ETV Bharat / bharat

ফের সক্রিয় বালাকোটের জঙ্গিঘাঁটি, বললেন ভারতের সেনা প্রধান - balakot

পাকিস্তানের বালাকোটে জঙ্গিঘাঁটিগুলো ফের সক্রিয়া হয়ে উঠেছে বলে দাবি করলেন ভারতের সেনা প্রধান জেনেরাল বিপিন রাওয়াত । 27 সেপ্টেম্বর রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তার আগে সেনাপ্রধানের এই মন্তব্য তাৎপর্যপূর্ণ ।

ভারতের সেনা প্রধান
author img

By

Published : Sep 23, 2019, 1:49 PM IST

চেন্নাই, 23 সেপ্টেম্বর : পাকিস্তানের বালাকোটে জঙ্গিঘাঁটিগুলো ফের সক্রিয়া হয়ে উঠেছে । এই দাবি করলেন ভারতের সেনা প্রধান জেনেরাল বিপিন রাওয়াত । তিনি বলেন, "পাকিস্তান ফের বালাকোটকে সক্রিয় করে তুলেছে । এই ঘটনাই প্রমাণ করে যে, ভারতীয় বায়ুসেনার অভিযানে ক্ষতিগ্রস্ত হয়েছিল বালাকোট । কিন্তু এখন সেখানে জঙ্গিরা আবার ফিরে এসেছে ।" গতকাল চেন্নাইয়ে সেনা অফিসারদের প্রশিক্ষণ কেন্দ্রে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা বলেন তিনি ।

27 সেপ্টেম্বর রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তার আগে সেনাপ্রধানের এই মন্তব্য তাৎপর্যপূর্ণ । গতরাতে হিউস্টনে হাউডি মোদি অনুষ্ঠানে নিজের ভাষণে নাম না করে পাকিস্তানকে সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য কাঠগড়ায় তোলেন মোদি । তিনি বলেন, "9/11 হোক বা 26/11, ষড়যন্ত্রকারীদের কোথায় খুঁজে পাওয়া যায়? সবাই জানে তাদের কোথায় খুঁজে পাওয়া গেছিল ।"

জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের পর ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটেছে । আন্তর্জাতিক মহলে নিজেদের যুক্তি তুলে ধরতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে দুই দেশই । তবে পাকিস্তান এই ইশুতে চিন ছাড়া কাউকেই পাশে পায়নি । অপর দিকে ভারতের পাশে রয়েছে অ্যামেরিকা, রাশিয়া, ব্রিটেন, পোলান্ড, সৌদি আরব সহ একাধিক দেশ । এই ইশুতে পাকিস্তানের মুখ পুড়েছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকে ।

রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে একই দিনে বক্তৃতা দিতে চলেছেন নরেন্দ্র মোদি ও ইমরান খান । অধিবেশনের চতুর্থ দিন অর্থাৎ 27 সেপ্টেম্বর ভাষণ দেবেন নরেন্দ্র মোদি ও ইমরান খান । বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে একই দিনে পাকিস্তান ও ভারতের প্রধানমন্ত্রীর রাষ্ট্রসংঘে ভাষণ দেওয়া খুবই তাৎপর্যপূর্ণ । জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের পর থেকেই এই ইশুতে বিভিন্ন সময়ে রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ চেয়েছে পাকিস্তান । এই পরিস্থিতে বালাকোটের জঙ্গি ঘাঁটিগুলির সক্রিয় হয়ে ওঠার তথ্য সামনে আসায় পাকিস্তানকে রাষ্ট্রসংঘে আরও কোণঠাসা করতে উদ্যত হবে ভারত বলে ওয়াকিবহাল মহলের ধারণা ।

চলতি বছরের 14 ফেব্রুয়ারি পুলওয়ামায় CRPF-র কনভয়ে হামলা চালায় জঙ্গিরা । শহিদ হন 40-র বেশি জওয়ান । তার জবাব দিতেই পাকিস্তানের বালাকোটে জইশ-ই-মহম্মদের জঙ্গিঘাঁটিতে অভিযান চালায় ভারতের বায়ুসেনা । 1000 কেজি বোমা নিক্ষেপ করে জঙ্গিঘাঁটিগুলি সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয় । এই অভিযানে নিকেশ হয় 300-র বেশি জঙ্গি ।

