দিল্লি, 3 সেপ্টেম্বর : নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করতে পূর্ব লাদাখে পৌঁছালেন সেনাপ্রধান জেনেরাল মনোজ মুকুন্দ নারাভানে । প্রকৃত নিয়ন্ত্রণরেখার (LAC) বর্তমান পরিস্থিতি সম্পর্কে তাঁকে অবহিত করবেন সিনিয়র ফিল্ড কমান্ডাররা ।
সেনাবাহিনীর তরফে আজ বলা হয়েছে, "সেনাপ্রধান জেনেরাল মনোজ মুকুন্দ নারভানে পূর্ব লাদাখের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করতে আজ লে সফরে গেছেন । সিনিয়র ফিল্ড কমান্ডাররা তাঁকে প্রকৃত নিয়ন্ত্রণরেখা (LAC) ও তার পার্শ্ববর্তী অঞ্চলের পরিস্থিতি সম্পর্কে জানাবেন ।"
কয়েকদিন আগে পূর্ব লাদাখের দক্ষিণে প্যাংগং হ্রদ এলাকায় অনুপ্রবেশের চেষ্টা করে চিনা সেনা । কিন্তু, সেই চেষ্টা ব্যর্থ করে ভারতীয় সেনা । গালওয়ানে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় দুই দেশের সেনার মধ্যে সংঘর্ষের পর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে । তারপর থেকে দুই দেশের মধ্যে একাধিকবার কূটনৈতিক ও সেনা স্তরে বৈঠক হয়েছে । তারই মাঝে প্যাংগং হ্রদ এলাকায় অনুপ্রবেশের চেষ্টা করে চিনা সেনা ।