দিল্লি, 26 মে : "মেকানিকাল পাশ করে চাকরি খুঁজছিলাম " বললেন দেশের সর্বকনিষ্ঠ সাংসদ চন্দ্রাণী মুর্মু । তিনি এবারের সপ্তদশ লোকসভার নির্বাচিত সাংসদ । 25 বছরের এই তরুণী মেকানিকাল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক । চন্দ্রাণী ওড়িশার উপজাতি অধ্যুষিত কেওনঝাড় এলাকার সাংসদ ।
রাজনীতিতে নবীন চন্দ্রাণী বলেন, "আমি আমার এলাকার উপজাতি যুবক ও মহিলাদের প্রত্যাশা পূরণ করতে চাই । দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতির থেকেও মানুষের জন্য কাজের বিষয়ে বেশী আগ্রহী । কর্মসংস্থান ও শিল্পে বিশেষ নজর দেব । জেলায় শিল্পোন্নয়নের জন্য সমস্ত রকম চেষ্টা করব । এটা দুর্ভাগ্যজনক যে কেওনঝাড়ের মতো খনিজ সমৃদ্ধ জেলায় চাকরির এত সংকট । আমি আমার রাজ্যের যুব ও মহিলা সম্প্রদায়ের হয়ে কেন্দ্রে প্রতিনিধিত্ব করব ।"
চন্দ্রাণী গত দু'বারের সাংসদ BJP -র অনন্ত নায়েককে 66203 ভোটে হারান । কেওনঝাড় লোকসভা আসনে 6 বার জিতেছে কংগ্রেস । শেষবার 1996 সালে জিতেছিল । এরপর 1998 থেকে 2004 সাল পর্যন্ত BJD-র সঙ্গে BJP জোট করে ভোটে লড়ে ওই কেন্দ্রটি দখলে রেখেছিল । তবে 2009 ও 2014 সালে BJD একাই কেন্দ্রটি দখলে রেখেছিল । এবারও ওই কেন্দ্রে তারাই জিতেছে ।