ETV Bharat / bharat

"অশান্তি ছড়ায়নি, চুড়ি পাঠাব?" পাকিস্তানের গোপন বার্তা ফাঁস ডোভালের - India and Pakistan

জম্মু ও কাশ্মীরে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে পাকিস্তান ৷ তা না পেরে হতদ্যম হয়ে পড়ছে তারা ৷ বললেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ৷

অজিত ডোভাল
author img

By

Published : Sep 7, 2019, 6:12 PM IST

Updated : Sep 7, 2019, 9:15 PM IST

দিল্লি, 7 সেপ্টেম্বর : 370 ধারা প্রত্যাহারের পর আশঙ্কা ছিল জম্মু ও কাশ্মীরে ব্যাপক অশান্তি ছড়াবে । কিন্তু এখনও পর্যন্ত তেমনটা হয়নি । আর তার জেরে হতাশ পাকিস্তানের জঙ্গি হ্যান্ডলাররা ৷ গোয়েন্দাদের হাতে এরকম গোপন বার্তা এসেছে বলে জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ৷

আজ তিনি বলেন, "নিয়ন্ত্রণ রেখা বরাবর 20 কিলোমিটার এলাকায় পাকিস্তানের যোগাযোগ টাওয়ার রয়েছে ৷ তারা বার্তা পাঠানোর চেষ্টা করছে ৷ আড়ি পেতে আমরা শুনতে পেয়েছি, ওরা নিজেদের লোকদের বলছে, কত গাড়ি আপেলের ট্রাক চলাচল করছে, তোমরা বন্ধ করতে পারছ না কেন ? তোমাদের চুড়ি পাঠাব ? "

এই সংক্রান্ত আরও খবর : জম্মু ও কাশ্মীর থেকে প্রত্যাহার 370 ধারা

আজ দিল্লিতে সাংবাদিকদের একটি নির্বাচিত দলের সঙ্গে কথা বলেন ডোভাল ৷ সেখানে তিনি দাবি করেন, সংবিধানের 370 ধারা মোটেও কোনও বিশেষ মর্যাদা নয়, উলটে এটা একটা বিশেষ বৈষম্য ছিল ৷ সেই ধারা প্রত্যাহারের মাধ্যমে ভারতের অন্য অংশের মানুষের সঙ্গে কাশ্মীরিদের একই জায়গায় এনেছে সরকার ৷ শুধু তাই নয়, 370 ধারা প্রত্যাহারের পর জম্মু ও কাশ্মীরে অশান্তি ছড়াতে পারছে না পাকিস্তান ৷ ডোভালের দাবি, "আমরা নিশ্চিত যে, বেশিরভাগ কাশ্মীরি 370 ধারা প্রত্যাহারকে সমর্থন করেন ৷ "

এই সংক্রান্ত আরও খবর : আন্তর্জাতিক সমর্থন ছাড়াই কাশ্মীর ইশুতে যে কোনও পর্যায়ে যেতে পারি: ইমরান

5 অগাস্ট জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের 370 ধারা প্রত্যাহার করা হয়েছে ৷ এরপর রাজ্যের বিভিন্ন অংশে বিধিনিষেধ জারি হয়েছে ৷ একমাস কেটে গেলেও রাজ্যের সর্বত্র শিথিল হয়নি বিধিনিষেধ ৷ কাশ্মীরের সর্বত্র এখনও মোবাইল ও ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক হয়নি ৷ জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দাবি, 199টি জেলার মধ্যে মাত্র 10টিতে এখনও বিধিনিষেধ রয়েছে ৷ তবে, রাজ্যে ল্যান্ডলাইন পরিষেবা পুরোপুরি স্বাভাবিক ৷ ডোভালের কথায়, "জম্মু ও কাশ্মীরের 92.5 শতাংশ ভৌগোলিক এলাকা বিধিনিষেধ মুক্ত ৷ " কেন্দ্র পুরোপুরি বিধিনিষেধ তুলতে আগ্রহীও বলে দাবি ডোভালের ৷ কিন্তু, পাকিস্তানের কারণে তা সম্ভবপর হচ্ছে না ৷ তাঁর কথায়, "আমরা সবাই চাই, বিধিনিষেধ পুরোপুরি উঠে যাক ৷ কিন্তু তা নির্ভর করছে পাকিস্তানের আচরণের উপর ৷ যদি পাকিস্তান ঠিকমতো আচরণ করে ও জঙ্গিরা অনুপ্রবেশ করতে না পারে, যদি নিজেদের টাওয়ারের মাধ্যমে জঙ্গি অপারেটিভদের সিগনাল পাঠানো বন্ধ করে পাকিস্তান, তাহলে আমরা বিধিনিষেধ তুলে নিতে পারি ৷ কেউ যদি জম্মু ও কাশ্মীর থেকে বিধিনিষেধ তুলতে আগ্রহী থাকে, তা ভারতই ৷ "

