দিল্লি, 18 জানুয়ারি : আজই আম আদমি পার্টি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর নাতি আদর্শ শাস্ত্রী । তারপরই অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে বিধানসভা টিকিটের জন্য 10 কোটি টাকা দাবির অভিযোগ আনলেন আদর্শ ।
প্রাক্তন AAP বিধায়কের অভিযোগ, 2020 ভোটে দিল্লি বিধানসভায় 10-20 কোটি টাকার বিনিময়ে আসন বিক্রি করেছে আম আদমি পার্টি । তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল একটি আসনের জন্য 10 কোটি টাকা দাবি করেছিলেন ।
দ্বারকা বিধানসভা কেন্দ্র থেকে ফের দাঁড়ানোর জন্য টিকিট চান আদর্শ । কিন্তু তা দেয়নি তাঁর দল । আদর্শের জায়গায় দ্বারকা বিধানসভা কেন্দ্র থেকে বিনয় মিশ্রকে প্রার্থী করেছে আম আদমি পার্টি । আজ কংগ্রেসের রাজ্য সভাপতি সুভাষ চোপড়া এবং AICC ইনচার্জ পিসি চাকোর উপস্থিতিতে কংগ্রেসে যোগ দেন আদর্শ । আদর্শ এর আগে আম আদমি পার্টির জাতীয় মুখপাত্র এবং বিদেশ বিষয়ক সেলের সহ-আহ্বায়ক পদে ছিলেন ।
উল্লেখ্য, লোকসভা নির্বাচনেরল সময় পূর্ব দিল্লির এক AAP প্রার্থী বলবীর সিংহ জখরের ছেলে উদয় সিং জাখর দাবি করেছিলেন যে,তার বাবা টিকিটের জন্য অরবিন্দ কেজরিওয়ালকে 6 কোটি টাকা দিয়েছিলেন । উদয় বলেন, "আমার বাবা মাস তিনেক আগে রাজনীতিতে যোগ দেন । তিনি আসন পাওয়ার জন্য কেজরিওয়ালকে 6 কোটি টাকা দিয়েছেন । যদিও এই দাবি অস্বীকার করেন বলবীর সিং জাখর ।