ETV Bharat / bharat

অসমে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 37 - assam flood

অসমে বন্যা পরিস্থিতি ৷ ক্ষতিগ্রস্ত প্রায় 1 হাজার 327 টি গ্রাম ৷ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 37 ৷

Assam flood update : death toll rises to 37
অসমে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হল 37
author img

By

Published : Jul 5, 2020, 8:35 PM IST

গুয়াহাটি, 5 জুলাই : দেশে ক্রমেই বেড়ে চলছে কোরোনা সংক্রমণ ৷ এরই মাঝে বন্যার জেরে অসমে বাড়ছে মৃতের সংখ্যা ৷ গত মাসের শেষ পর্যন্ত মৃতের সংখ্যা ছিল 30-এর মধ্যে ৷ আজ তা বেড়ে দাঁড়াল 37 ৷ রাজ্যের 33টি জেলার মধ্যে 18টি জেলাই বন্যায় কবলিত ৷ ক্ষতিগ্রস্ত প্রায় 1 হাজার 327টি গ্রাম ৷ বন্যায় দুর্গত প্রায় 10 লাখেরও বেশি মানুষ ৷

অসম স্টেট ডিজ়াস্টার ম্যানেজমেন্ট অথরিটির (ASDMA ) তরফে জানানো হয়েছে, গত মাসের শেষ থেকেই বন্যা কবলিত এলাকায় জলের পরিমাণ বাড়ছে ৷ বন্যার জলে প্রায় 1,68.210.28 হেক্টর কৃষিজমির ক্ষতি হয়েছে ৷ ক্ষতিগ্রস্ত গ্রামগুলির মধ্যে সবথেকে বেশি ক্ষতি হয়েছে ঢেমাজি, বিশ্বনাথ, কোকরাঝাড়, দারাং , নলবাড়ি, বরপেটা, চিরাং , ধুবরি, দক্ষিণ সালমারা, গোলাপাড়া, কামরূপ, কামরুপ মেট্রো, মরিগাঁও, নাগাঁও, গোলাঘাট, শিবসাগর ও তিনসুকিয়া ৷

অসম সরকার প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, 323টি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে 65 হাজার 884 জন ৷ বন্য কবলিত প্রায় 1 হাজার 327টি গ্রামে ক্ষতিগ্রস্ত হয়েছে মোট 10 লাখ 9 হাজার 89 জন ৷ বিভিন্ন বন্যাকবলিত এলাকায় উদ্ধারকাজ চলছে । অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল পরিস্থিতির উপর নজর রাখছেন । বন্যা কবলিত এলাকায় কোরোনা সংক্রমণ মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে কি না সেদিকেও খেয়াল রাখার জন্য ডেপুটি কমিশনারকে নির্দেশ দিয়েছেন ।

সেন্ট্রাল ওয়াটার কমিশনের তরফে জানানো হয়েছে, শুধু অসম নয়, ভারী বৃষ্টি হচ্ছে উত্তর-পূর্বের মেঘালয়, অরুণাচল প্রদেশেও । ব্রহ্মপুত্র সহ অন্য কয়েকটি নদীতেও জলের স্তর বাড়ছে । প্রতিদিন নতুন নতুন এলাকায় জল ঢুকছে । সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালের সঙ্গে অসমের বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন । এই পরিস্থিতিতে অসমকে কেন্দ্রের তরফে সবরকম সাহায্য করা হবে বলে আশ্বাস দেন ।

গুয়াহাটি, 5 জুলাই : দেশে ক্রমেই বেড়ে চলছে কোরোনা সংক্রমণ ৷ এরই মাঝে বন্যার জেরে অসমে বাড়ছে মৃতের সংখ্যা ৷ গত মাসের শেষ পর্যন্ত মৃতের সংখ্যা ছিল 30-এর মধ্যে ৷ আজ তা বেড়ে দাঁড়াল 37 ৷ রাজ্যের 33টি জেলার মধ্যে 18টি জেলাই বন্যায় কবলিত ৷ ক্ষতিগ্রস্ত প্রায় 1 হাজার 327টি গ্রাম ৷ বন্যায় দুর্গত প্রায় 10 লাখেরও বেশি মানুষ ৷

অসম স্টেট ডিজ়াস্টার ম্যানেজমেন্ট অথরিটির (ASDMA ) তরফে জানানো হয়েছে, গত মাসের শেষ থেকেই বন্যা কবলিত এলাকায় জলের পরিমাণ বাড়ছে ৷ বন্যার জলে প্রায় 1,68.210.28 হেক্টর কৃষিজমির ক্ষতি হয়েছে ৷ ক্ষতিগ্রস্ত গ্রামগুলির মধ্যে সবথেকে বেশি ক্ষতি হয়েছে ঢেমাজি, বিশ্বনাথ, কোকরাঝাড়, দারাং , নলবাড়ি, বরপেটা, চিরাং , ধুবরি, দক্ষিণ সালমারা, গোলাপাড়া, কামরূপ, কামরুপ মেট্রো, মরিগাঁও, নাগাঁও, গোলাঘাট, শিবসাগর ও তিনসুকিয়া ৷

অসম সরকার প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, 323টি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে 65 হাজার 884 জন ৷ বন্য কবলিত প্রায় 1 হাজার 327টি গ্রামে ক্ষতিগ্রস্ত হয়েছে মোট 10 লাখ 9 হাজার 89 জন ৷ বিভিন্ন বন্যাকবলিত এলাকায় উদ্ধারকাজ চলছে । অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল পরিস্থিতির উপর নজর রাখছেন । বন্যা কবলিত এলাকায় কোরোনা সংক্রমণ মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে কি না সেদিকেও খেয়াল রাখার জন্য ডেপুটি কমিশনারকে নির্দেশ দিয়েছেন ।

সেন্ট্রাল ওয়াটার কমিশনের তরফে জানানো হয়েছে, শুধু অসম নয়, ভারী বৃষ্টি হচ্ছে উত্তর-পূর্বের মেঘালয়, অরুণাচল প্রদেশেও । ব্রহ্মপুত্র সহ অন্য কয়েকটি নদীতেও জলের স্তর বাড়ছে । প্রতিদিন নতুন নতুন এলাকায় জল ঢুকছে । সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালের সঙ্গে অসমের বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন । এই পরিস্থিতিতে অসমকে কেন্দ্রের তরফে সবরকম সাহায্য করা হবে বলে আশ্বাস দেন ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.