ETV Bharat / bharat

কুমারস্বামীর সরকার ভাঙার পেছনে অমিত শাহ ? প্রকাশ্যে ইয়েদুরাপ্পার অডিয়ো - BS Yediyurappa In Leaked Clip

নতুন বিতর্কে কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা ৷ কর্নাটকে কংগ্রেস-জনতা দল (সেকুলার) জোট সরকার ভাঙার পিছনে কার্যকর ভূমিকা নিয়েছিলেন খোদ BJP সভাপতি অমিত শাহ ৷ শাহের বুদ্ধি এবং অঙুলি হেলনে পুরো কাজটা হয়েছিল বলে দলের নেতাদের সঙ্গে বৈঠকে বলেন ইয়েদি ৷ যদিও এই অডিয়ো বার্তার সত্যতা যাচাই করা হয়নি ।

ইয়েদুরাপ্পা
author img

By

Published : Nov 2, 2019, 8:19 PM IST

Updated : Nov 2, 2019, 8:26 PM IST

বেঙ্গালুরু, 2 নভেম্বর : 'শুভ মুহূর্ত'-এ শপথ নিয়েও অন্ধকার ! বিতর্ক ৷

মুখ্যমন্ত্রিত্বের নতুন ইনিংস সবে শুরু করেছেন । এরই মধ্যে নতুন বিতর্কে কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা ৷ কর্নাটকে কংগ্রেস-জনতা দল (সেকুলার)- এর জোট সরকার ভাঙার পিছনে কার্যকর ভূমিকা নিয়েছিলেন খোদ BJP সভাপতি অমিত শাহ ৷ শাহের বুদ্ধি এবং অঙুলি হেলনে পুরো কাজটা সম্পন্ন হয়েছিল ৷ দলের নেতাদের সঙ্গে বৈঠকে এই কথা বলেন ইয়েদি ৷ আর সেই অডিয়ো ফাঁস হয়ে গেছে সোশাল মিডিয়ায় ( যদিও অডিয়োর সত্যতা ETV ভারত যাচাই করেনি ) ৷ তারপরই শুরু হয়েছে যাবতীয় বিতর্ক ৷

একটি নির্বাচনী কেন্দ্রের সমস্যা নিয়ে আলোচনা করতে গিয়ে কিছু কথা বলেন ইয়েদুরাপ্পা । তাঁকে বলতে শোনা যায়, ''একটি নির্বাচনী কেন্দ্রের সমস্যা নিয়ে হুব্বালিতে সবিস্তার আলোচনা করেছি । দলের দায়িত্বশীল কর্মীদের পরস্পরের বিরুদ্ধে অনভিপ্রেত মন্তব্য করা ঠিক নয় । দলের স্বার্থেই একে অপরকে সমর্থন করা উচিত সকলের ।'' সেখানেই কর্নাটকের বিধায়ক ভাঙানোর কথাটি উঠে আসে । যদিও অডিয়োটির বিষয়ে দলের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি । এই অডিয়ো বার্তার সত্যতা যাচাই সাপেক্ষ ।

সে সময় নিজের ভূমিকার সাফাই দিয়ে ইয়েদুরাপ্পা বলেন, ''আমি ওদের সিদ্ধান্ত নিতে বাধ্য করিনি । দলের সর্বভারতীয় সভাপতির তদারকিতে পুরো কাজটা হয়েছে । ওই 17 জন বিধায়কের থাকার ব্যবস্থা, এমনকি পরিবারের সঙ্গে দেখা করতে না দেওয়ার সিদ্ধান্ত কে নিয়েছিলেন, তা আপনারা সবাই জানেন ।'' ইয়েদুরাপ্পা আরও দাবি করেন, '' সরকারের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত ওদের বিরোধী থাকারই কথা ছিল । কিন্তু, তাঁরা আমাদের বিশেষভাবে সাহায্য করেন । আমাদের ক্ষমতা ফিরে পেতে সাহায্য করেন । তাঁদের সেই ভূমিকার জন্য ওদের পাশে থাকতে হবে আমাদের ।''

  • @bsybjp again confesses about operation Kamala & the immoral defection of @INCIndia MLA’s.

    He also clearly reveals that @AmitShah took care of the defectors for 2.5 months in Mumbai.

