ETV Bharat / bharat

রাজৌরিতে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের, শহিদ সেনা আধিকারিক - যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের

কাশ্মীরের কুপওয়ারা জেলায় নিয়ন্ত্রণরেখার পাশাপাশি এবং রাজৌরি ও পুঞ্চ জেলার পীরপঞ্জালের দক্ষিণে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘনের ঘটনা ঘটেছে । আজ রাজৌরিতে নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান ।

ceasefire violation
ceasefire violation
author img

By

Published : Aug 30, 2020, 1:20 PM IST

শ্রীনগর, 30 অগাস্ট : ফের সংঘর্ষিবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান । জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলায় আজ নিয়ন্ত্রণরেখা বরাবর গুলি চালাতে শুরু করে পাকিস্তান সেনা । শহিদ হন এক সেনা আধিকারিক । যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনাও ।

এর আগে 28 অগাস্ট পুঞ্চের বালাকোট সেক্টরে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি ও মর্টার ছুড়তে থাকে পাকিস্তান । পালটা গুলি চালায় ভারতীয় সেনাও ।

কাশ্মীর উপত্যকার কুপওয়ারা জেলায় নিয়ন্ত্রণরেখার পাশাপাশি এবং রাজৌরি ও পুঞ্চ জেলার পীরপঞ্জালের দক্ষিণে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘনের ঘটনা ঘটেছে । 26 অগাস্ট পুঞ্চের শাহপুর, কিরনি ও কাসবা সেক্টরে সংঘর্ষবিরতি লঙ্ঘন করে পাকিস্তান ।

শ্রীনগর, 30 অগাস্ট : ফের সংঘর্ষিবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান । জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলায় আজ নিয়ন্ত্রণরেখা বরাবর গুলি চালাতে শুরু করে পাকিস্তান সেনা । শহিদ হন এক সেনা আধিকারিক । যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনাও ।

এর আগে 28 অগাস্ট পুঞ্চের বালাকোট সেক্টরে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি ও মর্টার ছুড়তে থাকে পাকিস্তান । পালটা গুলি চালায় ভারতীয় সেনাও ।

কাশ্মীর উপত্যকার কুপওয়ারা জেলায় নিয়ন্ত্রণরেখার পাশাপাশি এবং রাজৌরি ও পুঞ্চ জেলার পীরপঞ্জালের দক্ষিণে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘনের ঘটনা ঘটেছে । 26 অগাস্ট পুঞ্চের শাহপুর, কিরনি ও কাসবা সেক্টরে সংঘর্ষবিরতি লঙ্ঘন করে পাকিস্তান ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.