দিল্লি, 17 জানুয়ারি : আন্দোলনরত কৃষক নেতাকে তলব করল এনআইএ ৷ নিষিদ্ধ সংগঠন শিখ ফর জাস্টিস সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য মোট 40 জনকে সমন পাঠিয়েছে এনআইএ ৷ তার মধ্যে রয়েছেন কৃষক নেতা বলদেব সিং সিরসা এবং পঞ্জাবি অভিনেতা দীপ সিধু ৷ কেন্দ্রের কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষকদের আন্দোলনকে সমর্থন করেছিলেন ওই অভিনেতা ৷ আজই এনআইএ-র দিল্লির সদর দপ্তরে ডেকে পাঠানো হয়েছে তাঁদের ৷ বাকিদের মধ্যে অলাভজনক সংস্থা খালসা এইডের সদস্যরাও রয়েছে ৷
এরপরই কেন্দ্রের সমালোচনায় নেমেছে শিরোমণি অকালি দল ৷ অকালি দলের নেতা সুখবীর সিং বাদলের অভিযোগ, কেন্দ্রীয় এজেন্সির সাহায্যে কৃষক নেতা ও তাঁদের সমর্থনকারীদের ভয় দেখানোর চেষ্টা করছে কেন্দ্র ৷ শনিবার টুইটে তিনি লেখেন, "কৃষক নেতা ও কিষাণ আন্দোলনের সমর্থনকারীদের জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে এনআইএ এবং ইডি ৷ কৃষক নেতাদের ভয় দেখানোর এই প্রচেষ্টার কড়া নিন্দা করছি ৷ ওরা দেশদ্রোহী নয় ৷ নয়বার আলোচনা ব্যর্থ হওয়ায় এটা স্পষ্ট যে কেন্দ্রীয় সরকার কৃষকদের ক্লান্ত করে দেওয়ার চেষ্টা করছে ৷"
আরও পড়ুন : বিদ্যুতের তার লেগে বাসে আগুন, মৃত 8 তীর্থযাত্রী
খাবার, জল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়িয়েছে খালসা এইড ৷ তবে এজেন্সির সঙ্গে তারা পুরোমাত্রায় সহযোগিতা করবে বলে শনিবার সংস্থার পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে ৷ বিবৃতিতে বলা হয়, "কৃষক আন্দোলনের সঙ্গে যুক্তদের এনআইএ সমন পাঠানোয় আমরা ভীষণ চিন্তিত ৷ দেশদ্রোহিতা এবং সন্ত্রাসবাদের সমর্থনের অভিযোগে বাস ড্রাইভার থেকে ইউনিয়ন নেতাদের এনআইএ সমন পাঠিয়েছে ৷ আমাদের খালসা এইড ভারত দলের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হবে ৷ আমাদের দল সবরকম সাহায্য করবে ৷ এনআইএ-র সবরকম প্রশ্নের উত্তর দেব আমরা ৷"