দিল্লি, 15 জানুয়ারি : বন্ধন ব্যাঙ্কের বিপুল মুনাফা ৷ চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে 731 কোটি টাকা লাভ মুনাফা করেছে তারা ৷ স্বাভাবিক ভাবেই যখন দেশের আর্থিক ছবিটা মোটের উপর ভরসা জোগাচ্ছে না, তখন বন্ধন ব্যাঙ্কের খবর গ্রাহকদের কাছে স্বস্তি দেবে ৷
এই সাফল্যের কারণ কী? বন্ধনের CEO চন্দ্রশেখর ঘোষ এই বিপুল মুনাফার জন্য ব্যাঙ্কের সকল কর্মী এবং গ্রাহকদের কৃতিত্ব দিতে চান ৷ তাঁর কথায়, "নিম্নবিত্তদের ঋণ দেওয়ার ক্ষেত্রে বন্ধন ব্যাঙ্ক বরাবরই অগ্রণী ভূমিকা গ্রহণ করে এসেছে৷ আজকের সাফল্যের অন্যতম কারণ এটাই ৷"
গত মার্চে গৃহ ঋণ দেওয়ার জন্য একটি নতুন প্রকল্পের সূচনা করে বন্ধন ৷ কর্ণধার চন্দ্রশেখরের দাবি, এই নতুন গৃহঋণ প্রকল্প চালু করার ফলে ব্যাঙ্কের মুনাফা বহুগুণ বৃদ্ধি পেয়েছে ৷ আজকের ছবিটা সে কথা আবারও প্রমাণ করল ৷