ETV Bharat / bharat

রামলীলায় শপথ নিয়ে তৃতীয় ইনিংস শুরু করবেন কেজরিওয়াল - দিল্লির মুখ্যমন্ত্রী

16 ফেব্রুয়ারি দিল্লির রামলীলা ময়দানে শপথ নিতে চলেছেন কেজরিওয়াল ৷ শপথ অনুষ্ঠানে অতিথি হিসাবে কে কে উপস্থিত থাকবেন , তা এখনও জানা যায়নি ৷

কেজরিওয়াল
কেজরিওয়াল
author img

By

Published : Feb 12, 2020, 11:18 AM IST

Updated : Feb 12, 2020, 1:13 PM IST

দিল্লি, 12 ফেব্রুয়ারি: তৃতীয়বার দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল ৷ আগামী 16 ফেব্রুয়ারি দিল্লির রামলীলা ময়দানে শপথ নেবেন তিনি ৷ আজ উপ-রাজ্যপাল অনিল বায়জলের সঙ্গে দেখা করেছেন কেজরিওয়াল । তবে, শপথ অনুষ্ঠানে অতিথি হিসাবে কে কে উপস্থিত থাকবেন, তা এখনও জানা যায়নি ৷

এবারের নির্বাচনী লড়াইটা ছিল মূলত কেজরিওয়াল বনাম মোদি ৷ 70টি বিধানসভা আসনের মধ্যে আম আদমি পেয়েছে 62টি আসন, BJP-র ঝুলিতে 8টি আসন ৷ রাজনৈতিক মহলের একাংশের মতে, দিল্লির জনতা স্পষ্ট বুঝিয়ে দিয়েছে তারা আর আচ্ছে দিনের ভরসায় নেই ৷ তাই কেজরিওয়ালের উপরই দিল্লির উন্নয়নের দায়িত্ব দিয়েছে ।

একাংশ বলছে, কেজরিওয়ালের আড়ম্বরহীন জীবন, সহজ সরল বাক্যালাপ, প্রায় নিরাপত্তাহীনভাবে চলাফেরা করার এই 'আম আদমি'-র ক্যারিশ্মাই শেষ পর্যন্ত দিল্লিবাসীর মন জয় করে নিল ৷ আর অবশ্যই তার সঙ্গে বিজলি-পানির প্রতিশ্রুতিই জোগাল ভরসা ৷ যাই হোক সব জল্পনা পেরিয়ে 16 ফেব্রুয়ারি শপথ নিচ্ছেন কেজরিওয়াল ।

দেরিতে হলেও শুভেচ্ছা জানাতে ভুললেন না কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সনিয়া গান্ধি ৷ শুভেচ্ছা জানালেন উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুও ৷

দিল্লি নির্বাচনে বিপুল জয়ের পর থেকেই একের পর এক নেতা-নেত্রী শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন কেজরিওয়ালকে ৷ কাল মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অধীররঞ্জন চৌধুরি- জয় ঘোষণার আগেই ফোন করে শুভেচ্ছা জানান দিল্লির নতুন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ৷ চূ়ড়ান্ত ফল ঘোষণার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও দিল্লি নির্বাচনে জয়ের জন্য কেজরিওয়ালকে শুভেচ্ছা বার্তা জানান টুইটের মাধ্যমে ৷

আজ সকালে কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সনিয়া গান্ধি কেজরিওয়ালকে ফোন করেন শুভেচ্ছা জানানোর জন্য ৷

দিল্লি, 12 ফেব্রুয়ারি: তৃতীয়বার দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল ৷ আগামী 16 ফেব্রুয়ারি দিল্লির রামলীলা ময়দানে শপথ নেবেন তিনি ৷ আজ উপ-রাজ্যপাল অনিল বায়জলের সঙ্গে দেখা করেছেন কেজরিওয়াল । তবে, শপথ অনুষ্ঠানে অতিথি হিসাবে কে কে উপস্থিত থাকবেন, তা এখনও জানা যায়নি ৷

এবারের নির্বাচনী লড়াইটা ছিল মূলত কেজরিওয়াল বনাম মোদি ৷ 70টি বিধানসভা আসনের মধ্যে আম আদমি পেয়েছে 62টি আসন, BJP-র ঝুলিতে 8টি আসন ৷ রাজনৈতিক মহলের একাংশের মতে, দিল্লির জনতা স্পষ্ট বুঝিয়ে দিয়েছে তারা আর আচ্ছে দিনের ভরসায় নেই ৷ তাই কেজরিওয়ালের উপরই দিল্লির উন্নয়নের দায়িত্ব দিয়েছে ।

একাংশ বলছে, কেজরিওয়ালের আড়ম্বরহীন জীবন, সহজ সরল বাক্যালাপ, প্রায় নিরাপত্তাহীনভাবে চলাফেরা করার এই 'আম আদমি'-র ক্যারিশ্মাই শেষ পর্যন্ত দিল্লিবাসীর মন জয় করে নিল ৷ আর অবশ্যই তার সঙ্গে বিজলি-পানির প্রতিশ্রুতিই জোগাল ভরসা ৷ যাই হোক সব জল্পনা পেরিয়ে 16 ফেব্রুয়ারি শপথ নিচ্ছেন কেজরিওয়াল ।

দেরিতে হলেও শুভেচ্ছা জানাতে ভুললেন না কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সনিয়া গান্ধি ৷ শুভেচ্ছা জানালেন উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুও ৷

দিল্লি নির্বাচনে বিপুল জয়ের পর থেকেই একের পর এক নেতা-নেত্রী শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন কেজরিওয়ালকে ৷ কাল মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অধীররঞ্জন চৌধুরি- জয় ঘোষণার আগেই ফোন করে শুভেচ্ছা জানান দিল্লির নতুন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ৷ চূ়ড়ান্ত ফল ঘোষণার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও দিল্লি নির্বাচনে জয়ের জন্য কেজরিওয়ালকে শুভেচ্ছা বার্তা জানান টুইটের মাধ্যমে ৷

আজ সকালে কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সনিয়া গান্ধি কেজরিওয়ালকে ফোন করেন শুভেচ্ছা জানানোর জন্য ৷

Last Updated : Feb 12, 2020, 1:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.