ETV Bharat / bharat

উন্নাও ধর্ষণের দিন কোথায় ছিলেন কুলদীপ? ফোনের লোকেশন খতিয়ে দেখছেন তদন্তকারীরা

উন্নাও ধর্ষণের ঘটনায় এবার অভিযুক্ত কুলদীপ সিং সেনগারের ফোনের লোকেশন হিস্ট্রি চেয়ে বহুজাতিক সংস্থা অ্যাপেলের কাছে আবেদন জানাল আদালত । 9 অক্টোবরের মধ্যে এই তথ্য দেওয়ার জন্য সংস্থাটির কাছে আবেদন করা হয়েছে ।

author img

By

Published : Sep 29, 2019, 1:42 PM IST

ফাইল ফোটো

দিল্লি, 29 সেপ্টেম্বর : উন্নাও ধর্ষণের ঘটনায় এবার অভিযুক্ত কুলদীপ সিং সেনগারের ফোনের লোকেশন হিস্ট্রি চেয়ে বহুজাতিক সংস্থা অ্যাপেলের কাছে আবেদন জানাল আদালত । ধর্ষণের দিন তিনি ঠিক কোথায় ছিলেন, সেই তথ্যই এবার খতিয়ে দেখতে চায় তদন্তকারীরা অফিসাররা । 9 অক্টোবরের মধ্যে এই তথ্য দেওয়ার জন্য সংস্থাটির কাছে আবেদন করা হয়েছে ।

জেলা বিচারক ধর্মেশ শর্মা আই-ফোন প্রস্তুতকারী সংস্থাটিকে 9 অক্টোবর পর্যন্ত সময় দিয়ে চিঠি পাঠিয়েছেন । যার পরিপ্রেক্ষিতে অ্যাপেল ইন্ডিয়ার পরামর্শদাতা জানিয়েছেন, তথ্যগুলি আদৌ পাওয়া যায় কি না দেখতে হবে । যদি পাওয়া যায় তাহলে কোথা থেকে এবং কীভাবে পাওয়া যায় তা দেখতে হবে । তিনি আরও জানান, যদি পাওয়া যায় তাহলে কীভাবে এবং কী ফরম্যাটে সংস্থাটি সেটা আদালতে জমা দেবে সেটা নিয়েও সিদ্ধান্ত নিতে হবে ।

যদিও চিঠিতে আদালত জানিয়েছে, লোকেশন হিস্ট্রির ডেটাগুলি সংস্থার সিস্টেম অ্যানালিস্ট বা অনুমোদিত কোনও ব্যক্তি দ্বারা এফিডেভিড করানো একটি সার্টিফিকেট-সহ আদালতে পেশ করতে হবে ।

2018 সালে সামনে আসে উন্নাও গণধর্ষণের ঘটনা । জানা যায়, চাকরির আশায় 2017-র জুন মাসে নির্যাতিতা কিশোরী বাঙ্গেরমউয়ের BJP বিধায়ক কুলদীপ সেঙ্গারের বাড়ি যায় । সেখানে তাকে ধর্ষণ করা হয় । বিষয়টি নিয়ে বারবার থানায় জানানো হলেও লাভ হয়নি । উলটে কিশোরীর বাবাকেই থানায় তুলে নিয়ে যায় পুলিশ । এরপর 2018 সালে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাসভবনের সামনে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে অভিযোগকারিণী ও তার মা । তখনকার মতো পরিস্থিতি সামাল দেয় পুলিশ । এর কিছুদিন পরই রহস্যজনকভাবে লক-আপের মধ্যে মৃত্যু হয় কিশোরীর বাবার । অভিযোগ ওঠে, কুলদীপের ভাই অতুল সেঙ্গার তাঁকে পিটিয়ে খুন করেছেন ।

এরপর অনেকদূর জল গড়ায় । 28 জুলাই পথ দুর্ঘটনায় গুরুতর হয় আহত উন্নাও গণধর্ষণের অভিযোগকারিণী । মারা যান তাঁর দুই আত্মীয়া । তাঁরা এই ঘটনার অন্যতম সাক্ষী ছিলেন । ধর্ষণের ঘটনার পর অনেক টানাপোড়েন শেষে দুর্ঘটনার মামলাটিরও তদন্তভার নেয় CBI । উন্নাও নির্যাতিতার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় দিল্লির AIIMS-এই তাঁর বয়ান রেকর্ড করেন বিচারক ৷