    What more damning proof required that @BJP4India masterminded this entire operation. pic.twitter.com/Oi1PrbdsSN

    — ದಿನೇಶ್ ಗುಂಡೂರಾವ್/ Dinesh Gundu Rao (@dineshgrao) November 1, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কর্নাটকে কংগ্রেস-জনতা দল (সেকুলার)মিলিতভাবে সরকার গড়লেও তা বেশিদিন চালাতে পারেনি ৷ তারপরই মুখ্যমন্ত্রীর মসনদে বসেন ইয়েদুরাপ্পা ৷ সে সময় জোট সরকারের 17 জন বিধায়কের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে । মুম্বইয়ের একটি হোটেলে ছিলেন বিদ্রোহী বিধায়করা । বিরোধীরা অভিযোগ তুলেছিলেন, অমিত শাহের নেতৃত্বে বিধায়ক ভাঙার কাজ করা হচ্ছে । যদিও গেরুয়া শিবির থেকে সেই অভিযোগ পুরোপুরি অস্বীকার করা হয় । উলটে দাবি করা হয়েছিল, কংগ্রেস-জনতা দল (সেকুলার) নেতাদের কার্যকলাপে অসন্তুষ্ট হয়ে দল ছাড়তে চাইছেন ওই বিধায়করা । সেই পর্যন্ত ওই বিদ্রোহী বিধায়করা আস্থাভোটে অংশ না নেওয়ায় হেরে যান কুমারস্বামী । আজ দলের মুখ্যমন্ত্রীর এই অডিয়ো বার্তা শুধু বিতর্ককে খুঁচিয়ে দিল না, বিরোধীদের হাতে নতুন অস্ত্রও তুলে দিল ।

বেঙ্গালুরু, 2 নভেম্বর : 'শুভ মুহূর্ত'-এ শপথ নিয়েও অন্ধকার ! বিতর্ক ৷

মুখ্যমন্ত্রিত্বের নতুন ইনিংস সবে শুরু করেছেন । এরই মধ্যে নতুন বিতর্কে কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা ৷ কর্নাটকে কংগ্রেস-জনতা দল (সেকুলার)- এর জোট সরকার ভাঙার পিছনে কার্যকর ভূমিকা নিয়েছিলেন খোদ BJP সভাপতি অমিত শাহ ৷ শাহের বুদ্ধি এবং অঙুলি হেলনে পুরো কাজটা সম্পন্ন হয়েছিল ৷ দলের নেতাদের সঙ্গে বৈঠকে এই কথা বলেন ইয়েদি ৷ আর সেই অডিয়ো ফাঁস হয়ে গেছে সোশাল মিডিয়ায় ( যদিও অডিয়োর সত্যতা ETV ভারত যাচাই করেনি ) ৷ তারপরই শুরু হয়েছে যাবতীয় বিতর্ক ৷

একটি নির্বাচনী কেন্দ্রের সমস্যা নিয়ে আলোচনা করতে গিয়ে কিছু কথা বলেন ইয়েদুরাপ্পা । তাঁকে বলতে শোনা যায়, ''একটি নির্বাচনী কেন্দ্রের সমস্যা নিয়ে হুব্বালিতে সবিস্তার আলোচনা করেছি । দলের দায়িত্বশীল কর্মীদের পরস্পরের বিরুদ্ধে অনভিপ্রেত মন্তব্য করা ঠিক নয় । দলের স্বার্থেই একে অপরকে সমর্থন করা উচিত সকলের ।'' সেখানেই কর্নাটকের বিধায়ক ভাঙানোর কথাটি উঠে আসে । যদিও অডিয়োটির বিষয়ে দলের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি । এই অডিয়ো বার্তার সত্যতা যাচাই সাপেক্ষ ।

সে সময় নিজের ভূমিকার সাফাই দিয়ে ইয়েদুরাপ্পা বলেন, ''আমি ওদের সিদ্ধান্ত নিতে বাধ্য করিনি । দলের সর্বভারতীয় সভাপতির তদারকিতে পুরো কাজটা হয়েছে । ওই 17 জন বিধায়কের থাকার ব্যবস্থা, এমনকি পরিবারের সঙ্গে দেখা করতে না দেওয়ার সিদ্ধান্ত কে নিয়েছিলেন, তা আপনারা সবাই জানেন ।'' ইয়েদুরাপ্পা আরও দাবি করেন, '' সরকারের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত ওদের বিরোধী থাকারই কথা ছিল । কিন্তু, তাঁরা আমাদের বিশেষভাবে সাহায্য করেন । আমাদের ক্ষমতা ফিরে পেতে সাহায্য করেন । তাঁদের সেই ভূমিকার জন্য ওদের পাশে থাকতে হবে আমাদের ।''

  • @bsybjp again confesses about operation Kamala & the immoral defection of @INCIndia MLA’s.

    He also clearly reveals that @AmitShah took care of the defectors for 2.5 months in Mumbai.

