ETV Bharat / bharat

টিকিট দিতে 10 কোটি চেয়েছিলেন কেজরিওয়াল, অভিযোগ আদর্শ শাস্ত্রীর - অভিযোগ আদর্শ শাস্ত্রীর

বিধানসভা টিকিটের জন্য 10 কোটি টাকা চেয়েছিলেন AAP নেতা অরবিন্দ কেজরিওয়াল । এমনই অভিযোগ এনেছেন AAP ছেড়ে সদ্য কংগ্রেসে যোগ দেওয়া আদর্শ শাস্ত্রী ।

ছবি
ছবি
author img

By

Published : Jan 18, 2020, 11:58 PM IST

দিল্লি, 18 জানুয়ারি : আজই আম আদমি পার্টি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর নাতি আদর্শ শাস্ত্রী । তারপরই অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে বিধানসভা টিকিটের জন্য 10 কোটি টাকা দাবির অভিযোগ আনলেন আদর্শ ।

প্রাক্তন AAP বিধায়কের অভিযোগ, 2020 ভোটে দিল্লি বিধানসভায় 10-20 কোটি টাকার বিনিময়ে আসন বিক্রি করেছে আম আদমি পার্টি । তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল একটি আসনের জন্য 10 কোটি টাকা দাবি করেছিলেন ।

দ্বারকা বিধানসভা কেন্দ্র থেকে ফের দাঁড়ানোর জন্য টিকিট চান আদর্শ । কিন্তু তা দেয়নি তাঁর দল । আদর্শের জায়গায় দ্বারকা বিধানসভা কেন্দ্র থেকে বিনয় মিশ্রকে প্রার্থী করেছে আম আদমি পার্টি । আজ কংগ্রেসের রাজ্য সভাপতি সুভাষ চোপড়া এবং AICC ইনচার্জ পিসি চাকোর উপস্থিতিতে কংগ্রেসে যোগ দেন আদর্শ । আদর্শ এর আগে আম আদমি পার্টির জাতীয় মুখপাত্র এবং বিদেশ বিষয়ক সেলের সহ-আহ্বায়ক পদে ছিলেন ।

উল্লেখ্য, লোকসভা নির্বাচনেরল সময় পূর্ব দিল্লির এক AAP প্রার্থী বলবীর সিংহ জখরের ছেলে উদয় সিং জাখর দাবি করেছিলেন যে,তার বাবা টিকিটের জন্য অরবিন্দ কেজরিওয়ালকে 6 কোটি টাকা দিয়েছিলেন । উদয় বলেন, "আমার বাবা মাস তিনেক আগে রাজনীতিতে যোগ দেন । তিনি আসন পাওয়ার জন্য কেজরিওয়ালকে 6 কোটি টাকা দিয়েছেন । যদিও এই দাবি অস্বীকার করেন বলবীর সিং জাখর ।

দিল্লি, 18 জানুয়ারি : আজই আম আদমি পার্টি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর নাতি আদর্শ শাস্ত্রী । তারপরই অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে বিধানসভা টিকিটের জন্য 10 কোটি টাকা দাবির অভিযোগ আনলেন আদর্শ ।

প্রাক্তন AAP বিধায়কের অভিযোগ, 2020 ভোটে দিল্লি বিধানসভায় 10-20 কোটি টাকার বিনিময়ে আসন বিক্রি করেছে আম আদমি পার্টি । তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল একটি আসনের জন্য 10 কোটি টাকা দাবি করেছিলেন ।

দ্বারকা বিধানসভা কেন্দ্র থেকে ফের দাঁড়ানোর জন্য টিকিট চান আদর্শ । কিন্তু তা দেয়নি তাঁর দল । আদর্শের জায়গায় দ্বারকা বিধানসভা কেন্দ্র থেকে বিনয় মিশ্রকে প্রার্থী করেছে আম আদমি পার্টি । আজ কংগ্রেসের রাজ্য সভাপতি সুভাষ চোপড়া এবং AICC ইনচার্জ পিসি চাকোর উপস্থিতিতে কংগ্রেসে যোগ দেন আদর্শ । আদর্শ এর আগে আম আদমি পার্টির জাতীয় মুখপাত্র এবং বিদেশ বিষয়ক সেলের সহ-আহ্বায়ক পদে ছিলেন ।

উল্লেখ্য, লোকসভা নির্বাচনেরল সময় পূর্ব দিল্লির এক AAP প্রার্থী বলবীর সিংহ জখরের ছেলে উদয় সিং জাখর দাবি করেছিলেন যে,তার বাবা টিকিটের জন্য অরবিন্দ কেজরিওয়ালকে 6 কোটি টাকা দিয়েছিলেন । উদয় বলেন, "আমার বাবা মাস তিনেক আগে রাজনীতিতে যোগ দেন । তিনি আসন পাওয়ার জন্য কেজরিওয়ালকে 6 কোটি টাকা দিয়েছেন । যদিও এই দাবি অস্বীকার করেন বলবীর সিং জাখর ।

Kinnaur (Himachal Pradesh), Jan 18 (ANI): Himachal Pradesh's Janjehli area of Mandi district received snowfall on January 18. According to Himachal Pradesh Disaster Management Authority, 322 roads including 5 National Highways have been closed, 323 electricity supply schemes and 26 water supply schemes have been disrupted across the state. The National Highway wing of Public Works Department (PWD) is on snow clearing operations in different locations in Kinnaur district.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.