ETV Bharat / bharat

অবসরের আগেই অযোধ্যা-সবরীমালা মামলার সমাধান করতে পারেন গগৈ - অবসরের আগেই অযোধ্যা-সবরীমালা মামলার সমাধান করতে পারেন রঞ্জন গগৈ

17 নভেম্বর প্রধান বিচারপতি হিসেবে কার্যকালের মেয়াদ শেষ করছেন রঞ্জন গগৈ । মনে করা হচ্ছে, তার আগেই বহু চর্চিত- বিতর্কিত অযোধ্য জমি সংক্রান্ত মামলাটির নিষ্পত্তি ঘটাবেন তিনি । শুধু অযোধ্যা নয় সবরীমালা মন্দির সংক্রান্ত বিষয়ের পাশাপাশি রাহুল গান্ধির বিরুদ্ধে ঝুলে থাকা আদালত অবমাননা মামলাটিরও নিষ্পত্তি ঘটাতে পারেন প্রধান বিচারপতি ।

রঞ্জন গগৈ
author img

By

Published : Aug 17, 2019, 5:02 AM IST

দিল্লি, 17 অগাস্ট : আর মাত্র তিন মাস । প্রধান বিচারপতির পদ থেকে অবসর নেবেন রঞ্জন গগৈ । মনে করা হচ্ছে, তার আগেই অযোধ্য জমি সংক্রান্ত মামলাটির নিষ্পত্তি ঘটাতে চান তিনি । শুধু অযোধ্যা নয় সবরীমালা মন্দির সংক্রান্ত বিষয়ের পাশাপাশি রাহুল গান্ধির বিরুদ্ধে ঝুলে থাকা আদালত অবমাননা মামলাটিরও নিষ্পত্তি ঘটাতে পারেন প্রধান বিচারপতি । অর্থাৎ 46 তম প্রধান বিচারপতি হিসেবে গগৈ কার্যকাল শেষের আগে তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে রায় দিতে পারেন বলেই মনে করা হচ্ছে ।

ইতিমধ্যেই অযোধ্যা জমি সংক্রান্ত মামলাটির দৈনিক শুনানি শুরু হয়ে গেছে । শুক্রবার শীর্ষ আদালতে সপ্তম দিনের শুনানি চলাকালীন মুসলিমদের নমাজ পড়া প্রসঙ্গে চলে তীব্র বাদানুবাদ । সুন্নি ওয়াক অফ বোর্ডকে জমি ভাগ দিতে অস্বীকার করল মামলার অন্যতম পক্ষ রামলালা বিরাজমান । তাদের আইনজীবী সি এস বৈদ্যনাথনের যুক্তি, রাস্তার উপরেও নমাজ পড়েন অনেক মুসলিম । তাহলে কি রাস্তাটার মালিকানা দাবি করা যায় ? এই যুক্তি পেশ করে বৈদ্যনাথনের দাবি, নমাজ পড়লেও ওই জমির উপর মুসলিমদের কোনওভাবেই অধিকার জন্মায় না ।

বেশ কয়েক বছর ধরে থাকা অযোধ্যা জমি সংক্রান্ত মামলাটির দ্রুত নিষ্পত্তি করতে চায় সুপ্রিম কোর্ট । এ জন্য দৈনিক শুনানির নির্দেশও দিয়েছে শীর্ষ আদালত । ইতিমধ্যে শুরু হয়ে গেছে শুনানি পর্ব । 17 নভেম্বর প্রধান বিচারপতি হিসেবে কার্যকালের মেয়াদ শেষ করছেন গগৈ । মনে করা হচ্ছে, তার আগেই বহু চর্চিত- বিতর্কিত এই মামলাটির নিষ্পত্তি ঘটাবেন তিনি । পাশাপাশি ঝুলে রয়েছে কেরলের সবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশাধিকারের বিষয় সংক্রান্ত একটি মামলা । সুপ্রিম কোর্ট সবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশাধিকারের নির্দেশ দিলেও তা নিয়ে বিতর্ক কম হয়নি । বিষয়টি পুনর্বিবেচনা করার আর্জি জানিয়ে শীর্ষ আদালতে আবেদন করা হয়েছে । মনে করা হচ্ছে, গগৈ তাঁর মেয়াদকালের মধ্যেই এই বিতর্কিত বিষয়টির সমাধান করতে পারেন ।

গত লোকসভায় 'চৌকিদার চোর হ্যায়'- রাহুল গান্ধির এই বক্তব্য ঘিরে মামলা হয়েছিল আদালতে । বিষয়টি নিয়ে আদালত অবমাননার খাঁড়া ঝুলছে প্রাক্তন কংগ্রেস সভাপতির গলায় । রঞ্জন গগৈ তাঁর মেয়াদকালের মধ্যেই এই বিষয়টিরও সমাধান করে যেতে পারেন বলেও মনে করা হচ্ছে ।