    What more damning proof required that @BJP4India masterminded this entire operation. pic.twitter.com/Oi1PrbdsSN

    — ದಿನೇಶ್ ಗುಂಡೂರಾವ್/ Dinesh Gundu Rao (@dineshgrao) November 1, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কর্নাটকে কংগ্রেস-জনতা দল (সেকুলার)মিলিতভাবে সরকার গড়লেও তা বেশিদিন চালাতে পারেনি ৷ তারপরই মুখ্যমন্ত্রীর মসনদে বসেন ইয়েদুরাপ্পা ৷ সে সময় জোট সরকারের 17 জন বিধায়কের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে । মুম্বইয়ের একটি হোটেলে ছিলেন বিদ্রোহী বিধায়করা । বিরোধীরা অভিযোগ তুলেছিলেন, অমিত শাহের নেতৃত্বে বিধায়ক ভাঙার কাজ করা হচ্ছে । যদিও গেরুয়া শিবির থেকে সেই অভিযোগ পুরোপুরি অস্বীকার করা হয় । উলটে দাবি করা হয়েছিল, কংগ্রেস-জনতা দল (সেকুলার) নেতাদের কার্যকলাপে অসন্তুষ্ট হয়ে দল ছাড়তে চাইছেন ওই বিধায়করা । সেই পর্যন্ত ওই বিদ্রোহী বিধায়করা আস্থাভোটে অংশ না নেওয়ায় হেরে যান কুমারস্বামী । আজ দলের মুখ্যমন্ত্রীর এই অডিয়ো বার্তা শুধু বিতর্ককে খুঁচিয়ে দিল না, বিরোধীদের হাতে নতুন অস্ত্রও তুলে দিল ।

