ETV Bharat / bharat

দু'মাসে 9 বার, আজ ফের ভূমিকম্প দিল্লিতে - দিল্লি

আজ ফের মৃদু ভূমিকম্প অনুভূত হল দিল্লিতে ৷ এনিয়ে দুই মাসের মধ্যে নয়বার কেঁপে উঠল দিল্লি ৷

earthquake hit delhi
earthquake hit delhi
author img

By

Published : Jun 8, 2020, 3:41 PM IST

দিল্লি, 8জুন : আজ ফের ভূমিকম্প দিল্লিতে ৷ হরিয়ানার গুরুগ্রাম এই ভূমিকম্পের উৎসস্থল ৷ এনিয়ে দুই মাসে নয় বার ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি ৷

ন্যাশনাল সেন্টার অফ সিসমোলজির তরফে জানানো হয়েছে, "আজ বেলা 1টার সময় গুরুগ্রাম, হরিয়ানার প্রায় 13 কিলোমিটার পশ্চিম-উত্তর-পশ্চিম পর্যন্ত ভূমিকম্প অনুভূত হয় ৷ রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল 2.1 ৷" দিল্লির পাশাপাশি নয়ডাতে কম্পন অনুভূত হয় ৷

উল্লেখ্য, গতকালও দিল্লিতে ভূমিকম্প অনুভূত হয় ৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 3.2 ৷ দিল্লির পাশাপাশি ফরিদাবাদ ও গুরুগ্রামে কম্পন অনুভূত হয় ৷ এর আগে যথাক্রমে 3 ও 7 জুন, 29 মে, 15 মে, 10 মে এবং 12 ও 13 এপ্রিল ভূমিকম্প অনুভূত হয় ৷

দিল্লি, 8জুন : আজ ফের ভূমিকম্প দিল্লিতে ৷ হরিয়ানার গুরুগ্রাম এই ভূমিকম্পের উৎসস্থল ৷ এনিয়ে দুই মাসে নয় বার ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি ৷

ন্যাশনাল সেন্টার অফ সিসমোলজির তরফে জানানো হয়েছে, "আজ বেলা 1টার সময় গুরুগ্রাম, হরিয়ানার প্রায় 13 কিলোমিটার পশ্চিম-উত্তর-পশ্চিম পর্যন্ত ভূমিকম্প অনুভূত হয় ৷ রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল 2.1 ৷" দিল্লির পাশাপাশি নয়ডাতে কম্পন অনুভূত হয় ৷

উল্লেখ্য, গতকালও দিল্লিতে ভূমিকম্প অনুভূত হয় ৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 3.2 ৷ দিল্লির পাশাপাশি ফরিদাবাদ ও গুরুগ্রামে কম্পন অনুভূত হয় ৷ এর আগে যথাক্রমে 3 ও 7 জুন, 29 মে, 15 মে, 10 মে এবং 12 ও 13 এপ্রিল ভূমিকম্প অনুভূত হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.