ETV Bharat / bharat

বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের কারণে প্রতিকূলতার সম্মুখীন হবে শিশুরা - an entire generation of children will suffer adversities

বিজ্ঞান সংক্রান্ত সাপ্তাহিক জার্নাল দা লানসেট-এ পরিবেশ দূষণ এবং জলবায়ু পরিবর্তনের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়েছে । বিশ্ব ব্যাঙ্ক এবং বিশ্ব স্বাস্থ্যসংস্থা 35 টি সংস্থার 120 জন বিশেষজ্ঞের মতামতের প্রেক্ষিতে 41টি বিষয়ের কথা উল্লেখ করেছে । এই রিপোর্ট প্রকাশিত হয়েছে বিজ্ঞানসংক্রান্ত সাপ্তাহিক জার্নাল দা লানসেট-এ । আগামী প্রজন্ম অসাবধানতাবশত বিশ্বব্যাপী উষ্ণতা বৃদ্ধির ফল ভুগবে ৷  যদি না প্যারিস চুক্তি অনুসারে কম করে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমানোর জন্য এখনই আমরা প্রয়োজনীয় পদক্ষেপ না করি । এর ফল ভুগতে হবে ছোটোদের ।

global warming
author img

By

Published : Nov 21, 2019, 6:17 PM IST

শিশুরা কোনও ভুল করলে বড়রাই তাদের সঠিক পথে নিয়ে আসেন । তারা ভুল করে অসহনীয় তাপমাত্রার মুখোমুখি হতে পারে, যা তাদের স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করবে । বর্তমান গবেষণায় প্রমাণিত, শিশুদের বর্তমান প্রজন্ম বিশেষ করে ভারতের শিশুরা অত্যন্ত প্রতিকূলতার মধ্যে পড়তে পারে ৷ এর অন্যতম কারণ বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন । উল্লেখ্য, জীবাশ্ম জ্বালানির ব্যবহার, বিশ্বব্যাপী বাড়তে থাকা উত্তাপ নিয়ন্ত্রণ করতে না পারলে খাদ্য ঘটতি, মহামারি, বন্যার মতো পরিস্থিতি আরও বাড়তে থাকবে ।

বিজ্ঞান সংক্রান্ত সাপ্তাহিক জার্নাল দা লানসেট-এ পরিবেশ দূষণ এবং জলবায়ু পরিবর্তনের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়েছে । বিশ্ব ব্যাঙ্ক এবং বিশ্ব স্বাস্থ্যসংস্থা 35 টি সংস্থার 120 জন বিশেষজ্ঞের মতামতের প্রেক্ষিতে 41টি বিষয়ের কথা উল্লেখ করেছে । এই রিপোর্ট প্রকাশিত হয়েছে বিজ্ঞানসংক্রান্ত সাপ্তাহিক জার্নাল দা লানসেট-এ । আগামী প্রজন্ম অসাবধানতাবশত বিশ্বব্যাপী উষ্ণতা বৃদ্ধির ফল ভুগবে ৷ যদি না প্যারিস চুক্তি অনুসারে কম করে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমানোর জন্য এখনই আমরা প্রয়োজনীয় পদক্ষেপ না করি । এর ফল ভুগতে হবে ছোটোদের । বর্তমানে যে হারে কার্বন নির্গত হচ্ছে, তাতে প্রতিনিয়ত বিশ্বব্যাপী তাপমাত্রা মারাত্মক হারে বেড়ে চলেছে । তাপমাত্রা বৃদ্ধি এবং বৃষ্টির পরিমাণ হ্রাস পাওয়ার কারণে একাধিক রোগের প্রকোপ দেখা যাচ্ছে, যেমন ডেঙ্গু-ম্যালেরিয়ার মতো রোগের বাড়বাড়ন্ত চোখে পড়ছে । ফুসফুস, হৃদযন্ত্র এবং স্নায়ুরোগের পরিমাণ বাড়ছে । গত তিন দশকে শিশুদের মধ্যে ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার পরিমাণ দ্বিগুণ হয়েছে ।


বর্তমানে নবজাতকদের মধ্যে বিভিন্ন রোগের সম্ভাবনা রয়েছে ৷ এছাড়া বন্যা , দুর্ভিক্ষের মত বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগেরও সম্ভাবনা বাড়বে ৷ 2001 থেকে 2004-এর মধ্যে বিশ্বব্যাপী 196টি দেশের মধ্যে 152টি দেশের মানুষ দাবানলের সাক্ষী থেকেছেন । দাবানল শুধু প্রাণহানি ঘটায় না, এর ফলে সম্পত্তির প্রচুর ক্ষতি হয়, জমির ভারসাম্য নষ্ট হয় । ভারতে বনাঞ্চলে আগুন 2.1 কোটি মানুষের প্রাণহানি ঘটিয়েছে । ভারতের মতো দেশ যার জনসংখ্যা অনেক, সেখানে পরিবেশ পরিবর্তন মারাত্মক প্রভাব ফেলে । অন্যতম এক বিশেষজ্ঞ পূর্ণিমা প্রভাকরণ দা লানসেট-এর এক প্রতিবেদনে উল্লেখ করেছিলেন, ভারতে পেট খারাপের পরিমাণ আগের থেকে অনেকটাই বৃদ্ধি পেয়েছে । তাঁর মতে, তাপপ্রবাহ 2015 সালে হাজারের বেশি প্রাণ কেড়ে নিয়েছিল ৷ আগামী দিনে সাধারণ ঘটনায় পরিণত হবে । বিশ্ব উষ্ণায়ন আমাদের শিশুদের প্রাণহানির কারণ হয়ে উঠবে । আমরা যদি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ না করি তাহলে আগামী প্রজন্মকে মারাত্মক ভবিষ্যতের ঠেলে দেওয়ার জন্য আমরাই দায়ী থাকব ।

