চ্যাংল্যাং(অরুণাচল প্রদেশ), 28 মে : অরুণাচল প্রদেশের চ্যাংল্যাং জেলার মিয়াও বাম অভয়ারণ্য থেকে উদ্ধার করা হল প্রচুর আগ্নেয়াস্ত্র ও বোমা ৷ সেনা মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল পি কংসাই বলেন, অরুণাচল পুলিশ ও ভারতীয় সেনার যৌথ উদ্যোগে আগ্নেয়াস্ত্রগুলি উদ্ধার করা হয় ৷
কংসাই বলেন, "জঙ্গলের ওই এলাকায় সশস্ত্র NSCN(IM) জঙ্গিরা লুকিয়ে রয়েছে ৷ এরপর পুলিশ ও সেনা যৌথভাবে মিয়াও বামের জঙ্গলে তল্লাশি চালায় ৷ দু'দিন ধরে তল্লাশি চালানো হয় ৷ এরপর গতরাতে জঙ্গলের ওই স্থান থেকে উদ্ধার হয় প্রচুর আগ্নেয়াস্ত্র ও বোমা ৷ "
সেখান থেকে একটি AK-56 রাইফেল, তিনটি ম্যাগাজ়িন ও 115 রাউন্ড গুলি উদ্ধার হয় । এছাড়াও একটি পয়েন্ট 22 পিস্তল, একটি ম্যাগাজ়িন, তিন রাউন্ড গুলি, একটি হ্যান্ড গ্রেনেড, গ্রেনেড লঞ্চার ও এক কিলোগ্রাম বোমা তৈরির রাসায়নিকও উদ্ধার হয় ৷ সেনা মুখপাত্র বলেন, "ওই আগ্নেয়াস্ত্রগুলি চ্যাংল্যাং জেলা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ৷"