ETV Bharat / bharat

গুলি মারোর মতো মন্তব্য করা উচিত হয়নি : অমিত শাহ - টাইমস নাও সামিট 2020-এ দিল্লি নির্বাচন প্রসঙ্গে বলেন অমিত

দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচারে হিংসাত্মক কথা শোনা গেছে BJP নেতাদের মুখ থেকে । আন্দোলনকারীদের গুলি মারোর মতো মন্তব্যও করা হয়েছে বলে অভিযোগ । এই প্রসঙ্গে আজ অমিত শাহ বলেন, "গুলি মারো, ইন্দো-পাক ম্যাচ জাতীয় কথা বলা উচিত হয়নি । দল এই ধরনের মন্তব্য থেকে নিজেকে সরিয়ে নিচ্ছে ।"

amit shah
অমিত শাহ
author img

By

Published : Feb 13, 2020, 10:33 PM IST

দিল্লি, 13 ফেব্রুয়ারি : দিল্লি নির্বাচনের ফল প্রকাশের পর এই প্রথম মুখ খুললেন অমিত শাহ । স্বীকার করলেন, ভোট প্রচারে BJP নেতাদের হিংসাত্মক বাক্য প্রয়োগ উচিত হয়নি । "গুলি মারো"-র মত বক্তব্যই দিল্লি নির্বাচনে BJP-র বেশি সংখ্যক আসন জেতার সুযোগ কমিয়েছে । আজ টাইমস নাও সামিট 2020-এ দিল্লি নির্বাচন প্রসঙ্গে একথা বলেন অমিত শাহ ।

দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচারে বারবার হিংসাত্মক বাক্য প্রয়োগ করেছেন একাধিক BJP নেতা । আন্দোলনকারীদের গুলি মারোর মতো মন্তব্য করতেও শোনা গেছে । মূলত, প্রত্যেকের লক্ষ্য ছিল শাহিনবাগই । শাহিনবাগে নজর রেখেই AAP-র সঙ্গে নির্বাচন লড়তে চেয়েছিল BJP । কিন্তু দিল্লি নির্বাচনের ফল প্রকাশের পর এই বিষয়টি পরিষ্কার হয়ে যায় দিল্লিবাসী ভরসা রেখেছে AAP-এর উপরেই ।

দিল্লি বিধানসভা ভোটের প্রচারে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরসহ একাধিক BJP নেতার আক্রমণের নিশানায় ছিল শাহিনবাগ । একটি ভিডিয়ো প্রকাশ্যে আসে যেখানে অনুরাগ ঠাকুরকে বলতে শোনা যায়, দেশদ্রোহীদের আজই গুলি মারা হোক । যারা দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে । উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথও ভোট প্রচারে শাহিনবাগকে নিশানা করে বলেছিলেন সন্ত্রাসবাদীদের গুলি খাওয়াই, বিরিয়ানি না । যেহেতু, কেজরিওয়াল শাহিনবাগের আন্দোলনকারীদের জন্য বিরিয়ানি পাঠিয়েছিলেন, সেজন্যই আদিত্যনাখ এই কথা বলেছিলেন বলে অভিযোগ ওঠে ৷

আজ ওই অনুষ্ঠান থেকে অমিত শাহ বলেন, "গুলি মারো, ইন্দো-পাক ম্যাচ জাতীয় কথা বলা উচিত হয়নি । দল এই ধরনের মন্তব্য থেকে নিজেকে সরিয়ে নিচ্ছে । কয়েকজন নেতা হিংসাত্মক মন্তব্য করেছেন ঠিকই কিন্তু জনগণ জানে BJP কেমন । হয়ত আমরা এই ধরনের মন্তব্যের ফল ভোগ করলাম । যদিও আমরা ভোটারদের থেকে আসল কারণ জানতে পারিনি । কিন্তু মনে হয়, এই মন্তব্যগুলিই অন্যতম কারণ ।" মঙ্গলবার দিল্লি বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয় । AAP জেতে 62টি আসন । BJP-র দখলে 8টি আসন ।

দিল্লি, 13 ফেব্রুয়ারি : দিল্লি নির্বাচনের ফল প্রকাশের পর এই প্রথম মুখ খুললেন অমিত শাহ । স্বীকার করলেন, ভোট প্রচারে BJP নেতাদের হিংসাত্মক বাক্য প্রয়োগ উচিত হয়নি । "গুলি মারো"-র মত বক্তব্যই দিল্লি নির্বাচনে BJP-র বেশি সংখ্যক আসন জেতার সুযোগ কমিয়েছে । আজ টাইমস নাও সামিট 2020-এ দিল্লি নির্বাচন প্রসঙ্গে একথা বলেন অমিত শাহ ।

দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচারে বারবার হিংসাত্মক বাক্য প্রয়োগ করেছেন একাধিক BJP নেতা । আন্দোলনকারীদের গুলি মারোর মতো মন্তব্য করতেও শোনা গেছে । মূলত, প্রত্যেকের লক্ষ্য ছিল শাহিনবাগই । শাহিনবাগে নজর রেখেই AAP-র সঙ্গে নির্বাচন লড়তে চেয়েছিল BJP । কিন্তু দিল্লি নির্বাচনের ফল প্রকাশের পর এই বিষয়টি পরিষ্কার হয়ে যায় দিল্লিবাসী ভরসা রেখেছে AAP-এর উপরেই ।

দিল্লি বিধানসভা ভোটের প্রচারে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরসহ একাধিক BJP নেতার আক্রমণের নিশানায় ছিল শাহিনবাগ । একটি ভিডিয়ো প্রকাশ্যে আসে যেখানে অনুরাগ ঠাকুরকে বলতে শোনা যায়, দেশদ্রোহীদের আজই গুলি মারা হোক । যারা দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে । উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথও ভোট প্রচারে শাহিনবাগকে নিশানা করে বলেছিলেন সন্ত্রাসবাদীদের গুলি খাওয়াই, বিরিয়ানি না । যেহেতু, কেজরিওয়াল শাহিনবাগের আন্দোলনকারীদের জন্য বিরিয়ানি পাঠিয়েছিলেন, সেজন্যই আদিত্যনাখ এই কথা বলেছিলেন বলে অভিযোগ ওঠে ৷

আজ ওই অনুষ্ঠান থেকে অমিত শাহ বলেন, "গুলি মারো, ইন্দো-পাক ম্যাচ জাতীয় কথা বলা উচিত হয়নি । দল এই ধরনের মন্তব্য থেকে নিজেকে সরিয়ে নিচ্ছে । কয়েকজন নেতা হিংসাত্মক মন্তব্য করেছেন ঠিকই কিন্তু জনগণ জানে BJP কেমন । হয়ত আমরা এই ধরনের মন্তব্যের ফল ভোগ করলাম । যদিও আমরা ভোটারদের থেকে আসল কারণ জানতে পারিনি । কিন্তু মনে হয়, এই মন্তব্যগুলিই অন্যতম কারণ ।" মঙ্গলবার দিল্লি বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয় । AAP জেতে 62টি আসন । BJP-র দখলে 8টি আসন ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.