শ্রীনগর, 13 জুন : নিয়ন্ত্রণরেখা বরাবর নজরদারির সময় গভীর খাদে পড়ে গিয়ে মৃত্যু হল এক সেনা জওয়ানের । জম্মু-কাশ্মীরে গুরেজ় সেক্টরে নজরদারি চালাচ্ছিলেন সুবেদার যমুনা প্রসাদ পানেরু (36) । নজরদারি চালানোর সময় পা পিছলে 100 মিটার গভীর খাদে পড়ে যান তিনি । সেনা সূত্রে খবর, গুরুতর আহত অবস্থায় তাঁঁকে উদ্ধার করা হয় । প্রাথমিক চিকিৎসা পর 92 বেস হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে তাঁঁর মৃত্যু হয় ।
সেনার এক মুখপাত্র জানান, “চিনার কর্পস কম্যান্ডার লেফটেন্যান্ট জেনেরাল বি এস রাজু এবং অন্যরা শহিদ জাওয়ানকে শেষ শ্রদ্ধা জানান ।” উত্তরাখণ্ডের নৈনিতাল জেলার পদ্মপুর গ্রামের বাসিন্দা ছিলেন পানেরু । 2002 সালে তিনি সেনায় যোগ দেন । তাঁর স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে । সেনার মুখপাত্র জানান, "পানেরু একজন পর্বতারোহী ছিলেন । উত্তরাখণ্ডের পিথোরগড় জেলায় ওম প্রভাত নামে একটি সামিটে গাইড করেছিলেন । 2007-এ নন্দা দেবী পর্বত অভিযানে গেছিলেন । ওই অভিযানে 10 জন সৈনিক শহিদ হন । শহিদ সেনাদের দেহ উদ্ধার করতে 2009 সালে উদ্ধারকারী দলের সদস্য হিসেবে নন্দা দেবীতে গেছিলেন পানেরু ।
2012 সালের হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, দার্জিলিং-এর তরফে তাঁঁকে পর্বতারোহণের জন্য বেছে নেওয়া হয় । ওই বছর 25 মে তিনি সফলভাবে পৃথিবীর সর্বোচ্চ পর্বতে আরোহণ করেন । পানেরুর মরদেহ তাঁঁর গ্রামে পাঠানো হয়েছে । পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে সেনা সূত্রে খবর । শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে সেনাবাহিনী ।