ETV Bharat / bharat

জম্মু-কাশ্মীরে মাত্র একদিনে তৈরি 60 ফুট দীর্ঘ বেইলি ব্রিজ

author img

By

Published : May 5, 2020, 12:17 AM IST

জম্মু-কাশ্মীরের কিশতওয়ার জেলায় মাত্র এক দিনে তৈরি হল 60 ফুট দীর্ঘ বেইলি ব্রিজ ।

Bailey bridge
বেইলি ব্রিজ

জম্মু, 4 মে : রেকর্ড সময়ে জম্মু-কাশ্মীরে তৈরি হল একটি বেইলি ব্রিজ । কাব্বান খালের উপর ব্রিজটি তৈরি হয়েছে । কিশতওয়ার জেলার পাদ্দার মহকুমার প্রত্যন্ত অঞ্চলের সঙ্গে যোগাযোগের জন্য ব্রিজটি তৈরি করা হয়েছে ।

মাত্র একদিনে ব্রিজটি তৈরি হয়েছে । আর তিন তারিখ ব্রিজটির উদ্বোধন হয় । বেকন প্রকল্পের অধীনে ব্রিজটি তৈরি হয়েছে । জেনেরাল রিজ়ার্ভ ইঞ্জিনিয়ারিং ফোর্সের(GREF) 118 টি সড়ক নির্মাণ সংস্থা এটি তৈরি করেছে । নেতৃত্বে ছিলেন লেফটেনান্ট কর্নেল শিব বাহাদুর ।

19 এপ্রিল টানা বৃষ্টির জেরে জলের তোড়ে খালের উপরের রাস্তাটি ধসে যায় । যোগাযোগ যাতে ছিন্ন না হয় তার জন্য পাইপের সাহায্যে অস্থায়ী রাস্তা তৈরি করে GREF । কিন্তু, তুষার গলে ওই খালে জলপ্রবাহ বেড়ে যায় বলে যেকোনও মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত । তাই লকডাউনের মাঝেই সামাজিক দূরত্ব বজায় রেখে বেইলি ব্রিজ বানানোর সিদ্ধান্ত নেওয়া হয় । এই কাজে সাহায্য করেছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রাজিন্দর সিং তারা ।


এই সেতুটি নির্মাণে GREF-র প্রশংসা করে রাজিন্দর সিং তারা বলেন, "সেতুটি শুধু একটি এলাকার সঙ্গে আর একটি এলাকার যোগাযোগ রক্ষাই করবে না , এর ফলে সেখানকার বাসিন্দাদেরও আর সমস্যায় পড়তে হবে না । কারণ অস্থায়ীভাবে তৈরি রাস্তাটি যে কোনও মুহূর্তে জলের তোড়ে ভেসে যেতে পারত । "

জম্মু, 4 মে : রেকর্ড সময়ে জম্মু-কাশ্মীরে তৈরি হল একটি বেইলি ব্রিজ । কাব্বান খালের উপর ব্রিজটি তৈরি হয়েছে । কিশতওয়ার জেলার পাদ্দার মহকুমার প্রত্যন্ত অঞ্চলের সঙ্গে যোগাযোগের জন্য ব্রিজটি তৈরি করা হয়েছে ।

মাত্র একদিনে ব্রিজটি তৈরি হয়েছে । আর তিন তারিখ ব্রিজটির উদ্বোধন হয় । বেকন প্রকল্পের অধীনে ব্রিজটি তৈরি হয়েছে । জেনেরাল রিজ়ার্ভ ইঞ্জিনিয়ারিং ফোর্সের(GREF) 118 টি সড়ক নির্মাণ সংস্থা এটি তৈরি করেছে । নেতৃত্বে ছিলেন লেফটেনান্ট কর্নেল শিব বাহাদুর ।

19 এপ্রিল টানা বৃষ্টির জেরে জলের তোড়ে খালের উপরের রাস্তাটি ধসে যায় । যোগাযোগ যাতে ছিন্ন না হয় তার জন্য পাইপের সাহায্যে অস্থায়ী রাস্তা তৈরি করে GREF । কিন্তু, তুষার গলে ওই খালে জলপ্রবাহ বেড়ে যায় বলে যেকোনও মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত । তাই লকডাউনের মাঝেই সামাজিক দূরত্ব বজায় রেখে বেইলি ব্রিজ বানানোর সিদ্ধান্ত নেওয়া হয় । এই কাজে সাহায্য করেছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রাজিন্দর সিং তারা ।


এই সেতুটি নির্মাণে GREF-র প্রশংসা করে রাজিন্দর সিং তারা বলেন, "সেতুটি শুধু একটি এলাকার সঙ্গে আর একটি এলাকার যোগাযোগ রক্ষাই করবে না , এর ফলে সেখানকার বাসিন্দাদেরও আর সমস্যায় পড়তে হবে না । কারণ অস্থায়ীভাবে তৈরি রাস্তাটি যে কোনও মুহূর্তে জলের তোড়ে ভেসে যেতে পারত । "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.