ETV Bharat / bharat

লাদাখে মৃত্যু হয়েছে কমান্ডিং অফিসারের, মানল চিন : সূত্র - India China

আজ লাদাখ ইশু নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করে ভারত-চিন ৷ আজ বৈঠকে চিন স্বীকার করে, 15 জুন ভারত-চিন সংঘর্ষে মৃত্যু হয়েছে কমান্ডিং অফিসারের ৷

লাদাখ
লাদাখ
author img

By

Published : Jun 22, 2020, 4:57 PM IST

Updated : Jun 22, 2020, 5:41 PM IST

দিল্লি, 22 জুন : লাদাখে ভারত-চিন সংঘর্ষে চিনা কমান্ডিং অফিসারের মৃত্যু হয়েছে ৷ আজ এই কথা স্বীকার করল চিন ৷ সূত্রের খবর, আজ বৈঠকে একথা স্বীকার করে চিনা সেনা ৷

সংঘর্ষের এক সপ্তাহ পর হতাহতের বিষয়ে মুখ খুলল চিন ৷ 15 জুন লাদাখের গালওয়ান ভ্যালিতে ভারত-চিন সংঘর্ষ বাধে ৷ সংঘর্ষে 20 জন ভারতীয় সেনাকর্মী শহিদ হন ৷ সেনাসূত্রে বলা হয়েছিল, এই সংঘর্ষে 45 জন চিনা সেনাকর্মী হতাহত হয়েছেন ৷ কিন্তু, কখনও প্রকাশ্যে এই বিষয়ে মন্তব্য করতে দেখা যায়নি চিনা সেনাকে ৷ তাদের জওয়ানদের হতাহত হওয়া নিয়ে এতদিন পর্যন্ত চিনের তরফে কোনওরকম বিবৃতিও এই বিষয়ে দেওয়া হয়নি ৷

আজ লাদাখ ইশু নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করে ভারত-চিন ৷ সূত্রের খবর, বৈঠকে চিনা সেনার তরফে মেনে নেওয়া হয় যে, লাদাখে ভারত-চিন সংঘর্ষে মৃত্যু হয়েছে একজন চিনা কমান্ডিং অফিসারের ৷

সংঘর্ষে ভারতীয় সেনার কর্নেল সন্তোষ বাবু শহিদ হন ৷ 76 জন সেনাকর্মী জখম হন ৷ সেনাসূত্রে খবর, তাঁরা কয়েক সপ্তাহের মধ্যেই সুস্থ হয়ে কাজে যোগ দিতে পারবেন ৷

প্রসঙ্গত, লাদাখে কয়েক ঘণ্টা ধরে চলা ওই সংঘর্ষে কাঁটা জড়ানো লাঠি ও পাথর দিয়ে ভারতীয় জওয়ানদের উপর হামলা চালিয়েছিল চিন ৷ সংঘর্ষের পর থেকে গালওয়ানে পরিস্থিতি সামলাতে দুই পক্ষের তরফে উচ্চ পর্যায়ে বৈঠক করা হচ্ছে ৷

দিল্লি, 22 জুন : লাদাখে ভারত-চিন সংঘর্ষে চিনা কমান্ডিং অফিসারের মৃত্যু হয়েছে ৷ আজ এই কথা স্বীকার করল চিন ৷ সূত্রের খবর, আজ বৈঠকে একথা স্বীকার করে চিনা সেনা ৷

সংঘর্ষের এক সপ্তাহ পর হতাহতের বিষয়ে মুখ খুলল চিন ৷ 15 জুন লাদাখের গালওয়ান ভ্যালিতে ভারত-চিন সংঘর্ষ বাধে ৷ সংঘর্ষে 20 জন ভারতীয় সেনাকর্মী শহিদ হন ৷ সেনাসূত্রে বলা হয়েছিল, এই সংঘর্ষে 45 জন চিনা সেনাকর্মী হতাহত হয়েছেন ৷ কিন্তু, কখনও প্রকাশ্যে এই বিষয়ে মন্তব্য করতে দেখা যায়নি চিনা সেনাকে ৷ তাদের জওয়ানদের হতাহত হওয়া নিয়ে এতদিন পর্যন্ত চিনের তরফে কোনওরকম বিবৃতিও এই বিষয়ে দেওয়া হয়নি ৷

আজ লাদাখ ইশু নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করে ভারত-চিন ৷ সূত্রের খবর, বৈঠকে চিনা সেনার তরফে মেনে নেওয়া হয় যে, লাদাখে ভারত-চিন সংঘর্ষে মৃত্যু হয়েছে একজন চিনা কমান্ডিং অফিসারের ৷

সংঘর্ষে ভারতীয় সেনার কর্নেল সন্তোষ বাবু শহিদ হন ৷ 76 জন সেনাকর্মী জখম হন ৷ সেনাসূত্রে খবর, তাঁরা কয়েক সপ্তাহের মধ্যেই সুস্থ হয়ে কাজে যোগ দিতে পারবেন ৷

প্রসঙ্গত, লাদাখে কয়েক ঘণ্টা ধরে চলা ওই সংঘর্ষে কাঁটা জড়ানো লাঠি ও পাথর দিয়ে ভারতীয় জওয়ানদের উপর হামলা চালিয়েছিল চিন ৷ সংঘর্ষের পর থেকে গালওয়ানে পরিস্থিতি সামলাতে দুই পক্ষের তরফে উচ্চ পর্যায়ে বৈঠক করা হচ্ছে ৷

Last Updated : Jun 22, 2020, 5:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.