার্তা , অযথা আতঙ্কিত হবেন না ৷ কারণ চাকরি যাক এটা সরকার চায় না ৷ এমন কোনও পদক্ষেপও সরকার করবে না ৷

চেন্নাই, 1 সেপ্টেম্বর : সংযুক্তিকরণের ফলে একজন ব্যাঙ্ক কর্মীরও চাকরি যাবে না ৷ আজ দেশের কয়েক লাখ ব্যাঙ্ক কর্মীকে একথা বলে আশ্বস্থ করলেন স্বয়ং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷

দিন কয়েক আগেই কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ঘোষণা ছিল, 10টি ব্যাঙ্ক সংযুক্তিকরণ করে দেওয়া হবে ৷ 10টি ব্যাঙ্ক মিলে গিয়ে তৈরি হবে চারটি নতুন ব্যাঙ্ক ৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সেই ঘোষণার পর দেশ জুড়ে উঠে যায় রে রে রব ৷ চাকরি হারানোর ভয়ঙ্কর আশঙ্কায় ভুগতে থাকেন ব্যাঙ্ক কর্মীরা ৷ এই আশঙ্কার আঁচ করেই আজ সীতারমন চেন্নাইয়ের এক অনু্ষ্ঠানে বলেন, "সম্পূর্ণ এক বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হচ্ছে ৷ আমি প্রত্যেকটি ব্যাঙ্ক কর্মীকে নিশ্চিত করছি , এই সংযুক্তিকরণের ফলে একজনেরও চাকরি যাবে না ৷"

কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, সরকার বর্তমান অর্থিক পরিস্থিতির কথা চিন্তা করেই এই সংযুক্তিকরণের পথে হাঁটছে ৷ এরপরেই তাঁর দাবি, বেশ কয়েকটি ব্যাঙ্ক বহু বছর ধরে লোকসানে চলছিল ৷ সেইজন্যই এই সংযুক্তিকরণ ৷ এরসঙ্গে চাকরি হারানোর কোনও সম্পর্ক নেই ৷ কর্মরত ব্যাঙ্ক কর্মীদের উদ্যেশ্যে তাঁর বার্তা , অযথা আতঙ্কিত হবেন না ৷ কারণ চাকরি যাক এটা সরকার চায় না ৷ এমন কোনও পদক্ষেপও সরকার করবে না ৷

Chhindwara (MP), Sep 01 (ANI): As many as 168 people suffered injuries during the annual "Gotmar" (stone-pelting) festival in Madhya Pradesh's Chhindwara district on August 31. The area, where the festival took place, was monitored by the police personnel and drones. A case has been registered against those found using catapults to fling stones. During the festival, residents of Pandhurna and Sawargaon villages gathered on the opposite sides of the Jam River bank and pelted stones at each other as a part of a centuries-old tradition.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.