ETV Bharat / bharat

পুলওয়ামায় সেনা-জঙ্গি গুলির লড়াই - জম্মু ও কাশ্মীর

মারওয়াল এলাকায় জঙ্গিরা লুকিয়ে আছে বলে খবর পান নিরাপত্তারক্ষীরা । আজ সকালে সেখানে অভিযান চালায় জম্মু-কাশ্মীর পুলিশ ও সেনা ।

an encounter broke out in pulwama district
পুলওয়ামার মারওয়ালে সেনা-জঙ্গি গুলির লড়াই
author img

By

Published : Sep 15, 2020, 7:45 AM IST

পুলওয়ামা, 15 সেপ্টেম্বর : পুলওয়ামার মারওয়াল এলাকায় জঙ্গিদের সঙ্গে নিরাপত্তারক্ষীর গুলির লড়াই শুরু হয়েছে । আজ সকাল থেকে গুলির লড়াই শুরু হয় বলে জানিয়েছে কাশ্মীর জ়োনের পুলিশ ।

মারওয়ালে জঙ্গিদের উপস্থিতির খবর পায় পুলিশ । খবর পেয়ে এলাকায় অভিযান চালায় নিরাপত্তারক্ষীরা । জঙ্গিরা গুলি চালালে নিরাপত্তারক্ষীরা পালটা জবাব দেয় । এর আগে গত সপ্তাহে শুক্রবার পুলওয়ামার পারিগামে নিরাপত্তারক্ষীদের সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই হয় । 4 সেপ্টেম্বর বারামুল্লার ইয়েদিপোরা গ্রামে নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে দুই জঙ্গি নিকেষ হয় । একই দিনে বারামুল্লার পাট্টান এলাকায় তিন জঙ্গিকে নিকেষ করেন নিরাপত্তারক্ষীরা ।

পুলওয়ামা, 15 সেপ্টেম্বর : পুলওয়ামার মারওয়াল এলাকায় জঙ্গিদের সঙ্গে নিরাপত্তারক্ষীর গুলির লড়াই শুরু হয়েছে । আজ সকাল থেকে গুলির লড়াই শুরু হয় বলে জানিয়েছে কাশ্মীর জ়োনের পুলিশ ।

মারওয়ালে জঙ্গিদের উপস্থিতির খবর পায় পুলিশ । খবর পেয়ে এলাকায় অভিযান চালায় নিরাপত্তারক্ষীরা । জঙ্গিরা গুলি চালালে নিরাপত্তারক্ষীরা পালটা জবাব দেয় । এর আগে গত সপ্তাহে শুক্রবার পুলওয়ামার পারিগামে নিরাপত্তারক্ষীদের সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই হয় । 4 সেপ্টেম্বর বারামুল্লার ইয়েদিপোরা গ্রামে নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে দুই জঙ্গি নিকেষ হয় । একই দিনে বারামুল্লার পাট্টান এলাকায় তিন জঙ্গিকে নিকেষ করেন নিরাপত্তারক্ষীরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.