অমরাবতী, 24 অগাস্ট : অন্ধ্রপ্রদেশ বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ কোডেলা শিবা প্রসাদ রাওয়ের ছেলে কোডেলা শিবারাম ল্যাপটপ চুরি করেছেন ৷ এই মর্মে সত্যেনপল্লি থানায় অভিযোগ দায়ের করল অন্ধ্রপ্রদেশ স্কিল ডেভেলপমেন্ট করপোরেশন ৷ অভিযোগপত্রে তারা জানিয়েছে, সত্যেনপল্লি রুরাল স্কিল ডেভেলপমেন্ট সেন্টার থেকে 30টি ল্যাপটপ ও একটি প্রিন্টার চুরি করেছেন কোডেলা শিবারাম ৷
সত্যেনপল্লি রুরাল স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের তরফে কোডেলা শিবারামের বিরুদ্ধে গতকাল অভিযোগটি দায়ের করেছেন বাজিবাবু নামে এক আধিকারিক ৷ প্রসঙ্গত, গতকালই আবার স্পিকারের ঘর থেকে আসবাব চুরির অভিযোগও উঠেছে কোডেলা শিবারামের বিরুদ্ধে ৷
এপ্রসঙ্গে বাজিবাবু বলেন, "সত্যেনপল্লি রুরাল স্কিল ডেভেলপমেন্টের ম্যানেজিং ডিরেক্টরকে ল্যাপটপ চুরির বিষয়টি জানানো হয়েছে ৷ স্থানীয় বিধায়ক তদন্তের নির্দেশ দিয়েছেন ৷" তিনি আরও জানান, নাগার্জুনা সাগর প্রোজেক্টের জন্য ল্যাপটপগুলি কেন্দ্রীয় সরকারের তরফে দেওয়া হয়েছিল ৷ তবে সেগুলি পরে SVR কলেজে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু, সেখান থেকে আর ল্যাপটপের খোঁজ পাওয়া যায়নি ৷
জানা যাচ্ছে, ঘটনার পনেরো থেকে কুড়ি দিন পর ল্যাপটপগুলি ফিরিয়ে দিতে বলা হয় কলেজ কর্তৃপক্ষকে ৷ কোডেলা শিবা প্রসাদ রাও অর্থাৎ তৎকালীন স্পিকার এই ল্যাপটপ ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন বলে কলেজকে জানান কোডেলা শিবারাম ৷ কলেজ কর্তৃপক্ষ ল্যাপটপ ফিরিয়ে দেয় ৷ নাগার্জুনা সাগর প্রোজেক্টে ল্যাপটপগুলি ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা ছিল ৷ কিন্তু, সেগুলি সেখানে দেওয়া হয়নি বলে অভিযোগ ৷ বাজিবাবুর অভিযোগ, নিজের গুনটুরের টু হুইলার শোরুমে ওই ল্যাপটপগুলি নিয়ে গেছেন কোডেলা শিবারাম ৷
স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের এক আধিকারিক জানান, "আমরা এখনও জানি না ল্যাপটপগুলি কোথায় আছে ৷ হতে পারে কোনও সরকারি অফিসে সেগুলি রাখা হয়েছে ৷ এমনও হতে পারে কোডেলা পরিবার ল্যাপটপের তথ্য লুকোনোর চেষ্টা করছে ৷"
সত্যেনপল্লি থানার পুলিশ জানিয়েছে, ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে ৷ তদন্ত শুরু হয়েছে ৷