ETV Bharat / bharat

30টি ল্যাপটপ চুরি করলেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন স্পিকারের ছেলে ! - Nagarjuna Sagar Project

সত্যেনপল্লি রুরাল স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের তরফে প্রাক্তন স্পিকারের ছেলে কোডেলা শিবারামের বিরুদ্ধে গতকাল অভিযোগটি দায়ের করেছেন বাজিবাবু নামে এক আধিকারিক ৷ প্রসঙ্গত, গতকালই আবার স্পিকারের ঘর থেকে আসবাব চুরির অভিযোগও উঠেছে কোডেলা শিবারামের বিরুদ্ধে ৷

ছবিটি প্রতীকী
author img

By

Published : Aug 24, 2019, 12:27 PM IST

অমরাবতী, 24 অগাস্ট : অন্ধ্রপ্রদেশ বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ কোডেলা শিবা প্রসাদ রাওয়ের ছেলে কোডেলা শিবারাম ল্যাপটপ চুরি করেছেন ৷ এই মর্মে সত্যেনপল্লি থানায় অভিযোগ দায়ের করল অন্ধ্রপ্রদেশ স্কিল ডেভেলপমেন্ট করপোরেশন ৷ অভিযোগপত্রে তারা জানিয়েছে, সত্যেনপল্লি রুরাল স্কিল ডেভেলপমেন্ট সেন্টার থেকে 30টি ল্যাপটপ ও একটি প্রিন্টার চুরি করেছেন কোডেলা শিবারাম ৷

সত্যেনপল্লি রুরাল স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের তরফে কোডেলা শিবারামের বিরুদ্ধে গতকাল অভিযোগটি দায়ের করেছেন বাজিবাবু নামে এক আধিকারিক ৷ প্রসঙ্গত, গতকালই আবার স্পিকারের ঘর থেকে আসবাব চুরির অভিযোগও উঠেছে কোডেলা শিবারামের বিরুদ্ধে ৷

এপ্রসঙ্গে বাজিবাবু বলেন, "সত্যেনপল্লি রুরাল স্কিল ডেভেলপমেন্টের ম্যানেজিং ডিরেক্টরকে ল্যাপটপ চুরির বিষয়টি জানানো হয়েছে ৷ স্থানীয় বিধায়ক তদন্তের নির্দেশ দিয়েছেন ৷" তিনি আরও জানান, নাগার্জুনা সাগর প্রোজেক্টের জন্য ল্যাপটপগুলি কেন্দ্রীয় সরকারের তরফে দেওয়া হয়েছিল ৷ তবে সেগুলি পরে SVR কলেজে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু, সেখান থেকে আর ল্যাপটপের খোঁজ পাওয়া যায়নি ৷

জানা যাচ্ছে, ঘটনার পনেরো থেকে কুড়ি দিন পর ল্যাপটপগুলি ফিরিয়ে দিতে বলা হয় কলেজ কর্তৃপক্ষকে ৷ কোডেলা শিবা প্রসাদ রাও অর্থাৎ তৎকালীন স্পিকার এই ল্যাপটপ ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন বলে কলেজকে জানান কোডেলা শিবারাম ৷ কলেজ কর্তৃপক্ষ ল্যাপটপ ফিরিয়ে দেয় ৷ নাগার্জুনা সাগর প্রোজেক্টে ল্যাপটপগুলি ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা ছিল ৷ কিন্তু, সেগুলি সেখানে দেওয়া হয়নি বলে অভিযোগ ৷ বাজিবাবুর অভিযোগ, নিজের গুনটুরের টু হুইলার শোরুমে ওই ল্যাপটপগুলি নিয়ে গেছেন কোডেলা শিবারাম ৷

স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের এক আধিকারিক জানান, "আমরা এখনও জানি না ল্যাপটপগুলি কোথায় আছে ৷ হতে পারে কোনও সরকারি অফিসে সেগুলি রাখা হয়েছে ৷ এমনও হতে পারে কোডেলা পরিবার ল্যাপটপের তথ্য লুকোনোর চেষ্টা করছে ৷"

