ETV Bharat / bharat

সীমান্তের ওপারে প্রতিটি লঞ্চ প্য়াডে অপেক্ষায় 250-300 জঙ্গি - লাইন অফ কন্ট্রোল

জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা ব্য়র্থ করা গেলেও, সীমান্তবর্তী এলাকাগুলিতে বসবাসকারী মানুষদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে ৷ তাঁদের সম্পত্তির ক্ষতিও হয়েছে ৷ যা নিয়ে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি তুলে ধরা দরকার বলে জানান IG রাজেশ মিশ্রা ৷

around-300-terrorists-present-at-each-launching-pad-in-pakistan
‘সীমান্তের ওপারে প্রতিটি লঞ্চ প্য়াডে 250-300 জঙ্গি’
author img

By

Published : Nov 16, 2020, 4:50 PM IST

শ্রীনগর, 16 নভেম্বর : সীমান্তের ওপারে পাকিস্তানের প্রতিটি সেনা ছাউনিতে 250 থেকে 300 জঙ্গি রয়েছে ৷ যাদের ভারতে ঢোকাতেই পাকিস্তান গত কয়েকদিন ধরে সীমান্তে লাগাতার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে চলেছে ৷ তবে, পাকসেনার সেই উদ্দেশ্য় ভারতীয় সেনা ভেস্তে দিয়েছে বলে জানালেন কাশ্মীরের IG রাজেশ মিশ্রা ৷

আন্তর্জাতিক মঞ্চে পাক হামলা নিয়ে কী বার্তা দিতে চায় জম্মু ও কাশ্মীর প্রশাসন ? সেই প্রশ্নের উত্তরে IG এই কথাগুলি জানান ৷ তিনি বলেন, জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা ব্য়র্থ করা গেলেও, সীমান্তবর্তী এলাকাগুলিতে বসবাসকারী মানুষদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে ৷ তাঁদের সম্পত্তির ক্ষতিও হয়েছে ৷ যা নিয়ে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি তুলে ধরা দরকার ৷

13 নভেম্বর পাক-সেনা আচমকা গোলাগুলি শুরু করে ৷ যার পালটা জবাব দিয়েছে ভারতীয় সেনা ৷ তবে, এই হামলায় এক BSF জওয়ানসহ কয়েকজন জওয়ান শহিদ হন ৷

শ্রীনগর, 16 নভেম্বর : সীমান্তের ওপারে পাকিস্তানের প্রতিটি সেনা ছাউনিতে 250 থেকে 300 জঙ্গি রয়েছে ৷ যাদের ভারতে ঢোকাতেই পাকিস্তান গত কয়েকদিন ধরে সীমান্তে লাগাতার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে চলেছে ৷ তবে, পাকসেনার সেই উদ্দেশ্য় ভারতীয় সেনা ভেস্তে দিয়েছে বলে জানালেন কাশ্মীরের IG রাজেশ মিশ্রা ৷

আন্তর্জাতিক মঞ্চে পাক হামলা নিয়ে কী বার্তা দিতে চায় জম্মু ও কাশ্মীর প্রশাসন ? সেই প্রশ্নের উত্তরে IG এই কথাগুলি জানান ৷ তিনি বলেন, জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা ব্য়র্থ করা গেলেও, সীমান্তবর্তী এলাকাগুলিতে বসবাসকারী মানুষদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে ৷ তাঁদের সম্পত্তির ক্ষতিও হয়েছে ৷ যা নিয়ে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি তুলে ধরা দরকার ৷

13 নভেম্বর পাক-সেনা আচমকা গোলাগুলি শুরু করে ৷ যার পালটা জবাব দিয়েছে ভারতীয় সেনা ৷ তবে, এই হামলায় এক BSF জওয়ানসহ কয়েকজন জওয়ান শহিদ হন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.