ETV Bharat / bharat

দূষণে নাজেহাল রাজধানী, 5 নভেম্বর পর্যন্ত বন্ধ স্কুল - খট্টর, ক্যাপ্টেন দিল্লি দূষণের কারণ

দিল্লিতে দূষণের মাত্রা বাড়ার পেছনে হরিয়ানা ও পঞ্জাব সরকারকেই তিনি মূলত দোষ দিলেন ৷ তিনি টুইট বার্তায় লেখেন, 'খট্টর ও ক্যাপ্টেন সরকার কৃষকদের খড় পোড়াতে বাধ্য করছে, যা দিল্লিতে তীব্র দূষণের কারণ হয়ে দাঁড়িয়েছে ৷'

দিল্লি দূষণ
author img

By

Published : Nov 1, 2019, 10:59 AM IST

Updated : Nov 1, 2019, 3:17 PM IST

দিল্লি, 1 নভেম্বর : রাজধানীবাসীর স্বাস্থ্যর কথা ভেবে আপৎকালীন ব্যবস্থা নেওয়া হল দিল্লির প্রশাসনের তরফে ৷ সুপ্রিম কোর্টের নির্দেশেই এই সিদ্ধান্ত ৷ দীপাবলির পর থেকেই লাগাতার বেড়ে চলেছে দূষণের মাত্রা ৷ সেকথা মাথায় রেখেই 5 নভেম্বর পর্যন্ত বন্ধ রাখা হল সমস্ত স্কুল ৷ দিল্লিতে জনস্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা (পাবলিক হেলথ্‌ এমারজেন্সি) ঘোষণা করা হয়েছে।

দিল্লিতে ক্রমবর্ধমান দূষণের জন্য প্রতিবেশী রাজ্যগুলিকে দুষলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ তিনি আজ টুইট করেন, 'প্রতিবেশী রাজ্যগুলিতে ফসল পোড়ানোর ফলে তৈরি ধোঁয়ার কারণেই দিল্লি গ্যাস চেম্বারে পরিণত হয়েছে ৷'

  • दिल्ली में पराली के बढ़ते धुएँ के चलते प्रदूषण का स्तर बहुत ज़्यादा बढ़ गया है. इसलिए सरकार ने निर्णय लिया है कि दिल्ली के सभी स्कूल 5 नवम्बर तक बंद रहेंगे

    — Arvind Kejriwal (@ArvindKejriwal) November 1, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দিল্লিতে দূষণের মাত্রা বাড়ার পেছনে হরিয়ানা ও পঞ্জাব সরকারকেই তিনি মূলত দোষ দিলেন ৷ তিনি টুইট বার্তায় লেখেন, 'খট্টর ও ক্যাপ্টেন সরকার কৃষকদের খড় পোড়াতে বাধ্য করছে, যার ফলে দিল্লিতে দূষণ আরও বাড়ছে ৷ গতকাল দিল্লিবাসীরা পঞ্জাব ও হরিয়ানা ভবনে প্রতিবাদ করেছিলেন ৷ সেখানকার সরকারের বিরুদ্ধে তাঁরা ক্ষোভ প্রকাশ করেছেন ৷'

  • Delhi has turned into a gas chamber due to smoke from crop burning in neighbouring states

    It is very imp that we protect ourselves from this toxic air. Through pvt & govt schools, we have started distributing 50 lakh masks today

    I urge all Delhiites to use them whenever needed pic.twitter.com/MYwRz9euaq

    — Arvind Kejriwal (@ArvindKejriwal) November 1, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাজধানীতে গত কয়েকদিন ধরে বাতাসের গুণগত মান বিপজ্জনক হয়ে উঠেছে ৷ পঞ্জাব রিমোট সেন্সিং সেন্টার (PRSC)-র মতে, এবছর খড় পোড়ানোর পরিমাণ বেড়েছে ৷

PRSC-র ACM বিভাগের প্রধান অনিল সুদ বলেন, "23 সেপ্টেম্বর থেকে 21 অক্টোবরের রেকর্ড অনুযায়ী আগুনের ঘটনা গত বছরের তুলনায় বেড়েছে ৷ এখনও পর্যন্ত মোট 3466 টি ঘটনা ঘটেছে ৷ গত বছর, 21 অক্টোবরের মধ্যে 2575 টি ঘটনা ঘটেছে ৷"

  • खट्टर और कैप्टन सरकारें अपने किसानों को पराली जलाने पर मजबूर कर रहीं हैं जिसकी वजह से दिल्ली में भारी प्रदूषण है

    कल पंजाब और हरियाणा भवन पर लोगों ने प्रदर्शन कर वहां की सरकारों के प्रति अपना रोष प्रकट किया। https://t.co/p4MfgVND4C