চেন্নাই, 23 সেপ্টেম্বর : পাকিস্তানের বালাকোটে জঙ্গিঘাঁটিগুলো ফের সক্রিয়া হয়ে উঠেছে । এই দাবি করলেন ভারতের সেনা প্রধান জেনেরাল বিপিন রাওয়াত । তিনি বলেন, "পাকিস্তান ফের বালাকোটকে সক্রিয় করে তুলেছে । এই ঘটনাই প্রমাণ করে যে, ভারতীয় বায়ুসেনার অভিযানে ক্ষতিগ্রস্ত হয়েছিল বালাকোট । কিন্তু এখন সেখানে জঙ্গিরা আবার ফিরে এসেছে ।" গতকাল চেন্নাইয়ে সেনা অফিসারদের প্রশিক্ষণ কেন্দ্রে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা বলেন তিনি ।

27 সেপ্টেম্বর রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তার আগে সেনাপ্রধানের এই মন্তব্য তাৎপর্যপূর্ণ । গতরাতে হিউস্টনে হাউডি মোদি অনুষ্ঠানে নিজের ভাষণে নাম না করে পাকিস্তানকে সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য কাঠগড়ায় তোলেন মোদি । তিনি বলেন, "9/11 হোক বা 26/11, ষড়যন্ত্রকারীদের কোথায় খুঁজে পাওয়া যায়? সবাই জানে তাদের কোথায় খুঁজে পাওয়া গেছিল ।"

জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের পর ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটেছে । আন্তর্জাতিক মহলে নিজেদের যুক্তি তুলে ধরতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে দুই দেশই । তবে পাকিস্তান এই ইশুতে চিন ছাড়া কাউকেই পাশে পায়নি । অপর দিকে ভারতের পাশে রয়েছে অ্যামেরিকা, রাশিয়া, ব্রিটেন, পোলান্ড, সৌদি আরব সহ একাধিক দেশ । এই ইশুতে পাকিস্তানের মুখ পুড়েছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকে ।

রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে একই দিনে বক্তৃতা দিতে চলেছেন নরেন্দ্র মোদি ও ইমরান খান । অধিবেশনের চতুর্থ দিন অর্থাৎ 27 সেপ্টেম্বর ভাষণ দেবেন নরেন্দ্র মোদি ও ইমরান খান । বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে একই দিনে পাকিস্তান ও ভারতের প্রধানমন্ত্রীর রাষ্ট্রসংঘে ভাষণ দেওয়া খুবই তাৎপর্যপূর্ণ । জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের পর থেকেই এই ইশুতে বিভিন্ন সময়ে রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ চেয়েছে পাকিস্তান । এই পরিস্থিতে বালাকোটের জঙ্গি ঘাঁটিগুলির সক্রিয় হয়ে ওঠার তথ্য সামনে আসায় পাকিস্তানকে রাষ্ট্রসংঘে আরও কোণঠাসা করতে উদ্যত হবে ভারত বলে ওয়াকিবহাল মহলের ধারণা ।

চলতি বছরের 14 ফেব্রুয়ারি পুলওয়ামায় CRPF-র কনভয়ে হামলা চালায় জঙ্গিরা । শহিদ হন 40-র বেশি জওয়ান । তার জবাব দিতেই পাকিস্তানের বালাকোটে জইশ-ই-মহম্মদের জঙ্গিঘাঁটিতে অভিযান চালায় ভারতের বায়ুসেনা । 1000 কেজি বোমা নিক্ষেপ করে জঙ্গিঘাঁটিগুলি সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয় । এই অভিযানে নিকেশ হয় 300-র বেশি জঙ্গি ।

Mumbai, Sep 23 (ANI): Bollywood actor Akshay Kumar is all set to treat his fans with his first music video 'Filhaal'. The actor shot for the video of the song in Mumbai. Indian film critic and trade analyst Taran Adarsh shared the news on his Twitter handle. Along with the announcement, Taran also shared a number of pictures from the sets. Directed by Arvindr Khaira, the music video will also feature Kriti Sanon's sister Nupur and Punjabi actor Ammy Virk. The track will be sung by Punjabi musician B Praak.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.