ETV Bharat / bharat

কৃষি বিল পুনর্বিবেচনার দাবিতে রাষ্ট্রপতির দ্বারস্থ বিরোধীরা - Agriculture Reform Bills

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের আগে বিরোধী দলের সব নেতারা সংসদে বর্ষীয়ান কংগ্রেস নেতা গুলাম নবি আজাদের সাথে বৈঠক করেন । আজাদ বলেন, " আজ 18 টি রাজনৈতিক দলের নেতারা আমার সাথে বৈঠক করেছেন এবং সর্বসম্মতিক্রমে কৃষি বিলের সংশোধনী পুনর্বিবেচনার আবেদন জানাতে রাষ্ট্রপতির সাথে দেখা করার সিদ্ধান্ত নেন । এই বিল কৃষকবিরোধী ।"

DO IT
DO IT
author img

By

Published : Sep 23, 2020, 11:39 PM IST

নয়াদিল্লি, 23 সেপ্টেম্বর : তিনটি কৃষি বিলকে প্রয়োজনীয় সংশোধনী পুনর্বিবেচনার জন্য সংসদে ফেরত পাঠাতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে আবেদন করল বিরোধীরা । রাজ্যসভার বিরোধী দলনেতা গুলাম নবি আজ়াদ বলেছেন, "আমরা প্রয়োজনীয় সংশোধনীর জন্য সংসদে জোর করে পাশ করানো কৃষি বিলগুলোকে ফেরত পাঠানোর জন্য মাননীয় রাষ্ট্রপতির কাছে আবেদন করেছি।" প্রায় 18টি বিরোধী দল তাদের দাবির সমর্থনে রাষ্ট্রপতির কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছে।

রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের আগে বিরোধী দলের নেতারা সংসদে বর্ষীয়ান কংগ্রেস নেতা গুলাম নবি আজ়াদের সঙ্গে বৈঠক করেন । আজ়াদ বলেন, " আজ 18 টি রাজনৈতিক দলের নেতারা আমার সাথে বৈঠক করেছেন এবং সর্বসম্মতিক্রমে কৃষি বিলের সংশোধনী পুনর্বিবেচনার আবেদন জানাতে রাষ্ট্রপতির সাথে দেখা করার সিদ্ধান্ত নেন । এই বিল কৃষকবিরোধী ।"

তিনি আরও বলেন, " বিল আনার আগে সরকারের উচিত ছিল সব রাজনৈতিক দল ও কৃষিক্ষেত্রের প্রতিনিধিদের সহ সবার মতামত নেওয়া । বিরোধীরা বিলটি স্ট্যান্ডিং কমিটির কাছে পাঠানোর দাবি জানিয়েছিল । দুর্ভাগ্যক্রমে এই বিলটি স্ট্যান্ডিং কমিটি বা সিলেক্ট কমিটিতে পাঠানো হয়নি । এমনকী সরকার এই বিলটিকে সিলেক্ট কমিটিতে পাঠানোরও অনুমতি দেয়নি । "

গুলাম নবি আজ়াদের সঙ্গে আহমেদ প্যাটেল, কে ক্যাসগবা রাও, জয় রাম রাজেশ প্রমুখ নেতার রাষ্ট্রপতি ভবনে যান । আজ়াদ বলেন, "বিলটি যেভাবে পাশ করানো হয়েছে তার সমালোচনা করে আমরা স্মারকলিপি জমা দিয়েছি ।"

নয়াদিল্লি, 23 সেপ্টেম্বর : তিনটি কৃষি বিলকে প্রয়োজনীয় সংশোধনী পুনর্বিবেচনার জন্য সংসদে ফেরত পাঠাতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে আবেদন করল বিরোধীরা । রাজ্যসভার বিরোধী দলনেতা গুলাম নবি আজ়াদ বলেছেন, "আমরা প্রয়োজনীয় সংশোধনীর জন্য সংসদে জোর করে পাশ করানো কৃষি বিলগুলোকে ফেরত পাঠানোর জন্য মাননীয় রাষ্ট্রপতির কাছে আবেদন করেছি।" প্রায় 18টি বিরোধী দল তাদের দাবির সমর্থনে রাষ্ট্রপতির কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছে।

রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের আগে বিরোধী দলের নেতারা সংসদে বর্ষীয়ান কংগ্রেস নেতা গুলাম নবি আজ়াদের সঙ্গে বৈঠক করেন । আজ়াদ বলেন, " আজ 18 টি রাজনৈতিক দলের নেতারা আমার সাথে বৈঠক করেছেন এবং সর্বসম্মতিক্রমে কৃষি বিলের সংশোধনী পুনর্বিবেচনার আবেদন জানাতে রাষ্ট্রপতির সাথে দেখা করার সিদ্ধান্ত নেন । এই বিল কৃষকবিরোধী ।"

তিনি আরও বলেন, " বিল আনার আগে সরকারের উচিত ছিল সব রাজনৈতিক দল ও কৃষিক্ষেত্রের প্রতিনিধিদের সহ সবার মতামত নেওয়া । বিরোধীরা বিলটি স্ট্যান্ডিং কমিটির কাছে পাঠানোর দাবি জানিয়েছিল । দুর্ভাগ্যক্রমে এই বিলটি স্ট্যান্ডিং কমিটি বা সিলেক্ট কমিটিতে পাঠানো হয়নি । এমনকী সরকার এই বিলটিকে সিলেক্ট কমিটিতে পাঠানোরও অনুমতি দেয়নি । "

গুলাম নবি আজ়াদের সঙ্গে আহমেদ প্যাটেল, কে ক্যাসগবা রাও, জয় রাম রাজেশ প্রমুখ নেতার রাষ্ট্রপতি ভবনে যান । আজ়াদ বলেন, "বিলটি যেভাবে পাশ করানো হয়েছে তার সমালোচনা করে আমরা স্মারকলিপি জমা দিয়েছি ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.