ETV Bharat / bharat

ধর্মঘটে যাওয়া 48 হাজার RTC কর্মীকে বরখাস্ত তেলাঙ্গানা সরকারের - TSRTC strike latest update

মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও সাফ জানিয়ে দিলেন যে সব কর্মচারীরা 5 অক্টোবরের অন্তিম সময়সীমার মধ্যে কাজে যোগদান করেননি তাদের কাজের থেকে বরখাস্ত করা হয়েছে ৷ এই ঘটনায় প্রায় 48000 RTC কর্মচারী একসঙ্গে কর্মহীন হয়ে পড়বেন ৷

ফাইল ফোটো
author img

By

Published : Oct 12, 2019, 8:47 PM IST

হায়দরাবাদ, 12 অক্টোবর : তেলাঙ্গানা রাজ্য সড়ক পরিবহন সংস্থা (TSRTC) কোনওভাবেই সরকারের সঙ্গে সংযুক্ত করা হবে না বলে সাফ জানিয়ে দিলেন তেলাঙ্গানা মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও ৷ সড়ক পরিবহন সংস্থার সংগঠনের নেতাদের সঙ্গে কোনওরকম বৈঠকে বসতে চান না, এ কথাও আজ তিনি স্পষ্ট করে দেন ৷ তেলাঙ্গানার পরিবহন মন্ত্রী পি অজয় ঠাকুর এদিন জানান যে সরকারের পক্ষ থেকে কোনোদিনই সড়ক পরিবহন সংস্থার সংযুক্তির কোনও প্রতিশ্রুতি করা হয়নি ৷ এদিকে তেলাঙ্গানা রাজ্য সড়ক পরিবহন সংস্থার সংগঠনের ধর্মঘট আজ অষ্টম দিনে পড়ল ৷

সরকারের পক্ষ থেকে এদিন স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে ধর্মঘটে সামিল TSRTC কর্মচারীদের কোনও পরিস্থিতিতেই কাজে ফেরত নেওয়া হবে না ৷ অন্যদিকে, ধর্মঘটের প্রভাব যাতে সাধারণ জনজীবনে না পড়ে তার জন্য প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে ৷ পরিবহন মন্ত্রী পি অজয় ঠাকুর ও RTC আধিকারিকরা যাত্রীদের জন্য বিকল্প পরিবহনের ব্যবস্থা করেছেন ৷ মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও এদিন RTC বাসগুলির জন্য অস্থায়ী বাসচালক ও কনডাক্টর নিয়োগের নির্দেশ দিয়েছেন ৷

রাজ্য সড়ক পরিবহন সংস্থার ডাকা এই ধর্মঘটের জেরে তেলাঙ্গানা সরকার দশেরার ছুটি আরও এক সপ্তাহ বাড়িয়ে দিয়েছে ৷ এদিন মুখ্যমন্ত্রী KCR সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির ছুটি 19 অক্টোবর পর্যন্ত বাড়িয়ে দেওয়ার কথা ঘোষণা করেছেন ৷

পরিবহন মন্ত্রী পি অজয় ঠাকুর আজ এক সাংবাদিক সম্মেলনে জানান, "ধুঁকতে থাকা তেলাঙ্গানা রাজ্য সড়ক পরিবহন সংস্থাকে সরকারের সঙ্গে সংযুক্তির প্রতিশ্রুতি আমরা কোনওদিনই কোনও নির্বাচনী প্রচারে করিনি ৷ এটি কোনও সরকারি নীতিতেও বলা হয়নি ৷ বিরোধীরা যারা এই ধর্মঘটে বসা সমর্থন করছেন তারা কি সাধারণ মানুষদের অসুবিধার কথা ভাবছেন না?"

BJP ও কংগ্রেসকে কটাক্ষ করে তিনি আরও যোগ করেন যে, যারা এই ধর্মঘটকে সমর্থন করছেন তাঁরা নিজেদের রাজ্যের সড়ক পরিবহন সংস্থাকে সরকারের সাথে যুক্ত করেন নি ৷ RTC-কে বেসরকারিকরণের কথা উড়িয়ে দিয়ে তিনি বলেন "মুখ্যমন্ত্রী সবসময়ই চেয়েছেন RTC-র অবস্থা স্থিতিশীল থাকুক ৷ এজন্য তিনি সরকারি কর্মীদের তুলনায় বেশি পরিমাণ টাকাও দিতে চেয়েছিলেন RTC-র কর্মীদের" ৷

এদিন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও সাফ জানিয়ে দেন যে সব কর্মী 5 অক্টোবর সময়সীমার মধ্যে কাজে যোগদান করেননি, তাদের বরখাস্ত করা হয়েছে ৷ এই ঘটনায় প্রায় 48000 RTC কর্মচারী একসঙ্গে কর্মহীন হয়ে পড়েন ৷

BJP-র তেলাঙ্গানা রাজ্য সভাপতি কে লক্ষ্মণ বলেন, ''দলীয় প্রতিনিধিরা ধর্মঘটে যাওয়া কর্মীদের সঙ্গে কথা বলে দাবি-দাওয়া জানার চেষ্টা করবেন ৷'' তিনি এই ধর্মঘটের আহ্বায়ক JAC-এর নেতাদের সঙ্গে TSRTC-র দপ্তরের সামনে ধরনা মঞ্চে যোগদান করেন ৷ তিনি আজ বলেন, " এই ঘটনার ফলে প্রায় 50000 পরিবার রুজি-রুটিহীন হয়ে পড়বে৷ এর কোনও স্থায়ী সমাধানসূত্র না আসা পর্যন্ত এই ধরনা চলতে থাকবে ৷" পাশাপাশি কংগ্রেস আজ আবারও RTC-র বেসরকারিকরণ নিয়ে সরকারের চক্রান্তের বিষয়ে সরব হয় ৷