সত্যেনপল্লি থানার পুলিশ জানিয়েছে, ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে ৷ তদন্ত শুরু হয়েছে ৷

অমরাবতী, 24 অগাস্ট : অন্ধ্রপ্রদেশ বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ কোডেলা শিবা প্রসাদ রাওয়ের ছেলে কোডেলা শিবারাম ল্যাপটপ চুরি করেছেন ৷ এই মর্মে সত্যেনপল্লি থানায় অভিযোগ দায়ের করল অন্ধ্রপ্রদেশ স্কিল ডেভেলপমেন্ট করপোরেশন ৷ অভিযোগপত্রে তারা জানিয়েছে, সত্যেনপল্লি রুরাল স্কিল ডেভেলপমেন্ট সেন্টার থেকে 30টি ল্যাপটপ ও একটি প্রিন্টার চুরি করেছেন কোডেলা শিবারাম ৷

সত্যেনপল্লি রুরাল স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের তরফে কোডেলা শিবারামের বিরুদ্ধে গতকাল অভিযোগটি দায়ের করেছেন বাজিবাবু নামে এক আধিকারিক ৷ প্রসঙ্গত, গতকালই আবার স্পিকারের ঘর থেকে আসবাব চুরির অভিযোগও উঠেছে কোডেলা শিবারামের বিরুদ্ধে ৷

এপ্রসঙ্গে বাজিবাবু বলেন, "সত্যেনপল্লি রুরাল স্কিল ডেভেলপমেন্টের ম্যানেজিং ডিরেক্টরকে ল্যাপটপ চুরির বিষয়টি জানানো হয়েছে ৷ স্থানীয় বিধায়ক তদন্তের নির্দেশ দিয়েছেন ৷" তিনি আরও জানান, নাগার্জুনা সাগর প্রোজেক্টের জন্য ল্যাপটপগুলি কেন্দ্রীয় সরকারের তরফে দেওয়া হয়েছিল ৷ তবে সেগুলি পরে SVR কলেজে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু, সেখান থেকে আর ল্যাপটপের খোঁজ পাওয়া যায়নি ৷

জানা যাচ্ছে, ঘটনার পনেরো থেকে কুড়ি দিন পর ল্যাপটপগুলি ফিরিয়ে দিতে বলা হয় কলেজ কর্তৃপক্ষকে ৷ কোডেলা শিবা প্রসাদ রাও অর্থাৎ তৎকালীন স্পিকার এই ল্যাপটপ ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন বলে কলেজকে জানান কোডেলা শিবারাম ৷ কলেজ কর্তৃপক্ষ ল্যাপটপ ফিরিয়ে দেয় ৷ নাগার্জুনা সাগর প্রোজেক্টে ল্যাপটপগুলি ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা ছিল ৷ কিন্তু, সেগুলি সেখানে দেওয়া হয়নি বলে অভিযোগ ৷ বাজিবাবুর অভিযোগ, নিজের গুনটুরের টু হুইলার শোরুমে ওই ল্যাপটপগুলি নিয়ে গেছেন কোডেলা শিবারাম ৷

স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের এক আধিকারিক জানান, "আমরা এখনও জানি না ল্যাপটপগুলি কোথায় আছে ৷ হতে পারে কোনও সরকারি অফিসে সেগুলি রাখা হয়েছে ৷ এমনও হতে পারে কোডেলা পরিবার ল্যাপটপের তথ্য লুকোনোর চেষ্টা করছে ৷"

সত্যেনপল্লি থানার পুলিশ জানিয়েছে, ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে ৷ তদন্ত শুরু হয়েছে ৷

Thimphu (Bhutan), Aug 18 (ANI): While addressing the students of Royal University of Bhutan in Thimphu on August 18, Prime Minister Narendra Modi said, "Much of what I wrote in my book 'Exam Warriors' is influenced by teachings of Lord Buddha, especially the importance of positivity, overcoming fear and living in oneness, be it with the present moment or with mother nature.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.