শিশুরা কোনও ভুল করলে বড়রাই তাদের সঠিক পথে নিয়ে আসেন । তারা ভুল করে অসহনীয় তাপমাত্রার মুখোমুখি হতে পারে, যা তাদের স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করবে । বর্তমান গবেষণায় প্রমাণিত, শিশুদের বর্তমান প্রজন্ম বিশেষ করে ভারতের শিশুরা অত্যন্ত প্রতিকূলতার মধ্যে পড়তে পারে ৷ এর অন্যতম কারণ বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন । উল্লেখ্য, জীবাশ্ম জ্বালানির ব্যবহার, বিশ্বব্যাপী বাড়তে থাকা উত্তাপ নিয়ন্ত্রণ করতে না পারলে খাদ্য ঘটতি, মহামারি, বন্যার মতো পরিস্থিতি আরও বাড়তে থাকবে ।

বিজ্ঞান সংক্রান্ত সাপ্তাহিক জার্নাল দা লানসেট-এ পরিবেশ দূষণ এবং জলবায়ু পরিবর্তনের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়েছে । বিশ্ব ব্যাঙ্ক এবং বিশ্ব স্বাস্থ্যসংস্থা 35 টি সংস্থার 120 জন বিশেষজ্ঞের মতামতের প্রেক্ষিতে 41টি বিষয়ের কথা উল্লেখ করেছে । এই রিপোর্ট প্রকাশিত হয়েছে বিজ্ঞানসংক্রান্ত সাপ্তাহিক জার্নাল দা লানসেট-এ । আগামী প্রজন্ম অসাবধানতাবশত বিশ্বব্যাপী উষ্ণতা বৃদ্ধির ফল ভুগবে ৷ যদি না প্যারিস চুক্তি অনুসারে কম করে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমানোর জন্য এখনই আমরা প্রয়োজনীয় পদক্ষেপ না করি । এর ফল ভুগতে হবে ছোটোদের । বর্তমানে যে হারে কার্বন নির্গত হচ্ছে, তাতে প্রতিনিয়ত বিশ্বব্যাপী তাপমাত্রা মারাত্মক হারে বেড়ে চলেছে । তাপমাত্রা বৃদ্ধি এবং বৃষ্টির পরিমাণ হ্রাস পাওয়ার কারণে একাধিক রোগের প্রকোপ দেখা যাচ্ছে, যেমন ডেঙ্গু-ম্যালেরিয়ার মতো রোগের বাড়বাড়ন্ত চোখে পড়ছে । ফুসফুস, হৃদযন্ত্র এবং স্নায়ুরোগের পরিমাণ বাড়ছে । গত তিন দশকে শিশুদের মধ্যে ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার পরিমাণ দ্বিগুণ হয়েছে ।


বর্তমানে নবজাতকদের মধ্যে বিভিন্ন রোগের সম্ভাবনা রয়েছে ৷ এছাড়া বন্যা , দুর্ভিক্ষের মত বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগেরও সম্ভাবনা বাড়বে ৷ 2001 থেকে 2004-এর মধ্যে বিশ্বব্যাপী 196টি দেশের মধ্যে 152টি দেশের মানুষ দাবানলের সাক্ষী থেকেছেন । দাবানল শুধু প্রাণহানি ঘটায় না, এর ফলে সম্পত্তির প্রচুর ক্ষতি হয়, জমির ভারসাম্য নষ্ট হয় । ভারতে বনাঞ্চলে আগুন 2.1 কোটি মানুষের প্রাণহানি ঘটিয়েছে । ভারতের মতো দেশ যার জনসংখ্যা অনেক, সেখানে পরিবেশ পরিবর্তন মারাত্মক প্রভাব ফেলে । অন্যতম এক বিশেষজ্ঞ পূর্ণিমা প্রভাকরণ দা লানসেট-এর এক প্রতিবেদনে উল্লেখ করেছিলেন, ভারতে পেট খারাপের পরিমাণ আগের থেকে অনেকটাই বৃদ্ধি পেয়েছে । তাঁর মতে, তাপপ্রবাহ 2015 সালে হাজারের বেশি প্রাণ কেড়ে নিয়েছিল ৷ আগামী দিনে সাধারণ ঘটনায় পরিণত হবে । বিশ্ব উষ্ণায়ন আমাদের শিশুদের প্রাণহানির কারণ হয়ে উঠবে । আমরা যদি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ না করি তাহলে আগামী প্রজন্মকে মারাত্মক ভবিষ্যতের ঠেলে দেওয়ার জন্য আমরাই দায়ী থাকব ।

New Delhi, Nov 21 (ANI): Congress MP Manish Tewari in Lok Sabha on November 21 stated that corruption has been covered up through electoral schemes. "I want to draw the attention of the House towards electoral bonds. The electoral bond scheme was limited to elections. RTI in 2018 revealed that government overruled Reserve Bank of India on electoral bonds," said Manish Tewari in Lok Sabha.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.