অযোধ্য়া (উত্তরপ্রদেশ), 26 জানুয়ারি : অযোধ্য়ায় বাবরি বদলে তৈরি হতে চলা মসজিদের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে সুন্নি ওয়াকফ বোর্ড ৷ 1857 সালে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধে লড়াই করা মৌলবি আহমেদুল্লাহ শাহ-র নামে নয়া ওই মসজিদের নামকরণ করা হবে ৷ সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী অযোধ্য়ায় সরকারের দেওয়া জমিতে নয়া মসজিদ তৈরি করা হবে ৷
সুপ্রিম কোর্টের রায়ের পর সুন্নি ওয়াকফ বোর্ড ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশন গঠন করে ৷ সেই বোর্ডের সদস্য়রা নিজেদের মধ্য়ে আলোচনায় সিদ্ধান্ত নেয়, অযোধ্য়ার এই মসজিদ ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক হিসেবে চিহ্নিত করা হবে ৷ তাই সেই মত আওয়াধ অঞ্চলের ‘বিদ্রোহী বাতিঘর’ নামে পরিচিত মৌলবি আহমেদুল্লাহ শাহ-র নামেই এই মসজিদের নামকরণের সিদ্ধান্ত নিয়েছে ৷ তাই মুঘল সম্রাট বাবরের নামে আর নয়া এই মসজিদের নাম রাখা হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে সুন্নি ওয়াকফ বোর্ড ৷
আরও পড়ুন : বাবরি মামলায় রায়দানকারী অবসরপ্রাপ্ত বিচারকের নিরাপত্তার আবেদন খারিজ সুপ্রিম কোর্টের
বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, ট্রাস্ট অনেক চিন্তাভাবনা করেছে, যে নতুন তৈরি হওয়া এই অযোধ্য়া মসজিদের প্রকল্প স্বাধীনতা সংগ্রামী মৌলবি আহমেদুল্লাহ শাহর নামেই করা হবে ৷ এমনকি এ নিয়ে বিভিন্ন মাধ্য়ম থেকে আমাদের একই পরামর্শ দেওয়া হয়েছে ৷ এটা খুবই ভাল পরামর্শ ৷ আলোচনার পর সরকারিভাবে এই নামটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি ৷