হায়দরাবাদ, 12 অক্টোবর : তেলাঙ্গানা রাজ্য সড়ক পরিবহন সংস্থা (TSRTC) কোনওভাবেই সরকারের সঙ্গে সংযুক্ত করা হবে না বলে সাফ জানিয়ে দিলেন তেলাঙ্গানা মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও ৷ সড়ক পরিবহন সংস্থার সংগঠনের নেতাদের সঙ্গে কোনওরকম বৈঠকে বসতে চান না, এ কথাও আজ তিনি স্পষ্ট করে দেন ৷ তেলাঙ্গানার পরিবহন মন্ত্রী পি অজয় ঠাকুর এদিন জানান যে সরকারের পক্ষ থেকে কোনোদিনই সড়ক পরিবহন সংস্থার সংযুক্তির কোনও প্রতিশ্রুতি করা হয়নি ৷ এদিকে তেলাঙ্গানা রাজ্য সড়ক পরিবহন সংস্থার সংগঠনের ধর্মঘট আজ অষ্টম দিনে পড়ল ৷
সরকারের পক্ষ থেকে এদিন স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে ধর্মঘটে সামিল TSRTC কর্মচারীদের কোনও পরিস্থিতিতেই কাজে ফেরত নেওয়া হবে না ৷ অন্যদিকে, ধর্মঘটের প্রভাব যাতে সাধারণ জনজীবনে না পড়ে তার জন্য প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে ৷ পরিবহন মন্ত্রী পি অজয় ঠাকুর ও RTC আধিকারিকরা যাত্রীদের জন্য বিকল্প পরিবহনের ব্যবস্থা করেছেন ৷ মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও এদিন RTC বাসগুলির জন্য অস্থায়ী বাসচালক ও কনডাক্টর নিয়োগের নির্দেশ দিয়েছেন ৷
রাজ্য সড়ক পরিবহন সংস্থার ডাকা এই ধর্মঘটের জেরে তেলাঙ্গানা সরকার দশেরার ছুটি আরও এক সপ্তাহ বাড়িয়ে দিয়েছে ৷ এদিন মুখ্যমন্ত্রী KCR সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির ছুটি 19 অক্টোবর পর্যন্ত বাড়িয়ে দেওয়ার কথা ঘোষণা করেছেন ৷
পরিবহন মন্ত্রী পি অজয় ঠাকুর আজ এক সাংবাদিক সম্মেলনে জানান, "ধুঁকতে থাকা তেলাঙ্গানা রাজ্য সড়ক পরিবহন সংস্থাকে সরকারের সঙ্গে সংযুক্তির প্রতিশ্রুতি আমরা কোনওদিনই কোনও নির্বাচনী প্রচারে করিনি ৷ এটি কোনও সরকারি নীতিতেও বলা হয়নি ৷ বিরোধীরা যারা এই ধর্মঘটে বসা সমর্থন করছেন তারা কি সাধারণ মানুষদের অসুবিধার কথা ভাবছেন না?"
BJP ও কংগ্রেসকে কটাক্ষ করে তিনি আরও যোগ করেন যে, যারা এই ধর্মঘটকে সমর্থন করছেন তাঁরা নিজেদের রাজ্যের সড়ক পরিবহন সংস্থাকে সরকারের সাথে যুক্ত করেন নি ৷ RTC-কে বেসরকারিকরণের কথা উড়িয়ে দিয়ে তিনি বলেন "মুখ্যমন্ত্রী সবসময়ই চেয়েছেন RTC-র অবস্থা স্থিতিশীল থাকুক ৷ এজন্য তিনি সরকারি কর্মীদের তুলনায় বেশি পরিমাণ টাকাও দিতে চেয়েছিলেন RTC-র কর্মীদের" ৷
এদিন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও সাফ জানিয়ে দেন যে সব কর্মী 5 অক্টোবর সময়সীমার মধ্যে কাজে যোগদান করেননি, তাদের বরখাস্ত করা হয়েছে ৷ এই ঘটনায় প্রায় 48000 RTC কর্মচারী একসঙ্গে কর্মহীন হয়ে পড়েন ৷
BJP-র তেলাঙ্গানা রাজ্য সভাপতি কে লক্ষ্মণ বলেন, ''দলীয় প্রতিনিধিরা ধর্মঘটে যাওয়া কর্মীদের সঙ্গে কথা বলে দাবি-দাওয়া জানার চেষ্টা করবেন ৷'' তিনি এই ধর্মঘটের আহ্বায়ক JAC-এর নেতাদের সঙ্গে TSRTC-র দপ্তরের সামনে ধরনা মঞ্চে যোগদান করেন ৷ তিনি আজ বলেন, " এই ঘটনার ফলে প্রায় 50000 পরিবার রুজি-রুটিহীন হয়ে পড়বে৷ এর কোনও স্থায়ী সমাধানসূত্র না আসা পর্যন্ত এই ধরনা চলতে থাকবে ৷" পাশাপাশি কংগ্রেস আজ আবারও RTC-র বেসরকারিকরণ নিয়ে সরকারের চক্রান্তের বিষয়ে সরব হয় ৷