গুয়াহাটি, 10 জুলাই : দেশজুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা ৷ ততটাই কঠিন হয়ে পড়ছে চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মীদের জীবনযাপন ৷ এক মুহুর্তও বিশ্রাম নেওয়ার সময় নেই তাদের ৷ উদাহরণ হিসেবে সেরকমই অসমের এক নার্সের PPE কিট পরেই রোদের মধ্যে বিশ্রাম নেওয়ার ছবি ভাইরাল নেটদুনিয়ায় ৷ অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ওই ছবিটি দেখে গর্ব প্রকাশ করেছেন ৷
জানা গেছে, ভাইরাল হওয়া ওই ছবিটি অসমের খানাপাড়া কোভিড-19 কেয়ার সেন্টারের এক নার্সের ৷ ওই নার্সের মুখ দেখা যায়নি ৷ ছবিতে দেখা গেছে, PPE কিট পরে রোগীদের যত্ন নেওয়ার পর ক্লান্তি ও গরমে মাথা নিচু করে রোদের মধ্যেই বসে পড়েছেন ওই নার্স ৷
রন বিকাশ গৌরব নামে এক টুইটার ইউজ়ার ওই ছবিটির সাথে ক্যাপশন দিয়ে বলেন,"খানাপাড়া (অসম) কোভিড কেন্দ্রের এক নার্সের হৃদয়গ্রাহী ছবি : গুয়াহাটির তাপমাত্রা প্রায় 32 ডিগ্রি সেলসিয়াস এখন, তারা যে যন্ত্রণাটির মধ্যে দিয়ে যাচ্ছেন , তা কেবল কল্পনা করুন । তবুও কিছু রাজনীতিবিদ, সাধারণ মানুষ অযৌক্তিক কথা বলছেন । আমাদের NHM অসম যোদ্ধাদের নিয়ে আমরা গর্বিত ৷"
ছবিটি ভাইরাল হওয়ার পর অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ওই টুইটের রিটুইট করে বলেন, আমার টিমকে নিয়ে গর্বিত ৷