স্বরাষ্ট্রমন্ত্রীর কোরোনা আক্রান্ত হওয়ার খবর পেয়ে টুইট করেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় । টুইটে তিনি জানান, একদিন আগেই দেখা হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে । চিকিৎসকদের পরামর্শে আপাতত আমি পরিবারের সদস্যদের থেকে নিজেকে বিচ্ছিন্ন রাখছি। শীঘ্রই কোরোনা পরীক্ষা করাব । 31 জুলাই অমিত শাহর সঙ্গে দেখা করেছিলেন নিশীথ প্রামাণিক ও সৌমিত্র খাঁ। তাঁরাও 14 দিনের কোয়ারানটিনে যাচ্ছেন ।
অমিত শাহর কোরোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসার কিছুক্ষণ পরই জানা যায়, হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন অমিতাভ বচ্চন । ছেলে অভিষেক টুইট করে বাবার সুস্থ হয়ে ওঠার খবর জানান । এদিকে কোরোনায় আক্রান্ত হয়ে আজ উত্তরপ্রদেশের ক্যাবিনেট মন্ত্রী কমলারানি বরুণ । বয়স হয়েছিল 62 ।
আজ 17 লাখ পেরিয়েছে দেশে কোরোনায় আক্রান্তের সংখ্যা । 24 ঘণ্টায় সংক্রমিত 54 হাজার 736 জন । এনিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 17 লাখ 50 হাজার 714 । গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 853 জনের । যা নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল 37 হাজার 364 ।এখনও পর্যন্ত সুস্থ হয়েছে 11 লাখেরও বেশি মানুষ ।