দিল্লি, 4 এপ্রিল : "আসসালাম আলাইকুম । করাচি কন্ট্রোল রুম থেকে বলছি । স্বাগত এয়ার ইন্ডিয়াকে । আপনাদের জন্য আমরা গর্বিত ।"
পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করতেই এয়ার ইন্ডিয়ার ককপিটে শোনা গেল এমনই কিছু কথা । বেশ কিছুদিন ধরেই কোরোনা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণসামগ্রী বিতরণ নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে এয়ার ইন্ডিয়ার কিছু বিশেষ বিমান । পাশাপাশি ভারতে আটকে পড়া বিভিন্ন দেশের নাগরিকদের দেশে পৌঁছে দেওয়ার কাজও । এমনই একটি বিমান ত্রাণসামগ্রী নিয়ে ফ্র্যাঙ্কফুর্টে যাচ্ছিল ।
-
'Assalaam Alaikum!' This is Karachi's control welcoming Air India.. We're proud of you'
— ANI Digital (@ani_digital) April 4, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Read @ANI Story | https://t.co/nGyeroyzyA pic.twitter.com/tMG2zHZKsg
">'Assalaam Alaikum!' This is Karachi's control welcoming Air India.. We're proud of you'
— ANI Digital (@ani_digital) April 4, 2020
Read @ANI Story | https://t.co/nGyeroyzyA pic.twitter.com/tMG2zHZKsg'Assalaam Alaikum!' This is Karachi's control welcoming Air India.. We're proud of you'
— ANI Digital (@ani_digital) April 4, 2020
Read @ANI Story | https://t.co/nGyeroyzyA pic.twitter.com/tMG2zHZKsg
বিমানের ক্যাপ্টেন সর্বভারতীয় এক সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, "এটা আমার জন্য ও গোটা এয়ার ইন্ডিয়া পরিবারের জন্য গর্বের মুহূর্ত ।"
শুধুমাত্র এয়ার ইন্ডিয়াকে উষ্ণ শুভকামনা দেওয়াই নয়, এয়ার ইন্ডিয়ার ক্যাপ্টেনকে নিরাপদে গন্তব্যে পৌঁছাতেও সাহায্য করল করাচি কন্ট্রোল রুম । পাকিস্তানের আকাশসীমার পর বিমানটি ইরান, তুরস্ক হয়ে জার্মানির ফ্রাঙ্কফুর্টে পৌঁছানোর কথা ছিল বিমানটির । কিন্তু ইরানের আকাশসীমায় কোনও ব়্যাডার পাচ্ছিল না এয়ার ইন্ডিয়ার ওই বিমানটি । করাচি কন্ট্রোল রুমের তরফেই এরপর যোগাযোগ করা হয় তেহরানের কন্ট্রোল রুমে । ভারতীয় বিমানটি ঠিক কোথায় রয়েছে, কোন পথে এগোচ্ছে তাও জানিয়ে তেহরানকে জানিয়ে দেয় করাচি । বৃহত্তর জনস্বার্থকে মাথায় রেখে এমনই সৌভ্রাতৃত্বের ছবি সামনে এল ভারত ও পাকিস্তানের ।