ETV Bharat / bharat

অযোধ্যা : রামের জন্য নবরত্ন খচিত মখমলের পোশাক - rkc

আগামী 5 অগাস্ট উত্তর প্রদেশের অযোধ্যাতে শ্রী রাম মন্দিরের ভিত্তি স্থাপন হবে ৷ আর এই বিশেষ দিনটিতে রামের বিগ্রহের জন্য একটি বিশেষ পোশাক প্রস্তুত করা হচ্ছে । গত দুই প্রজন্ম ধরে রামের বিগ্রহের পোশাক তৈরি করে এসেছে ভাগবত প্রসাদের পরিবার ৷ তিনিই রাম, লক্ষ্মণ, ভরত ও শত্রুঘ্নের বিগ্রহের জন্য তৈরি করেছেন একটি করে বিশেষ পোশাক ৷

ayodhya-dress-for-ram-lala
অযোধ্যা : রামের জন্য নবরত্ন খচিত মখমলের পোশাক
author img

By

Published : Jul 31, 2020, 8:54 PM IST

অযোধ্যা, 31 জুলাই : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী 5 অগাস্ট অযোধ্যায় স্থাপন করবেন রাম মন্দিরের ভিত্তি ৷ সেই অনুষ্ঠানে ভূমি পুজোর সমস্ত আয়োজন করেছে রাম জন্মভূমি তীর্থ ট্রাস্ট ৷ আর এই অনুষ্ঠানে রামের বিগ্রহে পরানো হবে বিশেষ এক নবরত্ন খচিত পোশাক ৷ ভাগবত প্রসাদ ও তাঁর ভাই বংশ পরম্পরায় দুই প্রজন্ম ধরে রামের বিগ্রহের পোশাক বানিয়ে আসছে ৷ তারাই বানিয়েছে সেই পোশাক ৷

ayodhya-dress-for-ram-lala
রামের জন্য নবরত্ন খচিত সবুজ মখমলের পোশাক

রামের জন্য মখমলের নবরত্ন লাগানো পোশাক

প্রধানমন্ত্রী 5 অগাস্ট স্থাপন করবেন অযোধ্যার রামমন্দিরের ভিত্তি ৷ করা হবে ভূমিপুজো ৷ সমস্ত আয়োজন করেছে শ্রী রাম জন্মভূমি তীর্থ ট্রাস্ট ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাগত জানানোর জন্য সেজে উঠেছে গোটা অযোধ্যা ৷ সমস্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলিকে সাজানো হয়েছে ঐতিহ্যবাহী শিল্পকর্ম দিয়ে ৷ অগাস্ট 4 ও 5 তারিখে সেখানে পালন করা হবে বিশেষ দ্বীপোৎসব ৷ রাম মন্দিরের ভূমিপুজোর আয়োজন মানুষের চোখ কাড়বে ৷ 5 অগাস্ট যখন প্রধানমন্ত্রী মন্দিরের ভিত্তি স্থাপন করবেন ৷ সেই সময় রামের বিগ্রহ সাজবে সেই বিশেষ নবরত্ন খচিত পোশাকে ৷ সেই দিনের তিথি অনুযায়ী, রামের পোশাকের রঙ হবে সবুজ ৷ জ্যোতিষীদের বলা শুভ তিথিতেই রাম মন্দিরের নির্মাণ কাজ শুরু করা হবে । নয়টি গ্রহের সঙ্গে সাদৃশ্য রেখেই ওই বিশেষ পোশাকে রাখা হয়েছে নয়টি রত্ন ৷ শুধুমাত্র ভগবান রামই নয় ৷ ভাগবত প্রসাদ ও শঙ্কর লাল ভগবান ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্ন ও হনুমানজীর জন্যও বানিয়েছেন বিশেষ পোশাক ৷

অযোধ্যায় ভগবান রামের জন্য তৈরি পোশাক

ভগবান রামের বিগ্রহ ও অন্যান্য বিগ্রহের পোশাক বানাতে লেগেছে মোট 17 মিটার লম্বা কাপড় ৷ পোশাকের পাশাপাশি বানানো হয়েছে বিছানার চাদর ও পর্দা ৷ ভাগবত প্রসাদ বলেন, তিনি ভগবান রামের কাপড় বানাতে পেরে খুবই খুশি ৷ তাঁর বানানো পোশাকই পরবেন ভগবান রাম মন্দিরের ভিত্তি স্থাপনের অনুষ্ঠানে ৷ তাঁর তৈরি নবরত্ন বসানো মখমলের বিশেষ পোশাকটি পরানো হবে রামের বিগ্রহে ৷ এছাড়াও ওই পোশাকের সঙ্গে সাদৃশ্য রেখে তৈরি করা হয়েছে বিশেষ গয়না ৷

