মুম্বই, 16 মে : মধ্যবয়স্কদের মধ্যে কোরোনা সংক্রমণের প্রবণতা বেশি । তাই মধ্যবয়স্ক পুলিশ আধিকারিকদের ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল মুম্বই পুলিশ । 57 বছর বয়স হওয়ায় তাঁকেও ছুটিতে পাঠানো হয়েছিল । গতকাল মুম্বই পুলিশের ওই আধিকারিকের কোরোনায় মৃত্যু হয় ।
ওই পুলিশ আধিকারিক মোটর পরিবহন দপ্তরে কর্মরত ছিলেন । শেষ 15 দিন ধরে ছুটিতে ছিলেন । কোরোনায় আক্রান্ত হয়ে গতকাল তাঁর মৃত্যু হয় । এই নিয়ে মহারাষ্ট্রে 10 জন পুলিশ আধিকারিকের মৃত্যু হল । যার মধ্যে মুম্বইয়ের সাতজন । নাসিক, পুনে ও সোলাপুরের একজন করে পুলিশ আধিকারিকের কোরোনায় মৃত্যু হয়েছে ।
বৃহস্পতিবার সন্ধে থেকে এখনও পর্যন্ত মহারাষ্ট্রের 150 জন পুলিশ আধিকারিক কোরোনায় আক্রান্ত হয়েছেন । ফলে, মহারাষ্ট্র পুলিশে সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1 হাজার 153 । যার মধ্যে 127 জন অফিসার ও 1 হাজার 26 জন কন্সটেবল রয়েছেন । 174 জন পুলিশ আধিকারিক এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ।