ETV Bharat / bharat

মাসুদ আজ়হারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি পাকিস্তানে - Masood Azhar

সন্ত্রাসবাদী কার্যকলাপে অর্থের জোগান দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হল বৃহস্পতিবার ৷

arrest-warrant-issued-against-masood-azhar-in-pakistan
arrest-warrant-issued-against-masood-azhar-in-pakistan
author img

By

Published : Jan 7, 2021, 8:02 PM IST

Updated : Jan 7, 2021, 8:33 PM IST

লাহোর, 7 জানুয়ারি : জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজ়হারের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হল পাকিস্তানে ৷ ভারতে একাধিক জঙ্গি হামলার মূলচক্রীর বিরুদ্ধে এই নির্দেশ জারি করেছে পাকিস্তানের সন্ত্রাসবাদ বিরোধী আদালত ৷ সন্ত্রাসবাদী কার্যকলাপে অর্থের জোগান দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হল বৃহস্পতিবার ৷

আরও পড়ুন: পুলওয়ামা হামলায় মাসুদ আজ়হার-সহ 19 জনের নামে চার্জশিট NIA-র

পাকিস্তানের পঞ্জাব প্রদেশ পুলিশের সন্ত্রাসবাদ বিরোধী দপ্তর মাসুদের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপে অর্থের যোগান দেওয়ার অভিযোগ আনে আদালতে ৷ বৃহস্পতিবারের শুনানির পর পাকিস্তান সন্ত্রাসবাদ বিরোধী আদালত ভারতে একাধিক জঙ্গি হামলার অন্যতম চক্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ৷ বিচারক নাতাশা নসিম সুপ্রা নির্দেশ দেন, মামলার নিষ্পত্তির প্রয়োজনে মাসুদকে গ্রেপ্তার করে আদালতে পেশ করতে হবে ৷

আরও পড়ুন: UAPA আইন পালটালে প্রথমেই নিষিদ্ধ হবে মাসুদ আজ়হার ও হাফিজ় সইদ

জানা গিয়েছে, পঞ্জাব প্রদেশের পুলিশের সন্ত্রাসবাদ বিরোধী দপ্তর আদালতকে জানিয়েছিল, মাসদু আজ়হার জিহাদি সাহিত্য প্রচারে অর্থের জোগান দিয়ে থাকে ৷ সেই মামলাতেই মাসুদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হল ৷

লাহোর, 7 জানুয়ারি : জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজ়হারের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হল পাকিস্তানে ৷ ভারতে একাধিক জঙ্গি হামলার মূলচক্রীর বিরুদ্ধে এই নির্দেশ জারি করেছে পাকিস্তানের সন্ত্রাসবাদ বিরোধী আদালত ৷ সন্ত্রাসবাদী কার্যকলাপে অর্থের জোগান দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হল বৃহস্পতিবার ৷

আরও পড়ুন: পুলওয়ামা হামলায় মাসুদ আজ়হার-সহ 19 জনের নামে চার্জশিট NIA-র

পাকিস্তানের পঞ্জাব প্রদেশ পুলিশের সন্ত্রাসবাদ বিরোধী দপ্তর মাসুদের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপে অর্থের যোগান দেওয়ার অভিযোগ আনে আদালতে ৷ বৃহস্পতিবারের শুনানির পর পাকিস্তান সন্ত্রাসবাদ বিরোধী আদালত ভারতে একাধিক জঙ্গি হামলার অন্যতম চক্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ৷ বিচারক নাতাশা নসিম সুপ্রা নির্দেশ দেন, মামলার নিষ্পত্তির প্রয়োজনে মাসুদকে গ্রেপ্তার করে আদালতে পেশ করতে হবে ৷

আরও পড়ুন: UAPA আইন পালটালে প্রথমেই নিষিদ্ধ হবে মাসুদ আজ়হার ও হাফিজ় সইদ

জানা গিয়েছে, পঞ্জাব প্রদেশের পুলিশের সন্ত্রাসবাদ বিরোধী দপ্তর আদালতকে জানিয়েছিল, মাসদু আজ়হার জিহাদি সাহিত্য প্রচারে অর্থের জোগান দিয়ে থাকে ৷ সেই মামলাতেই মাসুদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হল ৷

Last Updated : Jan 7, 2021, 8:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.