Ajit Doval
স্থানীয় বাসিন্দাদের কথা বলেছিলেন ডোভাল

এই সংক্রান্ত আরও খবর : শ্রীনগর ভুলে মুজ়ফ্ফরাবাদ রক্ষায় নজর দিক পাকিস্তান, ইমরানের সমালোচনায় বিলাওয়াল

ডোভালের দাবি, মোটের উপর শান্তি বজায় রয়েছে জম্মু ও কাশ্মীরে ৷ দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে ৷ ডোভাল বলেন, "আমার মতে, ক্রমশ পরিস্থিতির উন্নতি হচ্ছে ৷ শুধুমাত্র একটি ঘটনা ঘটেছে ৷ 6 অগাস্ট এক যুবক মারা গিয়েছিলেন ৷ তবে, গুলির আঘাতে তাঁর মৃত্যু হয়নি ৷ ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, কোনও শক্ত বস্তু তাঁকে আঘাত করেছিল ৷ সেজন্যই তাঁর মৃত্যু হয়েছে ৷ এতদিনে মাত্র একটি ঘটনার খবর এসেছে ৷ অথচ তিলকে তাল করছে পাকিস্তান ৷ তাতে মদত জোগাচ্ছে সাদা পোশাকের কিছু লোক ৷"

এই সংক্রান্ত আরও খবর : আরও কোণঠাসা পাকিস্তান, 370 ইশুতে এবার ভারতের পাশে বাংলাদেশও !

ডোভালের কথায়, "মিথ্যা অপপ্রচার করছে পাকিস্তান ৷ আর কয়েকজন উর্দিহীন লোক এক-দুটি ঘটনাকে জনসমক্ষে নিয়ে আসছে ৷" কে এই উর্দিহীন লোকজন ? তা অবশ্য খোলসা করে বলেননি ডোভাল ৷ তবে রাজনৈতিক মহলের বক্তব্য, তাঁর ইঙ্গিত কাশ্মীরের রাজনৈতিক নেতাদের দিকেই ৷

এই সংক্রান্ত আরও খবর : জঙ্গি অনুপ্রবেশে মদত না দিয়ে পাকিস্তানের উচিত স্বাভাবিক আচরণ করা : বিদেশমন্ত্রক

হুমকি উপেক্ষা করে দোকান খোলার জন্য গতকাল সোপরে এক ফল ব্যবসায়ীর বাড়িতে হামলা চালায় জঙ্গিরা ৷ তাতে জখম হয় এক শিশু সহ চারজন ৷ তাদের আকাশপথে দিল্লির AIIMS-এ পাঠানোর নির্দেশ দিয়েছেন ডোভাল ৷ পাশাপাশি, তাঁর আশ্বাস, "পাকিস্তানের জঙ্গিদের হাত থেকে কাশ্মীরিদের রক্ষা করতে আমরা বদ্ধপরিকর ৷ সেজন্য যদি বিধিনিষেধ জারি রাখতে হয়, রাখা হবে ৷ কাশ্মীরে অশান্তি ছড়ানোর জন্য পাকিস্তানের কাছে একমাত্র উপায় হল সন্ত্রাস ৷" তিনি জানান, 230 পাকিস্তানি জঙ্গির খোঁজ পাওয়া গেছে ৷ কেউ কেউ অনুপ্রবেশ করেছে ৷ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে ৷