দিল্লি, 17 অগাস্ট : আর মাত্র তিন মাস । প্রধান বিচারপতির পদ থেকে অবসর নেবেন রঞ্জন গগৈ । মনে করা হচ্ছে, তার আগেই অযোধ্য জমি সংক্রান্ত মামলাটির নিষ্পত্তি ঘটাতে চান তিনি । শুধু অযোধ্যা নয় সবরীমালা মন্দির সংক্রান্ত বিষয়ের পাশাপাশি রাহুল গান্ধির বিরুদ্ধে ঝুলে থাকা আদালত অবমাননা মামলাটিরও নিষ্পত্তি ঘটাতে পারেন প্রধান বিচারপতি । অর্থাৎ 46 তম প্রধান বিচারপতি হিসেবে গগৈ কার্যকাল শেষের আগে তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে রায় দিতে পারেন বলেই মনে করা হচ্ছে ।

ইতিমধ্যেই অযোধ্যা জমি সংক্রান্ত মামলাটির দৈনিক শুনানি শুরু হয়ে গেছে । শুক্রবার শীর্ষ আদালতে সপ্তম দিনের শুনানি চলাকালীন মুসলিমদের নমাজ পড়া প্রসঙ্গে চলে তীব্র বাদানুবাদ । সুন্নি ওয়াক অফ বোর্ডকে জমি ভাগ দিতে অস্বীকার করল মামলার অন্যতম পক্ষ রামলালা বিরাজমান । তাদের আইনজীবী সি এস বৈদ্যনাথনের যুক্তি, রাস্তার উপরেও নমাজ পড়েন অনেক মুসলিম । তাহলে কি রাস্তাটার মালিকানা দাবি করা যায় ? এই যুক্তি পেশ করে বৈদ্যনাথনের দাবি, নমাজ পড়লেও ওই জমির উপর মুসলিমদের কোনওভাবেই অধিকার জন্মায় না ।

বেশ কয়েক বছর ধরে থাকা অযোধ্যা জমি সংক্রান্ত মামলাটির দ্রুত নিষ্পত্তি করতে চায় সুপ্রিম কোর্ট । এ জন্য দৈনিক শুনানির নির্দেশও দিয়েছে শীর্ষ আদালত । ইতিমধ্যে শুরু হয়ে গেছে শুনানি পর্ব । 17 নভেম্বর প্রধান বিচারপতি হিসেবে কার্যকালের মেয়াদ শেষ করছেন গগৈ । মনে করা হচ্ছে, তার আগেই বহু চর্চিত- বিতর্কিত এই মামলাটির নিষ্পত্তি ঘটাবেন তিনি । পাশাপাশি ঝুলে রয়েছে কেরলের সবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশাধিকারের বিষয় সংক্রান্ত একটি মামলা । সুপ্রিম কোর্ট সবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশাধিকারের নির্দেশ দিলেও তা নিয়ে বিতর্ক কম হয়নি । বিষয়টি পুনর্বিবেচনা করার আর্জি জানিয়ে শীর্ষ আদালতে আবেদন করা হয়েছে । মনে করা হচ্ছে, গগৈ তাঁর মেয়াদকালের মধ্যেই এই বিতর্কিত বিষয়টির সমাধান করতে পারেন ।

গত লোকসভায় 'চৌকিদার চোর হ্যায়'- রাহুল গান্ধির এই বক্তব্য ঘিরে মামলা হয়েছিল আদালতে । বিষয়টি নিয়ে আদালত অবমাননার খাঁড়া ঝুলছে প্রাক্তন কংগ্রেস সভাপতির গলায় । রঞ্জন গগৈ তাঁর মেয়াদকালের মধ্যেই এই বিষয়টিরও সমাধান করে যেতে পারেন বলেও মনে করা হচ্ছে ।

Muzaffarpur (Bihar), Aug 16 (ANI): A lawyer filed a case against Congress general secretary of Uttar Pradesh (East), Priyanka Gandhi Vadra, on her tweet on the recent judgment in Pehlu Khan lynching case (2017) of Alwar. The advocate filed the case in Bihar's Muzaffarpur CJM Court. On August 14, the court of the additional district judge in Rajasthan's Alwar district had acquitted all the six accused in the Pehlu Khan lynching case, giving them the benefit of doubt. Three other accused, who were minors at the time of the crime, are being tried separately at a juvenile court. The Muzaffarpur CJM Court will hear the matter on August 26.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.