ETV Bharat / bharat

তন্ত্রসাধনার জের, তরোয়াল দিয়ে শিশুবলির চেষ্টা শিক্ষকের ! - Police

তিন বছরের শিশুকন্যাকে বলি দেওয়ার প্রস্তুতি চলছিল শিক্ষকের বাড়িতে । পুলিশ এসে শিশুকন্যাকে উদ্ধার করে ।

তন্ত্র সাধনা
author img

By

Published : Jul 7, 2019, 9:55 AM IST

উদালগিরি (অসম), 7 জুলাই : একটি শিশুকে বলি দেওয়ার চেষ্টা করছেন এক পুরোহিত । তাঁর হাতে তরোয়াল। পড়া হচ্ছে মন্ত্র । চলছে যজ্ঞ। না কোনও সিনেমার গল্প নয় । বাস্তবে ঘটেছে । স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয়েছে শিশুটিকে ।

ঘটনাটি অসমের উদালগিরি জেলার । এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা । গুলি চালাতে বাধ্য হয় পুলিশ।

উদালগিরির গানাকপাড়া গ্রামের বাসিন্দারা গ্রামের এক শিক্ষকের বাড়ি থেকে ধোঁয়া বেরোতে দেখে পুলিশে খবর দেন। স্থানীয়দের অভিযোগ, তন্ত্রসাধনা চলছিল ওই শিক্ষকের বাড়িতে । তাঁদের দাবি, সেখানে শিক্ষকের পরিবারের অনেকেই উপস্থিত ছিলেন। ছিলেন পরিবারের মহিলারাও । মন্ত্রোচ্চারণ চলছিল। সেখানেই তিন বছরের এক শিশুকন্যাকে বলি দেওয়ার প্রস্তুতিও চলছিল । পুরোহিতের হাতে তরোয়ালও দেখেন স্থানীয়রা।

গ্রামবাসীরা ওই ব্যক্তিদের অনুরোধ করেন, বাচ্চাটিকে ছেড়ে দিতে। তবুও চলছিল মন্ত্রোচ্চারণ । পুরোহিত উলটে স্থানীয়দের প্রাণহানির হুমকি দেন। কুড়ুল ও তরোয়াল নিয়ে তাড়া করেন ।

এরপর পুলিশ এলে ওই বাড়ির বাসিন্দারা পাথর ছুড়তে শুরু করেন । মারধর করা হয় সংবাদমাধ্যমের প্রতিনিধিদেরও । ছোড়া হয় বাসন । মোটরবাইক ও গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় ।

শূন্যে পাঁচ রাউন্ড গুলি ছুড়তে বাধ্য হয় পুলিশ । বাচ্চাটিকে উদ্ধার করা হয় । গুলিতে ওই বাড়ির মালিক অর্থাৎ শিক্ষক ও তাঁর ছেলে জখম হয়েছেন ।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই শিক্ষকের আত্মীয়ার সন্তান ওই শিশুকন্যা । মেয়েটির বাবাই শিক্ষকের হাতে তাকে তুলে দিয়েছিল তন্ত্রসাধনার জন্য, এমনটাও জানান তিনি ।

এই পরিবারে তিন বছর আগে এক যুবতি আত্মহত্যা করেছিলেন, তারপর থেকেই নাকি তন্ত্রসাধনার ঝোঁক রয়েছে বাড়িতে ।

উদালগিরি (অসম), 7 জুলাই : একটি শিশুকে বলি দেওয়ার চেষ্টা করছেন এক পুরোহিত । তাঁর হাতে তরোয়াল। পড়া হচ্ছে মন্ত্র । চলছে যজ্ঞ। না কোনও সিনেমার গল্প নয় । বাস্তবে ঘটেছে । স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয়েছে শিশুটিকে ।

ঘটনাটি অসমের উদালগিরি জেলার । এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা । গুলি চালাতে বাধ্য হয় পুলিশ।

উদালগিরির গানাকপাড়া গ্রামের বাসিন্দারা গ্রামের এক শিক্ষকের বাড়ি থেকে ধোঁয়া বেরোতে দেখে পুলিশে খবর দেন। স্থানীয়দের অভিযোগ, তন্ত্রসাধনা চলছিল ওই শিক্ষকের বাড়িতে । তাঁদের দাবি, সেখানে শিক্ষকের পরিবারের অনেকেই উপস্থিত ছিলেন। ছিলেন পরিবারের মহিলারাও । মন্ত্রোচ্চারণ চলছিল। সেখানেই তিন বছরের এক শিশুকন্যাকে বলি দেওয়ার প্রস্তুতিও চলছিল । পুরোহিতের হাতে তরোয়ালও দেখেন স্থানীয়রা।

গ্রামবাসীরা ওই ব্যক্তিদের অনুরোধ করেন, বাচ্চাটিকে ছেড়ে দিতে। তবুও চলছিল মন্ত্রোচ্চারণ । পুরোহিত উলটে স্থানীয়দের প্রাণহানির হুমকি দেন। কুড়ুল ও তরোয়াল নিয়ে তাড়া করেন ।

এরপর পুলিশ এলে ওই বাড়ির বাসিন্দারা পাথর ছুড়তে শুরু করেন । মারধর করা হয় সংবাদমাধ্যমের প্রতিনিধিদেরও । ছোড়া হয় বাসন । মোটরবাইক ও গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় ।

শূন্যে পাঁচ রাউন্ড গুলি ছুড়তে বাধ্য হয় পুলিশ । বাচ্চাটিকে উদ্ধার করা হয় । গুলিতে ওই বাড়ির মালিক অর্থাৎ শিক্ষক ও তাঁর ছেলে জখম হয়েছেন ।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই শিক্ষকের আত্মীয়ার সন্তান ওই শিশুকন্যা । মেয়েটির বাবাই শিক্ষকের হাতে তাকে তুলে দিয়েছিল তন্ত্রসাধনার জন্য, এমনটাও জানান তিনি ।

এই পরিবারে তিন বছর আগে এক যুবতি আত্মহত্যা করেছিলেন, তারপর থেকেই নাকি তন্ত্রসাধনার ঝোঁক রয়েছে বাড়িতে ।

New Delhi, July 5 (ANI): Parents go to any limit to protect their little ones from germs! A new study, however, has highlighted that a childhood free from germs followed by infections later in life makes children prone to childhood leukemia. This happens because of the fact that when a child is exposed to infection in their first year, their immune system gets strong. Published in the journal 'Nature Reviews Cancer', the study finds that acute lymphoblastic leukemia, the most common type of childhood cancer, is caused by a two-step process. The first step is a genetic mutation before birth that predisposes a child to the risk of developing this form of leukemia. On the other hand, the second step is exposure to certain infections later in childhood, after clean early childhoods that limited exposure to infections.
To put it simply, the researchers explained that kids who lived in very clean, germ-free conditions during their first years and had less interaction with other children are prone to lymphoblastic leukemia, a form of blood cancer most oftenly diagnosed in children between the ages 0 to 4 years. It develops quickly, over days or weeks, building up in the blood and spreads to other parts of the body, including the lymph nodes, liver and nervous system.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.