দিল্লি, 29 সেপ্টেম্বর : উন্নাও ধর্ষণের ঘটনায় এবার অভিযুক্ত কুলদীপ সিং সেনগারের ফোনের লোকেশন হিস্ট্রি চেয়ে বহুজাতিক সংস্থা অ্যাপেলের কাছে আবেদন জানাল আদালত । ধর্ষণের দিন তিনি ঠিক কোথায় ছিলেন, সেই তথ্যই এবার খতিয়ে দেখতে চায় তদন্তকারীরা অফিসাররা । 9 অক্টোবরের মধ্যে এই তথ্য দেওয়ার জন্য সংস্থাটির কাছে আবেদন করা হয়েছে ।

জেলা বিচারক ধর্মেশ শর্মা আই-ফোন প্রস্তুতকারী সংস্থাটিকে 9 অক্টোবর পর্যন্ত সময় দিয়ে চিঠি পাঠিয়েছেন । যার পরিপ্রেক্ষিতে অ্যাপেল ইন্ডিয়ার পরামর্শদাতা জানিয়েছেন, তথ্যগুলি আদৌ পাওয়া যায় কি না দেখতে হবে । যদি পাওয়া যায় তাহলে কোথা থেকে এবং কীভাবে পাওয়া যায় তা দেখতে হবে । তিনি আরও জানান, যদি পাওয়া যায় তাহলে কীভাবে এবং কী ফরম্যাটে সংস্থাটি সেটা আদালতে জমা দেবে সেটা নিয়েও সিদ্ধান্ত নিতে হবে ।

যদিও চিঠিতে আদালত জানিয়েছে, লোকেশন হিস্ট্রির ডেটাগুলি সংস্থার সিস্টেম অ্যানালিস্ট বা অনুমোদিত কোনও ব্যক্তি দ্বারা এফিডেভিড করানো একটি সার্টিফিকেট-সহ আদালতে পেশ করতে হবে ।

2018 সালে সামনে আসে উন্নাও গণধর্ষণের ঘটনা । জানা যায়, চাকরির আশায় 2017-র জুন মাসে নির্যাতিতা কিশোরী বাঙ্গেরমউয়ের BJP বিধায়ক কুলদীপ সেঙ্গারের বাড়ি যায় । সেখানে তাকে ধর্ষণ করা হয় । বিষয়টি নিয়ে বারবার থানায় জানানো হলেও লাভ হয়নি । উলটে কিশোরীর বাবাকেই থানায় তুলে নিয়ে যায় পুলিশ । এরপর 2018 সালে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাসভবনের সামনে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে অভিযোগকারিণী ও তার মা । তখনকার মতো পরিস্থিতি সামাল দেয় পুলিশ । এর কিছুদিন পরই রহস্যজনকভাবে লক-আপের মধ্যে মৃত্যু হয় কিশোরীর বাবার । অভিযোগ ওঠে, কুলদীপের ভাই অতুল সেঙ্গার তাঁকে পিটিয়ে খুন করেছেন ।

এরপর অনেকদূর জল গড়ায় । 28 জুলাই পথ দুর্ঘটনায় গুরুতর হয় আহত উন্নাও গণধর্ষণের অভিযোগকারিণী । মারা যান তাঁর দুই আত্মীয়া । তাঁরা এই ঘটনার অন্যতম সাক্ষী ছিলেন । ধর্ষণের ঘটনার পর অনেক টানাপোড়েন শেষে দুর্ঘটনার মামলাটিরও তদন্তভার নেয় CBI । উন্নাও নির্যাতিতার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় দিল্লির AIIMS-এই তাঁর বয়ান রেকর্ড করেন বিচারক ৷

New Delhi, Sep 28 (ANI): Union Finance Minister N Sitharaman held a meeting with heads of central public sector enterprises in New Delhi on September 28. The meeting was also attended by Finance Secretary, Secretary Department of Economic Affairs (DEA), Secretary Micro Small and Medium Enterprises (MSME) and Heads of Oil India, National Highways Authority of India (NHAI), Hindustan Aeronautics Limited (HAL), Coal India Limits (CIL), Indian Oil and other Public Sector Undertakings (PSUs).
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.