Intro:ಹುಬ್ಬಳ್ಳಿ-03
ನಗರದ ಖಾಸಗಿ ಹೋಟೆಲ್ ನಲ್ಲಿ ನಡೆದ ಬಿಜೆಪಿ ಕೋರಕಮೀಟಿ ಸಭೆಯಲ್ಲಿ ಅನರ್ಹ ಶಾಸಕರ ವಿಚಾರಕ್ಕೆ ಸಂಬಂಧಿಸಿದಂತೆ ಪಕ್ಷದ‌ ನಾಯಕರ ನಡೆಗೆ ಮುಖ್ಯಮಂತ್ರಿ ಯಡಿಯೂರಪ್ಪ ತೀವ್ರ ಬೇಸರ ಹೊರ ಹಾಕಿರುವ ವಿಡಿಯೋ ಈಗ ವೈರಲ್ ಆಗಿದೆ.
ಸಭೆಯಲ್ಲಿ ಅನರ್ಹ ಶಾಸಕರ ಕ್ಷೇತ್ರದ ಉಪ ಚುನಾವಣೆ ಬಗ್ಗೆ ಚರ್ಚೆಯ ಸಂದರ್ಭದಲ್ಲಿ ಅತೀವ ಬೇಸರ ಹೊರಹಾಕಿದ್ದಾರೆ.
ಅನರ್ಹ ಶಾಸಕರ ವಿರುದ್ದ ಬಗ್ಗೆ ಪಕ್ಷದ ಕೆಲ ನಾಯಕರು ಮಾತನಾಡಿದಕ್ಕೆ
ಬಿಜೆಪಿ ನಾಯಕರಿಗೆ ಕ್ಲಾಸ್ ತಗೆದುಕೊಂಡಿದ್ದಾರೆ.
ಸರ್ಕಾರ ಉಳಿಸುವ ಧಾಟಿಯಲ್ಲಿ ಯಾರೂ ಮಾತಾಡಿಲ್ಲ.
17ಅನರ್ಹರ ಬಗ್ಗೆ ಯಡಿಯೂರಪ್ಪ ತೀರ್ಮಾನ ತೆಗೆದುಕೊಂಡಿಲ್ಲ.
ರಾಷ್ಟ್ರೀಯ ಅಧ್ಯಕ್ಷರೇ ಬಾಂಬೆಯಲ್ಲಿ ಎರುವರೆ ತಿಂಗಳು ಇಟ್ಟಿದ್ರು. ಇದೆಲ್ಲ ನಿಮಗೆ ಗೊತ್ತಿದೆತಾನೆ ಎಂದು ಗುಡುಗಿದ್ದಾರೆ.
ಎರಡೂವರೆ ಮೂರು ತಿಂಗಳು ಅವರ ಕ್ಷೇತ್ರಕ್ಕೆ ಹೋಗಿಲ್ಲ. ಹೆಂಡರು, ಮಕ್ಕಳ ಮುಖ ನೋಡಿಲ್ಲ. ಉಪ ಚುನಾವಣೆ ಏನಾಗುತ್ತೊ ಗೊತ್ತಿಲ್ಲ. ಅವರು ನಮ್ಮನ್ನ ಆಡಳಿತಕ್ಕೆ ತಂದಿದ್ದಾರೆ.
ಅವರ ಪರವಾಗಿ ನಾವು ಗಟ್ಟಿಯಾಗಿ ನಿಲ್ಲಬೇಕು.
ಈ ಮಾತು ನಿಮ್ಮ ಬಾಯಲ್ಲಿ ಬರಲಿಲ್ಲ. ನೀವು ಅವರ ಜಾಗದಲ್ಲಿದಿದ್ರೆ ಏನು ಮಾಡ್ತಿದ್ರಿ? ಇವತ್ತು ನೀವು ಮಾತಾಡಿದ್ದು ನಾಲ್ಕು ಗೋಡೆಗಳ ಮಧ್ಯೆಯೇ ಇರಲಿ.
ಲಕ್ಷ್ಮಣ ಸವದಿ ಕೇವಲ 30ಸಾವಿರ ಮತದಿಂದ ಸೋತಿದ್ದಾರೆ. ಈಗ ರಾಜು ಕಾಗೆ ಹೆಸರನ್ನೇ ಹೇಳುತ್ತೀರಿ.
ಇದು ಎಷ್ಟರ ಮಟ್ಟಿಗೆ ಸರಿ.
ಇದನ್ನ ನಾನು ನಿಮ್ಮಿಂದ ನಿರೀಕ್ಷೆ ಮಾಡಿರಲಿಲ್ಲ. ನನಗೇನು ಮುಖ್ಯಮಂತ್ರಿಗಿರಿ ಬೇಕಾಗಿಲ್ಲ.
ಒಳ್ಳೆ ಉದ್ದೇಶಕ್ಕೆ ಬೆಲೆಯೇ ಇಲ್ಲ.
ವಾಸ್ತವ ಸ್ಥಿತಿ ತಿಳಿಯದೇ ನೀವು ಮಾತನಾಡಿದ್ದೀರಿ. ಈ ಎಲ್ಲ ಸಂಗತಿಗಳನ್ನ ಕೇಂದ್ರ ನಾಯಕರ ಗಮನಕ್ಕೆ ತರೋಣ.
ಬಾನಂತೂ ಯಾವ ತೀರ್ಮಾನ ತೆಗೆದುಕೊಳ್ಳೋ ಸ್ಥಿತಿಯಲ್ಲಿಲ್ಲ.
ನಾನೇ ಅಪರಾಧ ಮಾಡಿದಂತೆ ಕಾಣುತ್ತೆ. ಅನರ್ಹರನ್ನ ನಂಬಿಸಿ ನಾನು ತಪ್ಪು ಮಾಡಿದ್ದೇನೆ.
ಐ ನೆವರ್ ಎಕ್ಸಪೆಕ್ಟೆಡ್.
ಈ ಸಭೆಗೆ ನಾನು ಬರಬಾರದಿತ್ತು. ಅನರ್ಹರ ತ್ಯಾಗ ಯಾರಗಮನಕ್ಕೂ ಬರಲೇ ಇಲ್ಲ. ಅವರ ತ್ಯಾಗದ ಫಲವಾಗಿಯೇ ಇಂದು ನಾವು ಅಧಿಕಾರದಲ್ಲಿದ್ದೇವೆ.
ನಮ್ಮನ್ನ ನಂಬಿ ಅನರ್ಹರು ಮೂರ್ಖರು, ಹುಚ್ಚರಾಗಿದ್ದಾರೆ.
ಅವರು ರಾಜೀನಾಮೆ ಕೊಡೋ ಅಗತ್ಯವಾದ್ರೂ ಏನಿತ್ತು.
ನಮ್ಮನ್ನ ನಂಬಿ ಅವರು ರಾಜೀನಾಮೆ ನೀಡಿದ್ದಾರೆ.
ಸುಪ್ರಿಂ ನಿಂದ ನಾಳೆ ನಾಡಿದ್ದು ತೀರ್ಪು ಬರುತ್ತೆ. ಶೇ.90ರಷ್ಟು ಅನರ್ಹರು ಚುನಾವಣೆಗೆ ನಿಲ್ತಾರೆ. ನನಗೆ ತುಂಬ ನೋವಾಗಿದೆ. ಹಿರಿಯ, ಕಿರಿಯ ನಾಯಕರಿಂದ ನೋವಾಗಿದೆ.
ಕೈ ಮುಗಿವೆ ಈ ಸಂಗತಿ ಹೊರಗೆ ಹೋಗೋದು ಬೇಡ ಎಂದು ಮಾತನಾಡಿರುವ ವಿಡಿಯೋ‌ ಈಗ ವೈರಲ್ ಆಗಿದ್ದು, ಯಡಿಯೂರಪ್ಪನವರ ಅಸಾಯಕತೆಯನ್ನು ಎತ್ತಿ ತೋರಿಸುತ್ತಿದೆ. Body:H B GaddadConclusion:Etv hubli
Last Updated : Nov 2, 2019, 8:26 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.