দিল্লি, 26 সেপ্টেম্বর : দিল্লির BJP সভাপতি মনোজ তিওয়ারির বিরুদ্ধে তীর্যক মন্তব্যের জের । দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন BJP কর্মীরা ।
গতকাল NRC প্রসঙ্গে মুখ খোলেন কেজরিওয়াল । তিনি বলেন, "সাংসদ মনোজ তিওয়ারির জন্ম বিহারে । দিল্লিতে NRC হলে তিনি আগে এই রাজ্য থেকে বিতাড়িত হবেন ।"
রবিবার দক্ষিণ দিল্লিতে এক সাংবাদিককে হেনস্থা করা হয় । এবিষয়ে মনোজ বলেছিলেন, "এটা অনুপ্রবেশকারীদের কাজ । তাই এখানেও NRC-র প্রয়োজনীয়তা আছে ।" গতকাল তাঁর এই বক্তব্যের বিরোধিতা করে জবাব দিয়েছিলেন কেজরিওয়াল । তাঁর বক্তব্য ঘিরে শোরগোল পড়ে রাজনৈতিক মহলে । আজ বাড়ি ঘিরে বিক্ষোভ দেখান BJP কর্মী, সমর্থকরা ।