এই সংক্রান্ত আরও খবর : জম্মুতে উঠল 144 ধারা, কাশ্মীরে এখনও কারফিউ

দিল্লি, 7 সেপ্টেম্বর : 370 ধারা প্রত্যাহারের পর আশঙ্কা ছিল জম্মু ও কাশ্মীরে ব্যাপক অশান্তি ছড়াবে । কিন্তু এখনও পর্যন্ত তেমনটা হয়নি । আর তার জেরে হতাশ পাকিস্তানের জঙ্গি হ্যান্ডলাররা ৷ গোয়েন্দাদের হাতে এরকম গোপন বার্তা এসেছে বলে জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ৷

আজ তিনি বলেন, "নিয়ন্ত্রণ রেখা বরাবর 20 কিলোমিটার এলাকায় পাকিস্তানের যোগাযোগ টাওয়ার রয়েছে ৷ তারা বার্তা পাঠানোর চেষ্টা করছে ৷ আড়ি পেতে আমরা শুনতে পেয়েছি, ওরা নিজেদের লোকদের বলছে, কত গাড়ি আপেলের ট্রাক চলাচল করছে, তোমরা বন্ধ করতে পারছ না কেন ? তোমাদের চুড়ি পাঠাব ? "

এই সংক্রান্ত আরও খবর : জম্মু ও কাশ্মীর থেকে প্রত্যাহার 370 ধারা

আজ দিল্লিতে সাংবাদিকদের একটি নির্বাচিত দলের সঙ্গে কথা বলেন ডোভাল ৷ সেখানে তিনি দাবি করেন, সংবিধানের 370 ধারা মোটেও কোনও বিশেষ মর্যাদা নয়, উলটে এটা একটা বিশেষ বৈষম্য ছিল ৷ সেই ধারা প্রত্যাহারের মাধ্যমে ভারতের অন্য অংশের মানুষের সঙ্গে কাশ্মীরিদের একই জায়গায় এনেছে সরকার ৷ শুধু তাই নয়, 370 ধারা প্রত্যাহারের পর জম্মু ও কাশ্মীরে অশান্তি ছড়াতে পারছে না পাকিস্তান ৷ ডোভালের দাবি, "আমরা নিশ্চিত যে, বেশিরভাগ কাশ্মীরি 370 ধারা প্রত্যাহারকে সমর্থন করেন ৷ "

এই সংক্রান্ত আরও খবর : আন্তর্জাতিক সমর্থন ছাড়াই কাশ্মীর ইশুতে যে কোনও পর্যায়ে যেতে পারি: ইমরান

5 অগাস্ট জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের 370 ধারা প্রত্যাহার করা হয়েছে ৷ এরপর রাজ্যের বিভিন্ন অংশে বিধিনিষেধ জারি হয়েছে ৷ একমাস কেটে গেলেও রাজ্যের সর্বত্র শিথিল হয়নি বিধিনিষেধ ৷ কাশ্মীরের সর্বত্র এখনও মোবাইল ও ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক হয়নি ৷ জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দাবি, 199টি জেলার মধ্যে মাত্র 10টিতে এখনও বিধিনিষেধ রয়েছে ৷ তবে, রাজ্যে ল্যান্ডলাইন পরিষেবা পুরোপুরি স্বাভাবিক ৷ ডোভালের কথায়, "জম্মু ও কাশ্মীরের 92.5 শতাংশ ভৌগোলিক এলাকা বিধিনিষেধ মুক্ত ৷ " কেন্দ্র পুরোপুরি বিধিনিষেধ তুলতে আগ্রহীও বলে দাবি ডোভালের ৷ কিন্তু, পাকিস্তানের কারণে তা সম্ভবপর হচ্ছে না ৷ তাঁর কথায়, "আমরা সবাই চাই, বিধিনিষেধ পুরোপুরি উঠে যাক ৷ কিন্তু তা নির্ভর করছে পাকিস্তানের আচরণের উপর ৷ যদি পাকিস্তান ঠিকমতো আচরণ করে ও জঙ্গিরা অনুপ্রবেশ করতে না পারে, যদি নিজেদের টাওয়ারের মাধ্যমে জঙ্গি অপারেটিভদের সিগনাল পাঠানো বন্ধ করে পাকিস্তান, তাহলে আমরা বিধিনিষেধ তুলে নিতে পারি ৷ কেউ যদি জম্মু ও কাশ্মীর থেকে বিধিনিষেধ তুলতে আগ্রহী থাকে, তা ভারতই ৷ "