হায়দরাবাদ, 12 অক্টোবর : তেলাঙ্গানা রাজ্য সড়ক পরিবহন সংস্থা (TSRTC) কোনওভাবেই সরকারের সঙ্গে সংযুক্ত করা হবে না বলে সাফ জানিয়ে দিলেন তেলাঙ্গানা মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও ৷ সড়ক পরিবহন সংস্থার সংগঠনের নেতাদের সঙ্গে কোনওরকম বৈঠকে বসতে চান না, এ কথাও আজ তিনি স্পষ্ট করে দেন ৷ তেলাঙ্গানার পরিবহন মন্ত্রী পি অজয় ঠাকুর এদিন জানান যে সরকারের পক্ষ থেকে কোনোদিনই সড়ক পরিবহন সংস্থার সংযুক্তির কোনও প্রতিশ্রুতি করা হয়নি ৷ এদিকে তেলাঙ্গানা রাজ্য সড়ক পরিবহন সংস্থার সংগঠনের ধর্মঘট আজ অষ্টম দিনে পড়ল ৷

সরকারের পক্ষ থেকে এদিন স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে ধর্মঘটে সামিল TSRTC কর্মচারীদের কোনও পরিস্থিতিতেই কাজে ফেরত নেওয়া হবে না ৷ অন্যদিকে, ধর্মঘটের প্রভাব যাতে সাধারণ জনজীবনে না পড়ে তার জন্য প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে ৷ পরিবহন মন্ত্রী পি অজয় ঠাকুর ও RTC আধিকারিকরা যাত্রীদের জন্য বিকল্প পরিবহনের ব্যবস্থা করেছেন ৷ মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও এদিন RTC বাসগুলির জন্য অস্থায়ী বাসচালক ও কনডাক্টর নিয়োগের নির্দেশ দিয়েছেন ৷

রাজ্য সড়ক পরিবহন সংস্থার ডাকা এই ধর্মঘটের জেরে তেলাঙ্গানা সরকার দশেরার ছুটি আরও এক সপ্তাহ বাড়িয়ে দিয়েছে ৷ এদিন মুখ্যমন্ত্রী KCR সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির ছুটি 19 অক্টোবর পর্যন্ত বাড়িয়ে দেওয়ার কথা ঘোষণা করেছেন ৷

পরিবহন মন্ত্রী পি অজয় ঠাকুর আজ এক সাংবাদিক সম্মেলনে জানান, "ধুঁকতে থাকা তেলাঙ্গানা রাজ্য সড়ক পরিবহন সংস্থাকে সরকারের সঙ্গে সংযুক্তির প্রতিশ্রুতি আমরা কোনওদিনই কোনও নির্বাচনী প্রচারে করিনি ৷ এটি কোনও সরকারি নীতিতেও বলা হয়নি ৷ বিরোধীরা যারা এই ধর্মঘটে বসা সমর্থন করছেন তারা কি সাধারণ মানুষদের অসুবিধার কথা ভাবছেন না?"

BJP ও কংগ্রেসকে কটাক্ষ করে তিনি আরও যোগ করেন যে, যারা এই ধর্মঘটকে সমর্থন করছেন তাঁরা নিজেদের রাজ্যের সড়ক পরিবহন সংস্থাকে সরকারের সাথে যুক্ত করেন নি ৷ RTC-কে বেসরকারিকরণের কথা উড়িয়ে দিয়ে তিনি বলেন "মুখ্যমন্ত্রী সবসময়ই চেয়েছেন RTC-র অবস্থা স্থিতিশীল থাকুক ৷ এজন্য তিনি সরকারি কর্মীদের তুলনায় বেশি পরিমাণ টাকাও দিতে চেয়েছিলেন RTC-র কর্মীদের" ৷

এদিন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও সাফ জানিয়ে দেন যে সব কর্মী 5 অক্টোবর সময়সীমার মধ্যে কাজে যোগদান করেননি, তাদের বরখাস্ত করা হয়েছে ৷ এই ঘটনায় প্রায় 48000 RTC কর্মচারী একসঙ্গে কর্মহীন হয়ে পড়েন ৷

BJP-র তেলাঙ্গানা রাজ্য সভাপতি কে লক্ষ্মণ বলেন, ''দলীয় প্রতিনিধিরা ধর্মঘটে যাওয়া কর্মীদের সঙ্গে কথা বলে দাবি-দাওয়া জানার চেষ্টা করবেন ৷'' তিনি এই ধর্মঘটের আহ্বায়ক JAC-এর নেতাদের সঙ্গে TSRTC-র দপ্তরের সামনে ধরনা মঞ্চে যোগদান করেন ৷ তিনি আজ বলেন, " এই ঘটনার ফলে প্রায় 50000 পরিবার রুজি-রুটিহীন হয়ে পড়বে৷ এর কোনও স্থায়ী সমাধানসূত্র না আসা পর্যন্ত এই ধরনা চলতে থাকবে ৷" পাশাপাশি কংগ্রেস আজ আবারও RTC-র বেসরকারিকরণ নিয়ে সরকারের চক্রান্তের বিষয়ে সরব হয় ৷

Mumbai, Oct 12 (ANI): The first day of Bombay Times Fashion Week was star studded. Veteran actor Tanuja attended the fashion week in a pink saree. She completed her look with a simple pearl necklace and earrings. Music director Anu Malik also attended the fashion week in an all black suit. Bombay Times Fashion Week is being held between October 11 to October 13.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.