    — Arvind Kejriwal (@ArvindKejriwal) November 1, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অতিরিক্ত এই দূষণের কারণে বেসরকারি ও সরকারি স্কুলগুলিতে 50 লাখ মাস্ক বিলি করা হয়েছে বলেও জানিয়েছেন অরবিন্দ ৷ প্রয়োজনে সেই মাস্কগুলি ব্যবহারের জন্যও আবেদন জানিয়েছেন তিনি ৷

দিল্লি, 1 নভেম্বর : রাজধানীবাসীর স্বাস্থ্যর কথা ভেবে আপৎকালীন ব্যবস্থা নেওয়া হল দিল্লির প্রশাসনের তরফে ৷ সুপ্রিম কোর্টের নির্দেশেই এই সিদ্ধান্ত ৷ দীপাবলির পর থেকেই লাগাতার বেড়ে চলেছে দূষণের মাত্রা ৷ সেকথা মাথায় রেখেই 5 নভেম্বর পর্যন্ত বন্ধ রাখা হল সমস্ত স্কুল ৷ দিল্লিতে জনস্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা (পাবলিক হেলথ্‌ এমারজেন্সি) ঘোষণা করা হয়েছে।

দিল্লিতে ক্রমবর্ধমান দূষণের জন্য প্রতিবেশী রাজ্যগুলিকে দুষলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ তিনি আজ টুইট করেন, 'প্রতিবেশী রাজ্যগুলিতে ফসল পোড়ানোর ফলে তৈরি ধোঁয়ার কারণেই দিল্লি গ্যাস চেম্বারে পরিণত হয়েছে ৷'

  • दिल्ली में पराली के बढ़ते धुएँ के चलते प्रदूषण का स्तर बहुत ज़्यादा बढ़ गया है. इसलिए सरकार ने निर्णय लिया है कि दिल्ली के सभी स्कूल 5 नवम्बर तक बंद रहेंगे

    — Arvind Kejriwal (@ArvindKejriwal) November 1, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দিল্লিতে দূষণের মাত্রা বাড়ার পেছনে হরিয়ানা ও পঞ্জাব সরকারকেই তিনি মূলত দোষ দিলেন ৷ তিনি টুইট বার্তায় লেখেন, 'খট্টর ও ক্যাপ্টেন সরকার কৃষকদের খড় পোড়াতে বাধ্য করছে, যার ফলে দিল্লিতে দূষণ আরও বাড়ছে ৷ গতকাল দিল্লিবাসীরা পঞ্জাব ও হরিয়ানা ভবনে প্রতিবাদ করেছিলেন ৷ সেখানকার সরকারের বিরুদ্ধে তাঁরা ক্ষোভ প্রকাশ করেছেন ৷'

  • Delhi has turned into a gas chamber due to smoke from crop burning in neighbouring states

    It is very imp that we protect ourselves from this toxic air. Through pvt & govt schools, we have started distributing 50 lakh masks today

    I urge all Delhiites to use them whenever needed pic.twitter.com/MYwRz9euaq

    — Arvind Kejriwal (@ArvindKejriwal) November 1, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাজধানীতে গত কয়েকদিন ধরে বাতাসের গুণগত মান বিপজ্জনক হয়ে উঠেছে ৷ পঞ্জাব রিমোট সেন্সিং সেন্টার (PRSC)-র মতে, এবছর খড় পোড়ানোর পরিমাণ বেড়েছে ৷

PRSC-র ACM বিভাগের প্রধান অনিল সুদ বলেন, "23 সেপ্টেম্বর থেকে 21 অক্টোবরের রেকর্ড অনুযায়ী আগুনের ঘটনা গত বছরের তুলনায় বেড়েছে ৷ এখনও পর্যন্ত মোট 3466 টি ঘটনা ঘটেছে ৷ গত বছর, 21 অক্টোবরের মধ্যে 2575 টি ঘটনা ঘটেছে ৷"

  • खट्टर और कैप्टन सरकारें अपने किसानों को पराली जलाने पर मजबूर कर रहीं हैं जिसकी वजह से दिल्ली में भारी प्रदूषण है

    कल पंजाब और हरियाणा भवन पर लोगों ने प्रदर्शन कर वहां की सरकारों के प्रति अपना रोष प्रकट किया। https://t.co/p4MfgVND4C

    — Arvind Kejriwal (@ArvindKejriwal) November 1, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অতিরিক্ত এই দূষণের কারণে বেসরকারি ও সরকারি স্কুলগুলিতে 50 লাখ মাস্ক বিলি করা হয়েছে বলেও জানিয়েছেন অরবিন্দ ৷ প্রয়োজনে সেই মাস্কগুলি ব্যবহারের জন্যও আবেদন জানিয়েছেন তিনি ৷

New Delhi, Nov 01 (ANI): The security has been tightened at Terminal 3 of Indira Gandhi International Airport in the national capital on November 01. Security was beefed up after a suspicious bag was spotted in the airport premises. Dog squad of CISF unit was present at the IGI airport. Further investigation is underway in the matter.
Last Updated : Nov 1, 2019, 3:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.