ETV Bharat / bharat

"মেকানিকাল পাশ করে চাকরি খুঁজছিলাম " বললেন সর্বকনিষ্ঠ সাংসদ - vote

"জেলার উপজাতি যুবক ও মহিলাদের প্রত্যাশা পূরণ করতে চাই । দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতির বদলে মানুষের জন্য কাজের বিষয়ে বেশী আগ্রহী ।" বলেন দেশের সর্বকনিষ্ঠ সাংসদ চন্দ্রাণী মুর্মু ।

সর্বকনিষ্ঠ সাংসদ চন্দ্রাণী মুর্মু
author img

By

Published : May 26, 2019, 1:48 PM IST

দিল্লি, 26 মে : "মেকানিকাল পাশ করে চাকরি খুঁজছিলাম " বললেন দেশের সর্বকনিষ্ঠ সাংসদ চন্দ্রাণী মুর্মু । তিনি এবারের সপ্তদশ লোকসভার নির্বাচিত সাংসদ । 25 বছরের এই তরুণী মেকানিকাল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক । চন্দ্রাণী ওড়িশার উপজাতি অধ্যুষিত কেওনঝাড় এলাকার সাংসদ ।

রাজনীতিতে নবীন চন্দ্রাণী বলেন, "আমি আমার এলাকার উপজাতি যুবক ও মহিলাদের প্রত্যাশা পূরণ করতে চাই । দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতির থেকেও মানুষের জন্য কাজের বিষয়ে বেশী আগ্রহী । কর্মসংস্থান ও শিল্পে বিশেষ নজর দেব । জেলায় শিল্পোন্নয়নের জন্য সমস্ত রকম চেষ্টা করব । এটা দুর্ভাগ্যজনক যে কেওনঝাড়ের মতো খনিজ সমৃদ্ধ জেলায় চাকরির এত সংকট । আমি আমার রাজ্যের যুব ও মহিলা সম্প্রদায়ের হয়ে কেন্দ্রে প্রতিনিধিত্ব করব ।"

চন্দ্রাণী গত দু'বারের সাংসদ BJP -র অনন্ত নায়েককে 66203 ভোটে হারান । কেওনঝাড় লোকসভা আসনে 6 বার জিতেছে কংগ্রেস । শেষবার 1996 সালে জিতেছিল । এরপর 1998 থেকে 2004 সাল পর্যন্ত BJD-র সঙ্গে BJP জোট করে ভোটে লড়ে ওই কেন্দ্রটি দখলে রেখেছিল । তবে 2009 ও 2014 সালে BJD একাই কেন্দ্রটি দখলে রেখেছিল । এবারও ওই কেন্দ্রে তারাই জিতেছে ।

দিল্লি, 26 মে : "মেকানিকাল পাশ করে চাকরি খুঁজছিলাম " বললেন দেশের সর্বকনিষ্ঠ সাংসদ চন্দ্রাণী মুর্মু । তিনি এবারের সপ্তদশ লোকসভার নির্বাচিত সাংসদ । 25 বছরের এই তরুণী মেকানিকাল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক । চন্দ্রাণী ওড়িশার উপজাতি অধ্যুষিত কেওনঝাড় এলাকার সাংসদ ।

রাজনীতিতে নবীন চন্দ্রাণী বলেন, "আমি আমার এলাকার উপজাতি যুবক ও মহিলাদের প্রত্যাশা পূরণ করতে চাই । দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতির থেকেও মানুষের জন্য কাজের বিষয়ে বেশী আগ্রহী । কর্মসংস্থান ও শিল্পে বিশেষ নজর দেব । জেলায় শিল্পোন্নয়নের জন্য সমস্ত রকম চেষ্টা করব । এটা দুর্ভাগ্যজনক যে কেওনঝাড়ের মতো খনিজ সমৃদ্ধ জেলায় চাকরির এত সংকট । আমি আমার রাজ্যের যুব ও মহিলা সম্প্রদায়ের হয়ে কেন্দ্রে প্রতিনিধিত্ব করব ।"

চন্দ্রাণী গত দু'বারের সাংসদ BJP -র অনন্ত নায়েককে 66203 ভোটে হারান । কেওনঝাড় লোকসভা আসনে 6 বার জিতেছে কংগ্রেস । শেষবার 1996 সালে জিতেছিল । এরপর 1998 থেকে 2004 সাল পর্যন্ত BJD-র সঙ্গে BJP জোট করে ভোটে লড়ে ওই কেন্দ্রটি দখলে রেখেছিল । তবে 2009 ও 2014 সালে BJD একাই কেন্দ্রটি দখলে রেখেছিল । এবারও ওই কেন্দ্রে তারাই জিতেছে ।

Vadodara (Gujarat), May 24 (ANI): A shop owner distributed free Dhokla to people to celebrate the tremendous victory of Prime Minister Narendra Modi and Bharatiya Janata Party (BJP) in Lok Sabha election. Hundreds of people lined up outside his shop to enjoy the delicious Dhokla. According to the shop owner, Dhokla is one of the favourite dishes of Prime Minister Narendra Modi and he is celebrating his success by distributing free Dhokla to people. The shop will continue distributing free Dhokla to people till today's evening. Dhokla is a vegetarian food item that originates from Gujarat. It is made with a fermented batter derived from rice and split chickpeas. The delicious soft dish can be eaten for breakfast, as a main course, as a side dish, or as a snack.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.