ETV Bharat / bharat

ব্যাপক সংস্কার ছাড়া আত্মবিশ্বাসের অভাবে ভুগবে রাষ্ট্রসংঘ : প্রধানমন্ত্রী - রাষ্ট্রসংঘ এখন ’’আত্মবিশ্বাসের সংকট’’-এর মুখোমুখি

রাষ্ট্রসংঘের সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন , "আমরা পুরানো পরিকাঠামো নিয়ে আজকের চ্যালেঞ্জগুলির সঙ্গে লড়াই করতে পারি না । সেক্ষেত্রে ব্যাপক সংস্কার ছাড়া রাষ্ট্রসংঘ আত্মবিশ্বাসের অভাবে ভুগবে ।"

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
author img

By

Published : Sep 22, 2020, 8:32 AM IST

নিউইয়র্ক , 22 সেপ্টেম্বর : ব্যপক সংস্কার ছাড়া রাষ্ট্রসংঘ আত্মবিশ্বাসের অভাবে ভুগবে ৷ সেক্ষেত্রে বর্তমান ও ভবিষ্যতে সমস্ত পরিস্থিতির মোকাবিলা করতে হলে সংস্কার প্রয়োজন ৷ যা বাস্তব পরিস্থিতিকে প্রতিফলিত করবে, অংশীদারদের কণ্ঠ হয়ে উঠবে, সমস্ত চ্যালেঞ্জের মোকাবিলা করে মানব কল্যাণের দিকে লক্ষ্য রাখবে ৷ এর জন্য সকল দেশের ব্যাপকভাবে অংশগ্রহণ প্রয়োজন ৷ সোমবার রাষ্ট্রসংঘের 75 তম বর্ষপূর্তি উপলক্ষে ভার্চুয়াল বৈঠকে একথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।


75 তম বর্ষপূর্তি উপলক্ষে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ একটি রাজনৈতিক ঘোষণাপত্র গ্রহণ করেছে যেখানে সন্ত্রাসবাদের মোকাবিলা করার পদ্ধতিকে আরও শক্তিশালী করার কথা বলা হয়েছে । যেখানে সংস্কারে বিভিন্ন দেশের অংশগ্রহণের পাশাপাশি কোরোনা ভাইরাসের মতো চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আহ্বান জানানো হয়েছিল। সেক্ষেত্রে রাষ্ট্রসংঘের সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন , "আমরা পুরানো পরিকাঠামো নিয়ে আজকের চ্যালেঞ্জগুলির সঙ্গে লড়াই করতে পারি না । সেক্ষেত্রে ব্যাপক সংস্কার ছাড়া রাষ্ট্রসংঘ আত্মবিশ্বাসের অভাবে ভুগবে । তাই আমাদের একটি ব্যাপক সংস্কারের প্রয়োজন যেখানে বিশ্বের প্রতিটা দেশ অংশ নেবে ৷"

তিনি বলেন, প্রতিটি দেশের জন্য একযোগে কাজ করতে ভারত প্রস্তুত । আরও বলেন , "অনেক কিছু অর্জন করার পরও মূল লক্ষ্য অসম্পূর্ণ রয়ে গেছে । আমরা আজ যে সুদূরপ্রসারী ঘোষণাটি গ্রহণ করছি তা স্বীকার করে যে, সংঘাত রোধে, উন্নয়ন নিশ্চিত করতে , জলবায়ু পরিবর্তন মোকাবিলায় , বৈষম্য হ্রাসে এবং ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে এখনও অনেক কাজ করা বাকি ৷ "

রাষ্ট্রসংঘের 75 তম বর্ষপূর্তি উপলক্ষে তিনি বলেন, "পচাত্তর বছর আগে যুদ্ধের ভয়াবহতা থেকে এক নতুন আশার সঞ্চার হয়েছিল । মানব ইতিহাসে প্রথমবার সারা বিশ্বের জন্য একটি প্রতিষ্ঠান তৈরি করা হয়েছিল ।"

নিউইয়র্ক , 22 সেপ্টেম্বর : ব্যপক সংস্কার ছাড়া রাষ্ট্রসংঘ আত্মবিশ্বাসের অভাবে ভুগবে ৷ সেক্ষেত্রে বর্তমান ও ভবিষ্যতে সমস্ত পরিস্থিতির মোকাবিলা করতে হলে সংস্কার প্রয়োজন ৷ যা বাস্তব পরিস্থিতিকে প্রতিফলিত করবে, অংশীদারদের কণ্ঠ হয়ে উঠবে, সমস্ত চ্যালেঞ্জের মোকাবিলা করে মানব কল্যাণের দিকে লক্ষ্য রাখবে ৷ এর জন্য সকল দেশের ব্যাপকভাবে অংশগ্রহণ প্রয়োজন ৷ সোমবার রাষ্ট্রসংঘের 75 তম বর্ষপূর্তি উপলক্ষে ভার্চুয়াল বৈঠকে একথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।


75 তম বর্ষপূর্তি উপলক্ষে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ একটি রাজনৈতিক ঘোষণাপত্র গ্রহণ করেছে যেখানে সন্ত্রাসবাদের মোকাবিলা করার পদ্ধতিকে আরও শক্তিশালী করার কথা বলা হয়েছে । যেখানে সংস্কারে বিভিন্ন দেশের অংশগ্রহণের পাশাপাশি কোরোনা ভাইরাসের মতো চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আহ্বান জানানো হয়েছিল। সেক্ষেত্রে রাষ্ট্রসংঘের সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন , "আমরা পুরানো পরিকাঠামো নিয়ে আজকের চ্যালেঞ্জগুলির সঙ্গে লড়াই করতে পারি না । সেক্ষেত্রে ব্যাপক সংস্কার ছাড়া রাষ্ট্রসংঘ আত্মবিশ্বাসের অভাবে ভুগবে । তাই আমাদের একটি ব্যাপক সংস্কারের প্রয়োজন যেখানে বিশ্বের প্রতিটা দেশ অংশ নেবে ৷"

তিনি বলেন, প্রতিটি দেশের জন্য একযোগে কাজ করতে ভারত প্রস্তুত । আরও বলেন , "অনেক কিছু অর্জন করার পরও মূল লক্ষ্য অসম্পূর্ণ রয়ে গেছে । আমরা আজ যে সুদূরপ্রসারী ঘোষণাটি গ্রহণ করছি তা স্বীকার করে যে, সংঘাত রোধে, উন্নয়ন নিশ্চিত করতে , জলবায়ু পরিবর্তন মোকাবিলায় , বৈষম্য হ্রাসে এবং ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে এখনও অনেক কাজ করা বাকি ৷ "

রাষ্ট্রসংঘের 75 তম বর্ষপূর্তি উপলক্ষে তিনি বলেন, "পচাত্তর বছর আগে যুদ্ধের ভয়াবহতা থেকে এক নতুন আশার সঞ্চার হয়েছিল । মানব ইতিহাসে প্রথমবার সারা বিশ্বের জন্য একটি প্রতিষ্ঠান তৈরি করা হয়েছিল ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.