দিল্লি, 28 মে : ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগ (ASI) নবম শতাব্দীতে তৈরি বেলেপাথরের একটি শিবলিঙ্গ উদ্ধার করল । ভিয়েতনামে মাই সন প্রোজেক্ট চলাকালীন শিবলিঙ্গটি উদ্ধার করা হয় । ভিয়েতনামে কুয়াং নাম প্রদেশে চাম মন্দির চত্বর থেকে শিবলিঙ্গটি আবিষ্কার করা হয় । পরিত্যক্ত এই মন্দিরটির এখন কেবল ধ্বংসাবশেষ পড়ে রয়েছে ।
ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর ASI-র এই কাজের প্রশংসা জানিয়েছেন । ভারত ও ভিয়েতনামের সভ্যতা সংযোগকে নিশ্চিত করে এই আবিষ্কার ।
-
Reaffirming a civilisational connect.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) May 27, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Monolithic sandstone Shiv Linga of 9th c CE is latest find in ongoing conservation project. Applaud @ASIGoI team for their work at Cham Temple Complex, My Son, #Vietnam. Warmly recall my visit there in 2011. pic.twitter.com/7FHDB6NAxz
">Reaffirming a civilisational connect.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) May 27, 2020
Monolithic sandstone Shiv Linga of 9th c CE is latest find in ongoing conservation project. Applaud @ASIGoI team for their work at Cham Temple Complex, My Son, #Vietnam. Warmly recall my visit there in 2011. pic.twitter.com/7FHDB6NAxzReaffirming a civilisational connect.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) May 27, 2020
Monolithic sandstone Shiv Linga of 9th c CE is latest find in ongoing conservation project. Applaud @ASIGoI team for their work at Cham Temple Complex, My Son, #Vietnam. Warmly recall my visit there in 2011. pic.twitter.com/7FHDB6NAxz
ASI-র মাই সন প্রোজেক্টের বিষয়ে গতকাল টুইট করেন এস জয়শংকর । ভারতের সঙ্গে ভিয়েতনামের সভ্যতার সংযোগ রয়েছে বলে মনে করা হয় । 25টি মন্দির এখনও ভিয়েতনামে রয়েছে । প্রত্নতত্ত্ববিদরা ধ্বংসাবশেষগুলি আবিষ্কার করে চলেছেন ।
2018 সালে ভিয়েতনাম ভ্রমণে যান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ । দা নাং থেকে তাঁর যাত্রা শুরু করেন ।