Ajit Doval
স্থানীয় বাসিন্দাদের কথা বলেছিলেন ডোভাল

এই সংক্রান্ত আরও খবর : শ্রীনগর ভুলে মুজ়ফ্ফরাবাদ রক্ষায় নজর দিক পাকিস্তান, ইমরানের সমালোচনায় বিলাওয়াল

ডোভালের দাবি, মোটের উপর শান্তি বজায় রয়েছে জম্মু ও কাশ্মীরে ৷ দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে ৷ ডোভাল বলেন, "আমার মতে, ক্রমশ পরিস্থিতির উন্নতি হচ্ছে ৷ শুধুমাত্র একটি ঘটনা ঘটেছে ৷ 6 অগাস্ট এক যুবক মারা গিয়েছিলেন ৷ তবে, গুলির আঘাতে তাঁর মৃত্যু হয়নি ৷ ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, কোনও শক্ত বস্তু তাঁকে আঘাত করেছিল ৷ সেজন্যই তাঁর মৃত্যু হয়েছে ৷ এতদিনে মাত্র একটি ঘটনার খবর এসেছে ৷ অথচ তিলকে তাল করছে পাকিস্তান ৷ তাতে মদত জোগাচ্ছে সাদা পোশাকের কিছু লোক ৷"

এই সংক্রান্ত আরও খবর : আরও কোণঠাসা পাকিস্তান, 370 ইশুতে এবার ভারতের পাশে বাংলাদেশও !

ডোভালের কথায়, "মিথ্যা অপপ্রচার করছে পাকিস্তান ৷ আর কয়েকজন উর্দিহীন লোক এক-দুটি ঘটনাকে জনসমক্ষে নিয়ে আসছে ৷" কে এই উর্দিহীন লোকজন ? তা অবশ্য খোলসা করে বলেননি ডোভাল ৷ তবে রাজনৈতিক মহলের বক্তব্য, তাঁর ইঙ্গিত কাশ্মীরের রাজনৈতিক নেতাদের দিকেই ৷

এই সংক্রান্ত আরও খবর : জঙ্গি অনুপ্রবেশে মদত না দিয়ে পাকিস্তানের উচিত স্বাভাবিক আচরণ করা : বিদেশমন্ত্রক

হুমকি উপেক্ষা করে দোকান খোলার জন্য গতকাল সোপরে এক ফল ব্যবসায়ীর বাড়িতে হামলা চালায় জঙ্গিরা ৷ তাতে জখম হয় এক শিশু সহ চারজন ৷ তাদের আকাশপথে দিল্লির AIIMS-এ পাঠানোর নির্দেশ দিয়েছেন ডোভাল ৷ পাশাপাশি, তাঁর আশ্বাস, "পাকিস্তানের জঙ্গিদের হাত থেকে কাশ্মীরিদের রক্ষা করতে আমরা বদ্ধপরিকর ৷ সেজন্য যদি বিধিনিষেধ জারি রাখতে হয়, রাখা হবে ৷ কাশ্মীরে অশান্তি ছড়ানোর জন্য পাকিস্তানের কাছে একমাত্র উপায় হল সন্ত্রাস ৷" তিনি জানান, 230 পাকিস্তানি জঙ্গির খোঁজ পাওয়া গেছে ৷ কেউ কেউ অনুপ্রবেশ করেছে ৷ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে ৷

এই সংক্রান্ত আরও খবর : জম্মুতে উঠল 144 ধারা, কাশ্মীরে এখনও কারফিউ

Poonch (J-K), Sep 07 (ANI): More than thirty thousand people of Jammu and Kashmir's Poonch district will get their pensions soon. Social Welfare Department started filling forms of beneficiaries including old age, handicapped and widows.

Last Updated : Sep 7, 2019, 9:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.