ETV Bharat / bharat

খট্টরকে তলব অমিত শাহর - হরিয়ানা বিধানসভা ফলাফল

হরিয়ানায় নির্বাচনের ফলাফলের বর্তমান পরিস্থিতি দেখে মনোহর লাল খট্টরকে দিল্লিতে তলব করলেন BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ৷

অমিত শাহ
author img

By

Published : Oct 24, 2019, 2:26 PM IST

দিল্লি, 24 অক্টোবর : হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরকে দিল্লিতে তলব করলেন BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ৷ হরিয়ানা বিধানসভা নির্বাচনের গণনা এখনও শেষ হয়নি ৷ এখনও পর্যন্ত যে ফলাফল সামনে এসেছে তাতে দেখা গেছে, BJP ও কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে ৷ রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মত, হরিয়ানায় কংগ্রেস বা BJP কেউই এককভাবে সরকার গঠন করতে পারবে না ৷ তা মোটামুটি স্পষ্ট হয়ে গেছে ৷ সেকারণেই নিজের পূর্ব নির্ধারিত ইভেন্ট বাতিল করে খট্টরকে তলব করেছেন অমিত শাহ ৷

BJP সূত্রে খবর, নির্বাচনের ফলাফল কী হবে তা নিয়ে পর্যালোচনার জন্য খট্টরকে ডেকে পাঠিয়েছেন অমিত শাহ ৷ আজ দুপুরেই অমিত শাহর সঙ্গে বৈঠক করতে দিল্লি পৌঁছবেন খট্টর ৷

হরিয়ানায় ভালো ফল করছে JJP ৷ রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, JJP হরিয়ানায় সরকার গঠনের কিং মেকার হতে চলেছে ৷ সূত্রের খবর, ইতিমধ্যেই না কি কংগ্রেস ও BJP দুই দলই JJP-র সঙ্গে আলাপ-আলোচনা শুরু করে দিয়েছে ৷ যদিও, BJP-র তরফে এর সত্যতা স্বীকার করা হয়নি ৷

দিল্লি, 24 অক্টোবর : হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরকে দিল্লিতে তলব করলেন BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ৷ হরিয়ানা বিধানসভা নির্বাচনের গণনা এখনও শেষ হয়নি ৷ এখনও পর্যন্ত যে ফলাফল সামনে এসেছে তাতে দেখা গেছে, BJP ও কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে ৷ রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মত, হরিয়ানায় কংগ্রেস বা BJP কেউই এককভাবে সরকার গঠন করতে পারবে না ৷ তা মোটামুটি স্পষ্ট হয়ে গেছে ৷ সেকারণেই নিজের পূর্ব নির্ধারিত ইভেন্ট বাতিল করে খট্টরকে তলব করেছেন অমিত শাহ ৷

BJP সূত্রে খবর, নির্বাচনের ফলাফল কী হবে তা নিয়ে পর্যালোচনার জন্য খট্টরকে ডেকে পাঠিয়েছেন অমিত শাহ ৷ আজ দুপুরেই অমিত শাহর সঙ্গে বৈঠক করতে দিল্লি পৌঁছবেন খট্টর ৷

হরিয়ানায় ভালো ফল করছে JJP ৷ রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, JJP হরিয়ানায় সরকার গঠনের কিং মেকার হতে চলেছে ৷ সূত্রের খবর, ইতিমধ্যেই না কি কংগ্রেস ও BJP দুই দলই JJP-র সঙ্গে আলাপ-আলোচনা শুরু করে দিয়েছে ৷ যদিও, BJP-র তরফে এর সত্যতা স্বীকার করা হয়নি ৷

Guwahati (Assam), Oct 23 (ANI): Assam's Finance Minister Himanta Biswa Sarma said on October 23 that Chief Minister of West Bengal, Mamata Banerjee will support CAB (Citizenship Amendment Bill) if Muslims are also included. "If you don't like Citizenship Amendment Bill (CAB) then there will be detention camps. Mamata Banerjee actually wants to say that I will support CAB if Muslims are also included. We want her to say this openly, said Himanta Biswa while talking to media reporters.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.