ETV Bharat / bharat

করোনা আতঙ্ক, শারীরিক পরীক্ষা 96 বিমানের 20 হাজার যাত্রীর - করোনা ভাইরাস

করোনা ভাইরাসের সংক্রমণের আশঙ্কায় এখনও অবধি পরীক্ষা করা হল মোট 96 টি বিমানের 20 হাজার 488 যাত্রীকে ৷ ভারতে এখনও এই ভাইরাসের সংক্রমণ পাওয়া না গেলেও পর্যবেক্ষণে রাখা হয়েছে তিনজনকে ৷

corona virus symptoms
করোনা আতঙ্ক, শারীরিক পরীক্ষা 96 বিমানের 20488 জনের
author img

By

Published : Jan 24, 2020, 11:12 PM IST

দিল্লি, 24 জানুয়ারি : নোভেল করোনা ভাইরাস আতঙ্ক ৷ এই ভাইরাসের সংক্রমণে চিনে মৃতের সংখ্যা 25 ৷ আক্রান্তের সংখ্যা প্রায় 830 জন ৷ পরীক্ষা নিরীক্ষা চলছে চিন থেকে এদেশে আসা যাত্রীদের ৷

আজ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে জানানো হয়, এই ভাইরাস সংক্রমণের আতঙ্কে আজ 19 টি বিমানের মোট 4082 যাত্রীকে পরীক্ষা করা হয় ৷ আজ অবধি 96 টি বিমানের মোট 20 হাজার 488 যাত্রীকে পরীক্ষা করা হয়েছে ৷ যদিও এদেশে এই ভাইরাসের সংক্রমণ এখনও পাওয়া যায়নি ৷ তবে তিনজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে ৷

করোনার সংক্রমণ আটকাতে ইউহান সহ চিনের মোট পাঁচটি শহরে সমস্ত সরকারি পরিবহন ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে ৷ চিনের এক সরকারি বিবৃতিতে হুবেই শহরের হুয়াংগ্যাং, অ্যাজ়হো, ইহাইজিয়াং, কি ইয়াং জিয়াং ও ইউহান শহরে সমস্ত সরকারি পরিবহন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয় ৷

ইউহান থেকেই প্রথম এই করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়েছিল ৷ তারপর ইউহান শহরটিকে পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে ৷ শহরের বাইরে যাওয়ার সমস্ত রেল ও বিমান পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে ৷ ইউহানের মতো হুয়াংগ্যাংশহরকেও বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চিনের প্রশাসন ৷ পরবর্তী নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত শহরের বাইরে যাওয়ার সমস্ত রকম পরিষেবা বন্ধ রাখা হবে বলেও ওই বিবৃতিতে জানানো হয়েছে ৷

এই সংক্রান্ত খবর : করোনা সংক্রমণে মৃত বেড়ে 25, বন্ধ ইউহান সহ 5 শহর

বেজিংয়ে ভারতীয় দূতাবাসের তরফে ইউহান সহ অন্যান্য এলাকায় বসবাসরত ভারতীয়দের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে ৷ পাশাপাশি সবরকম সাহায্যের জন্য +8618612083629 ও +8618612083617 , দু'টি হটলাইন নম্বরও চালু করেছে ভারতীয় দূতাবাস ৷ চিনে বসবাসকারী ভারতীয়দের নোভেল করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকার জন্য নির্দেশিকাও জারি করেছে ভারতীয় দূতাবাস ৷

দিল্লি, 24 জানুয়ারি : নোভেল করোনা ভাইরাস আতঙ্ক ৷ এই ভাইরাসের সংক্রমণে চিনে মৃতের সংখ্যা 25 ৷ আক্রান্তের সংখ্যা প্রায় 830 জন ৷ পরীক্ষা নিরীক্ষা চলছে চিন থেকে এদেশে আসা যাত্রীদের ৷

আজ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে জানানো হয়, এই ভাইরাস সংক্রমণের আতঙ্কে আজ 19 টি বিমানের মোট 4082 যাত্রীকে পরীক্ষা করা হয় ৷ আজ অবধি 96 টি বিমানের মোট 20 হাজার 488 যাত্রীকে পরীক্ষা করা হয়েছে ৷ যদিও এদেশে এই ভাইরাসের সংক্রমণ এখনও পাওয়া যায়নি ৷ তবে তিনজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে ৷

করোনার সংক্রমণ আটকাতে ইউহান সহ চিনের মোট পাঁচটি শহরে সমস্ত সরকারি পরিবহন ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে ৷ চিনের এক সরকারি বিবৃতিতে হুবেই শহরের হুয়াংগ্যাং, অ্যাজ়হো, ইহাইজিয়াং, কি ইয়াং জিয়াং ও ইউহান শহরে সমস্ত সরকারি পরিবহন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয় ৷

ইউহান থেকেই প্রথম এই করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়েছিল ৷ তারপর ইউহান শহরটিকে পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে ৷ শহরের বাইরে যাওয়ার সমস্ত রেল ও বিমান পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে ৷ ইউহানের মতো হুয়াংগ্যাংশহরকেও বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চিনের প্রশাসন ৷ পরবর্তী নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত শহরের বাইরে যাওয়ার সমস্ত রকম পরিষেবা বন্ধ রাখা হবে বলেও ওই বিবৃতিতে জানানো হয়েছে ৷

এই সংক্রান্ত খবর : করোনা সংক্রমণে মৃত বেড়ে 25, বন্ধ ইউহান সহ 5 শহর

বেজিংয়ে ভারতীয় দূতাবাসের তরফে ইউহান সহ অন্যান্য এলাকায় বসবাসরত ভারতীয়দের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে ৷ পাশাপাশি সবরকম সাহায্যের জন্য +8618612083629 ও +8618612083617 , দু'টি হটলাইন নম্বরও চালু করেছে ভারতীয় দূতাবাস ৷ চিনে বসবাসকারী ভারতীয়দের নোভেল করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকার জন্য নির্দেশিকাও জারি করেছে ভারতীয় দূতাবাস ৷

New Delhi, Jan 24 (ANI): Delhi Police Crime Branch has issued notice to local political leader Ashu Khan, under Section 160 Cr.PC, asking him to appear before Crime Branch Chanakyapuri on January24 for questioning in connection with Jamia Nagar violence which took place in December 2019. While speaking to ANI in the national capital on January 24, local political leader Ashu Khan said, "This is a false FIR and it is our right to protest and it was a peaceful protest. I have not given any instigating speeches or damaged properties." "This is a movement for our rights and we will not end it," he added. Former Congress MLA has also received notice in connection with violence that broke out Jamia Nagar and nearby areas during protests against Citizenship Amendment Act.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.