30 বছর ধরে আগে প্রথম পোশাকের বায়না

প্রায় 3 দশক আগে , শ্রী রাম জন্মভূমি পূজারি লাল দাস ভাগবত প্রসাদের বাবা বাবু লালকে ভগবান রামের বিগ্রহের পোশাক বানানোর দায়িত্ব দিয়েছিলেন ৷ তারপর থেকেই ভগবানের পোশাক তৈরির কাজ বংশপরম্পরায় করে আসছেন বাবু লালের পরিবার ৷ এর আগে ভাগবত প্রসাদ ও শঙ্কর লালের তৈরি পোশাক পাঠানো হয়েছে নেপালের জানকি মন্দরেও ৷ জানকি মন্দিরে ভগবান বিক্রমের বিগহের পোশাকও তৈরি ভাগবত প্রসাদ ও শঙ্কর লালের ৷

অযোধ্যা, 31 জুলাই : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী 5 অগাস্ট অযোধ্যায় স্থাপন করবেন রাম মন্দিরের ভিত্তি ৷ সেই অনুষ্ঠানে ভূমি পুজোর সমস্ত আয়োজন করেছে রাম জন্মভূমি তীর্থ ট্রাস্ট ৷ আর এই অনুষ্ঠানে রামের বিগ্রহে পরানো হবে বিশেষ এক নবরত্ন খচিত পোশাক ৷ ভাগবত প্রসাদ ও তাঁর ভাই বংশ পরম্পরায় দুই প্রজন্ম ধরে রামের বিগ্রহের পোশাক বানিয়ে আসছে ৷ তারাই বানিয়েছে সেই পোশাক ৷

ayodhya-dress-for-ram-lala
রামের জন্য নবরত্ন খচিত সবুজ মখমলের পোশাক

রামের জন্য মখমলের নবরত্ন লাগানো পোশাক

প্রধানমন্ত্রী 5 অগাস্ট স্থাপন করবেন অযোধ্যার রামমন্দিরের ভিত্তি ৷ করা হবে ভূমিপুজো ৷ সমস্ত আয়োজন করেছে শ্রী রাম জন্মভূমি তীর্থ ট্রাস্ট ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাগত জানানোর জন্য সেজে উঠেছে গোটা অযোধ্যা ৷ সমস্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলিকে সাজানো হয়েছে ঐতিহ্যবাহী শিল্পকর্ম দিয়ে ৷ অগাস্ট 4 ও 5 তারিখে সেখানে পালন করা হবে বিশেষ দ্বীপোৎসব ৷ রাম মন্দিরের ভূমিপুজোর আয়োজন মানুষের চোখ কাড়বে ৷ 5 অগাস্ট যখন প্রধানমন্ত্রী মন্দিরের ভিত্তি স্থাপন করবেন ৷ সেই সময় রামের বিগ্রহ সাজবে সেই বিশেষ নবরত্ন খচিত পোশাকে ৷ সেই দিনের তিথি অনুযায়ী, রামের পোশাকের রঙ হবে সবুজ ৷ জ্যোতিষীদের বলা শুভ তিথিতেই রাম মন্দিরের নির্মাণ কাজ শুরু করা হবে । নয়টি গ্রহের সঙ্গে সাদৃশ্য রেখেই ওই বিশেষ পোশাকে রাখা হয়েছে নয়টি রত্ন ৷ শুধুমাত্র ভগবান রামই নয় ৷ ভাগবত প্রসাদ ও শঙ্কর লাল ভগবান ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্ন ও হনুমানজীর জন্যও বানিয়েছেন বিশেষ পোশাক ৷

অযোধ্যায় ভগবান রামের জন্য তৈরি পোশাক

ভগবান রামের বিগ্রহ ও অন্যান্য বিগ্রহের পোশাক বানাতে লেগেছে মোট 17 মিটার লম্বা কাপড় ৷ পোশাকের পাশাপাশি বানানো হয়েছে বিছানার চাদর ও পর্দা ৷ ভাগবত প্রসাদ বলেন, তিনি ভগবান রামের কাপড় বানাতে পেরে খুবই খুশি ৷ তাঁর বানানো পোশাকই পরবেন ভগবান রাম মন্দিরের ভিত্তি স্থাপনের অনুষ্ঠানে ৷ তাঁর তৈরি নবরত্ন বসানো মখমলের বিশেষ পোশাকটি পরানো হবে রামের বিগ্রহে ৷ এছাড়াও ওই পোশাকের সঙ্গে সাদৃশ্য রেখে তৈরি করা হয়েছে বিশেষ গয়না ৷

30 বছর ধরে আগে প্রথম পোশাকের বায়না

প্রায় 3 দশক আগে , শ্রী রাম জন্মভূমি পূজারি লাল দাস ভাগবত প্রসাদের বাবা বাবু লালকে ভগবান রামের বিগ্রহের পোশাক বানানোর দায়িত্ব দিয়েছিলেন ৷ তারপর থেকেই ভগবানের পোশাক তৈরির কাজ বংশপরম্পরায় করে আসছেন বাবু লালের পরিবার ৷ এর আগে ভাগবত প্রসাদ ও শঙ্কর লালের তৈরি পোশাক পাঠানো হয়েছে নেপালের জানকি মন্দরেও ৷ জানকি মন্দিরে ভগবান বিক্রমের বিগহের পোশাকও তৈরি ভাগবত প্রসাদ ও শঙ্কর লালের ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.