ETV Bharat / bharat

বিপুল মুনাফা বন্ধন ব্যাঙ্কের, গ্রাহকদের শুভেচ্ছা জানালেন চন্দ্রশেখর

বিপুল মুনাফা বৃ্দ্ধি বন্ধন ব্যাঙ্কের ৷ গ্রাহকদের কাছে স্বস্তি দেবে বলেই আশা কর্তৃপক্ষের ৷

bank
বন্ধন ব্যাঙ্ক
author img

By

Published : Jan 15, 2020, 11:19 PM IST

দিল্লি, 15 জানুয়ারি : বন্ধন ব্যাঙ্কের বিপুল মুনাফা ৷ চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে 731 কোটি টাকা লাভ মুনাফা করেছে তারা ৷ স্বাভাবিক ভাবেই যখন দেশের আর্থিক ছবিটা মোটের উপর ভরসা জোগাচ্ছে না, তখন বন্ধন ব্যাঙ্কের খবর গ্রাহকদের কাছে স্বস্তি দেবে ৷

এই সাফল্যের কারণ কী? বন্ধনের CEO চন্দ্রশেখর ঘোষ এই বিপুল মুনাফার জন্য ব্যাঙ্কের সকল কর্মী এবং গ্রাহকদের কৃতিত্ব দিতে চান ৷ তাঁর কথায়, "নিম্নবিত্তদের ঋণ দেওয়ার ক্ষেত্রে বন্ধন ব্যাঙ্ক বরাবরই অগ্রণী ভূমিকা গ্রহণ করে এসেছে৷ আজকের সাফল্যের অন্যতম কারণ এটাই ৷"

গত মার্চে গৃহ ঋণ দেওয়ার জন্য একটি নতুন প্রকল্পের সূচনা করে বন্ধন ৷ কর্ণধার চন্দ্রশেখরের দাবি, এই নতুন গৃহঋণ প্রকল্প চালু করার ফলে ব্যাঙ্কের মুনাফা বহুগুণ বৃদ্ধি পেয়েছে ৷ আজকের ছবিটা সে কথা আবারও প্রমাণ করল ৷

দিল্লি, 15 জানুয়ারি : বন্ধন ব্যাঙ্কের বিপুল মুনাফা ৷ চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে 731 কোটি টাকা লাভ মুনাফা করেছে তারা ৷ স্বাভাবিক ভাবেই যখন দেশের আর্থিক ছবিটা মোটের উপর ভরসা জোগাচ্ছে না, তখন বন্ধন ব্যাঙ্কের খবর গ্রাহকদের কাছে স্বস্তি দেবে ৷

এই সাফল্যের কারণ কী? বন্ধনের CEO চন্দ্রশেখর ঘোষ এই বিপুল মুনাফার জন্য ব্যাঙ্কের সকল কর্মী এবং গ্রাহকদের কৃতিত্ব দিতে চান ৷ তাঁর কথায়, "নিম্নবিত্তদের ঋণ দেওয়ার ক্ষেত্রে বন্ধন ব্যাঙ্ক বরাবরই অগ্রণী ভূমিকা গ্রহণ করে এসেছে৷ আজকের সাফল্যের অন্যতম কারণ এটাই ৷"

গত মার্চে গৃহ ঋণ দেওয়ার জন্য একটি নতুন প্রকল্পের সূচনা করে বন্ধন ৷ কর্ণধার চন্দ্রশেখরের দাবি, এই নতুন গৃহঋণ প্রকল্প চালু করার ফলে ব্যাঙ্কের মুনাফা বহুগুণ বৃদ্ধি পেয়েছে ৷ আজকের ছবিটা সে কথা আবারও প্রমাণ করল ৷

New Delhi, Jan 15 (ANI): Amazon Chief Executive Officer (CEO) Jeff Bezos attended an interactive session at 'Amazon Smbhav'. Amazon chief pondered on the idea of failure and talked about the culture in Amazon. He said, "Amazon is the best place to fail and the reason is that we have a lot of practice. There are experiments where you try to figure out something new. That is high quality failure because when you are experimenting you don't know it it's going to work." He further added, "Innovation is all about maximizing the rate of experimentation. You have to have a culture that supports failure." Amazon Smbhav focuses on empowering small and medium businesses (SMBs) in India. Bezos landed in India to attend the Smbhav event and also paid tribute to Mahatma Gandhi.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.